Reading Time: 2 minutes

ব্যবহারকারী্র সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে বিনা খরচে সফটওয়্যারটির ওয়েব ভার্সন ব্যবহারের সুযোগ দিচ্ছে অ্যাডোবি। বিনামূল্যে ফটোশপের ওয়েব ভার্সন ব্যবহারের সুযোগ প্রাথমিকভাবে কানাডায় একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে চালু হয়েছে।

ফ্রিতে অ্যাডোবি ফটোশপের ওয়েব ভার্সন ব্যবহারের সুযোগের পরিধি ক্রমান্বয়ে আরও বাড়বে।  একই সুবিধা পাবেন বিশ্বের অন্যান্য অংশের ইউজাররাও। কোনো খরচ ছাড়াই ফটোশপের ওয়েব ভার্সন ব্যবহার প্রসঙ্গে নিশ্চিত করেছেন এক অ্যাডোবি মুখপাত্র। এতে সফটওয়্যারটির ,সব এডিটিং টুল ব্যবহার করা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।তবে, আপাতত সার্ভিসটিকে,ফ্রিমিয়াম বলে আখ্যা দেওয়া হচ্ছে।

অর্থাৎ,অদূর ভবিষ্যতে সফটওয়্যারটির কিছু ফিচার ব্যবহারের জন্য গাঁটের পয়সা খরচ করে সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে হতে পারে ইউজারকে।অ্যাডোবির কাছে ফটোশপের মূল কার্যক্রম হিসেবে বিবেচিত সবগুলো ফিচারই ব্যবহারের সুযোগ আছে বিনা খরচের ওয়েব ভার্সণে।

ফটোশপের আগের ওয়েব ভার্সণটির তুলনায় বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে নতুন ভার্সণটিকে। আগের ভার্সণটিতে ব্রাউজারের মাধ্যমে ফাইল শেয়ার করা এবং কমেন্ট করার বাইরে কাজের সুযোগ খুবই কম ছিল ইউজারদের জন্য।

The Verge (দ্য ভার্জ)-এর রিপোর্ট অনুযায়ী, Adobe’র এই পরিষেবাটিকে “freemium” (ফ্রিমিয়াম) নামে অভিহিত করার পরিকল্পনা করছে। এর অর্থ মূলত এই যে, ইউজাররা সম্পূর্ণ বিনামূল্যে এই সার্ভিসটির ফায়দা ওঠাতে পারবেন, তবে এর কিছু ফিচার একটি নির্দিষ্ট সময়ের পরে আর উপলব্ধ হবে না।

বিজ্ঞাপন (কেন?)

রিপোর্টে বলা হয়েছে যে, সকল ইউজাররাই সম্পূর্ণ নিখরচায় ফটোশপ অ্যাক্সেস করতে পারবেন, তবে অ্যাডোবি কিছুদিন পরে এই সার্ভিস থেকে কিছু ফিচার অপসারিত করবে। আর এই ফিচারগুলি ব্যবহার করার জন্য ইউজারদেরকে নিজের গাঁটের কড়ি খরচা করে এই সার্ভিসটির সাবস্ক্রিপশন কিনতে হবে। নিঃসন্দেহে বলা যায় যে, এর ফলে আরও বিপুল সংখ্যক গ্রাহক ফটোশপ ব্যবহারে আগ্রহী হবেন।

কেননা প্রথমে নিখরচায় ব্যবহার করে সার্ভিসটির যাবতীয় সুবিধা সম্পর্কে ব্যবহারকারীরা অবগত হতে পারবেন, এবং তারপরে পরিষেবাটি পছন্দসই হলে প্রয়োজনমাফিক সাবস্ক্রিপশন প্ল্যান কিনে নেবেন ইউজাররা। ফলে এই নতুন কৌশলে সংস্থার গ্রাহক সংখ্যা এবং জনপ্রিয়তা উভয়ই যে অনেকাংশে বৃদ্ধি পাবে, সে ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ কোম্পানির ডিজিটাল ইমেজিংয়ের ভাইস প্রেসিডেন্ট মারিয়া ইয়াপ (Maria Yap)।

বিনা খরচে ফটোশপের ওয়েব ভার্সণ ব্যবহারের জন্য একটি অ্যাডোবি অ্যাকাউন্ট খুলতে হবে বলে জানিয়েছে সিনেট। অ্যাকাউন্ট খুলতেও অর্থ খরচ করতে হবে না ইউজারকে।তবে, ফটোশপের বিনা খরচের ওয়েব ভার্সণ কানাডার বাইরে কবে নাগাদ চালু হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

তবে এই ফ্রি ভার্সনে বিজ্ঞাপন থাকবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এবং Adobe কবে নাগাদ এই ফ্রি সার্ভিসটি সবার জন্য উপলব্ধ করবে, সে বিষয়টিও এখনও ঠিক স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে যে, বিনামূল্যে ফটোশপের ওয়েব ভার্সন ব্যবহারের সুযোগ প্রাথমিকভাবে কানাডায় একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে চালু হয়েছে। তবে বিশ্বের সমস্ত জায়গার ব্যবহারকারীরা কবে এই পরিষেবাটি ব্যবহারের সুযোগ পাবেন, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.