Reading Time: 5 minutes

যারা গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল আর্ট করেন, পেশাদারভাবে অথবা অপেশাদারভাবে তাদের সবারই যথাযথ পরিবেশ এবং নির্দিষ্ট টুলস এর প্রয়োজন হয়। যদিও অনেক পেশাদাররা উইন্ডোজ এবং ম্যাক ব্যবহার করেন তবুও অনেক পেশাদাররা এবং অপেশাদাররা লিনাক্স ব্যবহার করেন তাদের কর্ম সম্পাদনা করার ক্ষেত্রে। কিন্তু লিনাক্স কোনো নির্দিষ্ট একটি অপারেটিং সিস্টেম নয়। বাজারে শত শত লিনাক্স ডিস্ট্রিবিউশন রয়েছে। যার একেকটি একেকভাবে কাজ করে এবং ভিন্ন ভিন্ন সুবিধা প্রদান করে। তবে এদের মধ্যে কোন লিনাক্স ডিস্ট্রিবিউশন এবং ফ্লেভার গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল আর্টের জন্যে সেরা সেই বিষয়টি এই আর্টিকেলে আলোচনা করবো।

গ্রাফিক ডিজাইন ওয়ার্ক- ফ্লো

গ্রাফিক ডিজাইনাররা মূলত ভেক্টর এবং বিটম্যাপ গ্রাফিক্স নিয়ে কাজ করেন। তারা বিভিন্ন বিষয়ে ডিজাইনের মাধ্যমে বার্তা প্রদান করে থাকে। আমরা জানি একটি ছবি হাজারো শব্দের সমান তাই, ডিজাইন বর্তমান বিশ্বে সবখানে পাওয়া যায়। কিন্তু যখন আপনি একটি কার্যকর ডিজাইন তৈরি করতে যাবেন তখন আপনাকে সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে এবং তার সাথে সাথে ব্যবহার করতে হবে যথাযথ টুলস। তাই প্রয়োজন হালনাগাদকৃত সফটওয়্যার এবং টুলস পরিচালনা করার সক্ষমতাযুক্ত যথাযথ অপারেটিং সিস্টেম। সৌভাগ্যবশত লিনাক্স দুনিয়ায় এর কোন কমতি নেই। এখন আলোচনা করা যাক গ্রাফিক ডিজাইনের ওয়ার্ক ফ্লো কিরকম।

মূলত দুই ধরনের পদ্ধতিতে ডিজাইন সম্পাদনা করা হয়। প্রথমটি হচ্ছে ভেক্টর এবং দ্বিতীয়টি হচ্ছে বিটম্যাপ। ভেক্টর হচ্ছে স্কেলেবল গ্রাফিক্স অর্থাৎ একটি ভেক্টর ইমেজ যত খুশি বড় বা ছোট করা যায় তবুও সেই ইমেজটির গঠন বিকৃত হয় না। এর কারন ভেক্টর গ্রাফিক্স মূলত কিছু কোড যা পিক্সেলের বদলে লাইন, পাথ এবং কার্ভ এর উপাত্ত নির্ণয় করতে সাহায্য করে যা ভিউয়ার রেন্ডার করে। কারন কিছু কিছু গ্রাফিক্স বা ছবি যেমনঃ আইকন, লোগো, এবং ফন্ট বিভিন্ন সাইজে স্বয়ংক্রিয়ভাবে স্কেল করার যোগ্য হতে হয়। বিটম্যাপ অপরদিকে কতগুলি পিক্সেল মিলে গঠন এবং রঙ তৈরি করে যা নির্দিষ্ট সাইজ পর্যন্ত সঠিকভাবেভাবে দেখা যায়। বিটম্যাপ গ্রাফিক্স জুম করা হলে পিক্সেল দেখা যায়।

ভেক্টর গ্রাফিক্স তৈরি করার জন্যে প্রয়োজন হয় ভেক্টর এডিটিং টুল যেমনঃ ইংকস্কেপ, ফিগমা, পেনপট। এদের মধ্যে ইংকস্কেপ জেনারেল পারপাস ভেক্টর গ্রাফিক্স তৈরি এবং সম্পাদনা করতে সক্ষম। ইংকস্কেপ অত্যন্ত জনপ্রিয় একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। অনেক পেশাদার এবং অপেশাদার ডিজাইনার ইংকস্কেপ ব্যবহার করে জটিল ডিজাইন সম্পাদনা করেন প্রতিনিয়ত। ইংকস্কেপ এক দশমিক শূন্য বের হবার পরে এতে আরো শত ফিচার যোগ করা হয়।

