Reading Time: < 1 minutes

সম্প্রতি মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত আইফোনের নির্মাণ কারখানাকে ‘অন প্রোবেশন’ ঘোষণা করেছে। খাদ্যে বিষক্রিয়ার আড়াইশ কর্মীর অসুস্থ হয়ে পড়া এবং কর্মীদের আবাসন ব্যবস্থার দুরবস্থার পরপরই অ্যাপল কারখানাটি ‘অন প্রোবেশন’ ঘোষণা করলেও এর কারন কি, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো কিছু বলেনি। পূর্বের ঘটনা মতে এই ধরনের পদক্ষেপের পর প্রতিষ্ঠানটি সাধারণত কারখানার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে অ্যাপল উত্তর না দিলেও অতীতে ‘অন প্রোবেশন’-এ থাকা কারখানাগুলোয় নতুন পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া থেকে অ্যাপল বিরত থেকেছে বলেই উঠে এসেছে।

ভারতের স্থানীয় সংবাদপত্রগুলোর প্রতিবেদন বলছে যে সম্প্রতি খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে প্রায় আড়াইশ নারী অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই ঘটনায় ক্ষমা চেয়ে ফক্সকন তদন্ত চালানোর কথা বলেছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেন যে কর্মীদের যে সমস্যাগুলোর মুখে পড়তে হচ্ছে তার জন্য তারা খুবই দুঃখিত। তারা যে সুবিধা ও সেবা দিচ্ছে তাৎক্ষণিকভাবে সেগুলো উন্নত করার পদক্ষেপ নিয়েছে। ভারতীয় কারখানাটির কর্মীদের আবাসন ব্যবস্থা এবং ডাইনিংয়ের পরিস্থিতি সরেজমিন তদন্ত করে অ্যাপল জানিয়েছে যে কর্মীরা এই দুই বিষয়ে যথাযথ এবং মান সম্মত সেবা পাচ্ছেন না।

তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকন অ্যাপলের হয়ে কারখানাটি পরিচালনার দায়িত্বে আছে। কর্মীরা কর্মস্থলের দুর্দশা নিয়ে প্রতিবাদ শুরু করেছিলেন। কর্মীদের প্রতিবাদের মুখে ১৮ ডিসেম্বর থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। গেল বছর বকেয়া বেতনের দাবিতে অ্যাপল বেঙ্গালুরুর একটি কারখানার কর্মীরা দাঙ্গা শুরু করায় ওই কারখানাকে ‘অন প্রোবেশন’ ঘোষণা করেছিল। বিবিসি জানিয়েছে যে চেন্নাই থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটিতে ১৭ হাজার কর্মী কাজ করেন। তামিলনাড়ু রাজ্য সরকার খাদ্যে বিষক্রিয়া এবং তার ফলশ্রুতিতে কর্মীদের প্রতিবাদের ঘটনায় ফক্সকনকে কর্মীদের আবাসন ব্যবস্থা যাচাই করে দেখতে বলেছে।

১৮ ডিসেম্বর কারখানা বন্ধের প্রসঙ্গে অ্যাপলের এক মুখপাত্র বলেছেন যে ফক্সকন শ্রীপারুমবুদুর-এ খাদ্য ও আবাসন ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ করেছিল। তারা জানতে পারে যে কারখানা থেকে দূরে রয়েছে এমন কয়েকটি আবাসন ব্যবস্থা এবং সেখানকার ডাইনিং তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত নয়। উক্ত মুখপাত্র আরো বলেন যে বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নয়নে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.