Reading Time: < 1 minutes

টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহারকারীরা পাবেন বাড়তি সুবিধা। তাদের জন্য চ্যাটের সীমা, মিডিয়া এবং ফাইল আপলোডের লিমিট থাকবে অনেক বেশি। একটি ব্লগপোস্টে দুরভ বিষয়টি জানান।

জুন মাসেই চালু হবে ‘Telegram Premium’ সাবস্ক্রিপশন। অফিসিয়ালি এই ঘোষণা দিয়েছেন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ। নতুন প্রিমিয়াম সেবা এবং এর সঙ্গে আসন্ন বাড়তি সেবাগুলো নিয়ে শুক্রবার একটি ব্লগ পোস্ট করেন তিনি।

ব্লগ পোস্টে দুরভ বলেন, “চলতি ফিচারগুলো ফ্রি রেখে আমাদের সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ ভক্তদের আরও বেশি কিছু দেওয়ার একমাত্র উপায় হচ্ছে অর্থের বিনিময়ে সেবাগুলোর সীমা বাড়িয়ে দেওয়া।”।

বিগত বছরগুলোতে টেলিগ্রাম অ্যাপ ও মেসেজিং টুল সিগনাল-এর জনপ্রিয়তা ও সমালোচনা উভয়ই বেড়েছে। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং সেবাগুলোতে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা শঙ্কায় প্ল্যাটফর্মগুলো ছেড়ে টেলিগ্রাম ও সিগনালমুখী হয়েছেন ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন (কেন?)

অন্যদিকে, সাইবার ক্রাইম এবং উগ্রপন্থী সন্ত্রাসীদের নিরাপদ যোগযোগ ও অবাধ প্রচারণার সুযোগ দেওয়ার অভিযোগও উঠেছে টেলিগ্রামের বিরুদ্ধে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে প্রতি মাসে টেলিগ্রামের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ৫০০ মিলিয়নেরও বেশি। এর ওয়েবসাইট অনুযায়ী টেলিগ্রাম অ্যাপ এখন বিশ্বে সেরা দশটি ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে একটি।

দুরভ আরও বলছেন, টেলিগ্রামের প্রাথমিক অর্থায়ন যেন এর গ্রাহকদের কাছ থেকে আসে, বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে নয়, সেটি নিশ্চিত করতেই নতুন পেইড সাবস্ক্রিপশন সেবা ‘টেলিগ্রাম প্রিমিয়াম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে তার কোম্পানি। তবে, মূল টেলিগ্রাম অ্যাপটি ফ্রি থাকবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.