এতে সাধারণ ভেক্টর ডিজাইন টুল ছাড়াও রয়েছে প্যাথ ইফেক্ট, উন্নত বুলিয়ন অপারেশন, অব্জেক্ট ট্রান্সফর্ম এবং এ্যারেঞ্জ করার সুবিধা, অব্জেক্ট হ্যান্ডেলিং, ব্যাচ এক্সপোর্ট, পিডিএফ এক্সপোর্ট এবং আরো অনেক সুবিধা রয়েছে। এটি সরাসরি .svg গ্রাফিক্স সম্পাদনা এবং এক্সপোর্ট করতে সক্ষম। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এবং ইংকস্কেপ ইউজার কমিউনিটি বেশ বড়।

বিটম্যাপ গ্রাফিক্স তৈরির জন্যে প্রয়োজন হয় ইমেজ কম্পোজিশন বা ইমেজ মে্নুপুলেশন সফটওয়্যার। এই সফটওয়্যারগুলি লেয়ার ইফেক্ট কম্পোজিশন এর মাধ্যমে বিটম্যাপ গ্রাফিক্স তৈরি এবং সম্পাদনা করে থাকে। সাধারনত ফটোশপকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইমেজ মেনুপুলেশন সফটওয়্যার হিসেবে ধরা হয় কিন্তু লিনাক্সে এটির কোন নেটিভ সংস্করণ নেই। বরং বিকল্প হিসেবে গিম্প (গ্নু ইমেজ মেনুপুলেশন প্রোগ্রাম) ব্যবহার করা হয়। মূলত বেসিক কম্পোজিশন এবং এডিটিং এর সক্ষমতা গিম্প এর রয়েছে। এটি ব্যবহার করে ছবি ত্রুটিমুক্তকরণ ইফেক্ট প্রয়োগ, জটিল কম্পোজিশন এবং শব্দ বসানোর কাজ সহজেই করা যায়। পিএনজি, জেপিজিসহ আরো অনেক ফাইল ফরমেট নিয়ে কাজ করতে সক্ষম এই টুলটি। এতে পিএসডি ফরমেট এর ফাইল সমূহ ইম্পোর্ট করা যায়, যদিও এডোবি দিন দিন ইচ্ছে করে ফরমেটটি নিয়ে কাজ করা জটিল করে তুলছে।

ডিজিটাল আর্টস ওয়ার্ক-ফ্লো

ডিজিটাল আর্ট এর মূল উদ্দেশ্য ডিজিটাল মাধ্যমে শিল্পিদের পরিশ্রম এবং সাশ্রয়ী করে তোলা। হাজার হাজার ব্রাশ, মিলিয়ন রং এবং অফু্রন্ত ক্যানভাস শুধুমাত্র ডিজিটাল মাধ্যমেই সম্ভব। লিনাক্সে সাধারনত ক্রিটা ব্যবহার করে ডিজিটাল আর্ট এবং স্কেচ তৈরি করা হয়। ক্রিটা অত্যন্ত জনপ্রিয় একটি প্রফেশনাল সফটওয়্যার, যার মাধ্যমে জটিল কন্সেপ্ট আর্ট, ড্রয়িং এবং স্কেচ করা সম্ভব। তাছাড়া ক্রিটা ব্যবহারকারীদের আর্ট ফোরাম রয়েছে যেখানে হাজারো পেশাদার শিল্পীরা তাদের অভিজ্ঞতা এবং কাজ ভাগ করেন। ক্রিটাতে সাধারন স্কেচ টুলস ছাড়াও রয়েছে উন্নত স্কেল, সিলেকশন, প্যালেট, কাস্টম কালার প্যালেট, ভেক্টর টুলস, লেয়ার ম্যানেজমেন্ট এবং কাস্টোমাইজেবল ইউজার ইন্টারফেস রয়েছে। এর মাধ্যমে ওয়েব এবং প্রিন্টের জন্যে যথাযথ কালার মোড রয়েছে এবং এতে কিছু দারুন ইমেজ মেনুপুলেশন টুলস ও রয়েছে। এটি সিএমওয়াইকে গ্রাফিক্স ইমেজ আউটপুট করতে সক্ষম। প্রিন্ট ডিজাইনের জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু গিম্প নিজে সিএমওয়াইকে কালার মোড নিয়ে কাজ করতে পারে না তাই অনেকে গিম্প এ তৈরি গ্রাফিক্স ক্রিটা দ্বারা এক্সপোর্ট করেন।

কোন লিনাক্স অপারেটিং সিস্টেম এই সকল ওয়ার্ক-ফ্লো এর জন্যে উপযুক্ত?

আমাদের প্রয়োজন এমন একটি অপারেটিং সিস্টেম যা আমাদের প্রয়োজনীয় সকল টুল হালনাগাদ রাখতে সহায়তা করবে এবং সবগুলি টুল যাতে সহজেই ইনস্টল করা যায়। অনেক ডিজাইনাররা চান তাদের অপারেটিং সিস্টেম যাতে দ্রুত কাজ করার উপযোগী হয়। অর্থাৎ এমন একটি সিস্টেম যাতে ড্রাইভার এবং প্রয়োজনীয় ইউটিলিটি সরাসরি দিয়ে দেয়া হয় শুরু থেকেই। সকল দিক বিবেচনা করে আমরা কুবুন্টু এবং মাঞ্জারো কেডিই বাছাই করেছি।

বিজ্ঞাপন (কেন?)

মাঞ্জারো কেডিই

মাঞ্জারো কেডিই অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী অপারেটিং সিস্টেম যা আর্চ লিনাক্সের ওপর ভিত্তি করে তৈরী। যদিও এটি একটি রোলিং রিলিজ ডিস্ট্রিবিউশন, তবুও এর প্যাকেজ আর্চের চাইতে দীর্ঘদিন ধরে রাখা হয়। মাঞ্জারো এইসমস্ত প্যাকেজ এর স্থীরতা পরীক্ষা করার পর মূল রিপো-তে রিলিজ করে। মাঞ্জারো পেশাদারদের জন্যে উত্তম কারন এতে সমস্ত প্রয়োজনীয় ড্রাইভার এবং ইউটিলিটি পাওয়া যায় নতুন সংস্করনে।

আপনি যদি পূরাতন গ্রাফিক্স ট্যাবলেটও ব্যবহার করে থাকেন, মাঞ্জারোর AUR ব্যবহার করে নিমিষেই ডিজিমেন্ড-সহ আরো অন্যান্য ড্রাইভার ইনস্টল করে নিতে পারবেন। তাছাড়া প্রয়োজনীয় সফটওয়্যার এবং ইউটিলিটি সহজেই মাঞ্জারোর অফিশিয়াল রিপোজিটরিতেই পাওয়া যায়। AUR ব্যবহার করে যেসব সফটওয়্যার মূল রিপো-তে না থাকে, সেমস্ত সফটওয়্যার সহজেই ইনস্টল করা যায় (যেমন গিম্প এবং ইংকস্কেপ প্লাগিন)। মাঞ্জারো কেডিই হচ্ছে মাঞ্জারো ডিস্ট্রিবিউশনের কেডিই প্লাজমা ডেস্কটপ সম্বলিত সংস্করন।

কেডিই প্লাজমা অত্যন্ত ফিচার-রিচ এবং উন্নত একটি ডেস্কটপ এনভায়ারমেন্ট যার সকল দিকগুলি কাস্টমাইজ করা যায় এবং আপনার হার্ডওয়্যার এর সাথে বেশ মানিয়ে যায়, যেমন গ্রাফিক্স ট্যাবলেট। প্লাজমা সেটিংস হতে সংযুক্ত হার্ডওয়্যার সহজে নিয়ন্ত্রন করা যায়, এবং কেডিই-ট্যাবলেট সেটিংস এর মাধ্যমে পেন প্রেসার, সেনসিটিভিটি কার্ভ, বাটন এসাইনমেন্ট করা সম্ভব। একাধিক ট্যাবলেট নিয়ন্ত্রন এবং সেটিংস জমা রাখার ব্যবস্থাও এতে রয়েছে। যদিও মাঞ্জারো অন্যান্য ডেস্কটপ এনভায়ারমেন্ট পছন্দ করার সুযোগ দেয়, তবুও আমরা নির্দিষ্টভাবে কেডিই সংস্করন ব্যবহারের পরামর্শ দিচ্ছি।

কুবুন্টু

কুবুন্টু (উবুন্টু কেডিই) একটি জনপ্রিয় উবুন্টু ফ্লেভার। এতে আপনি পাচ্ছেন জনপ্রিয় উবুন্টুর ভিত্তি এবং কেডিই-র ফিচার এর বাহার। যদিও কুবুন্টুতে মাঞ্জারোর মত আপ-টু-ডেট সফটওয়্যার পাওয়া যায় না, তবুও ফ্ল্যাটপ্যাক বা স্ন্যাপ এর মাধ্যমে চাইলেই প্রয়োজনীয় সব সফটওয়্যার ইনস্টল করে নেয়া যাবে। এতেও আপনি পাচ্ছেন কেডিইর সকল সুবিধা এবং ইউটিলিটিসমূহ। যেহেতু মাঞ্জারোর মত কুবুন্টুতেও সকল ড্রাইভার আগে থেকে দেয়া থাকে, সেহেতু প্রচলিত হার্ডওয়্যার নিয়ে আপনার চিন্তা করতে হবে না।

কিন্তু যদি আপনি পূরাতন বা স্বল্প পরিচিত হার্ডওয়্যার যেমন হুইয়নের পূরাতন গ্রাফিক্স ট্যাবলেট, তাহলে আপনাকে ম্যানুয়ালি সকল ড্রাইভার ইনস্টল করে নিতে হবে যা কুবুন্টুতে খুবই কঠিন কাজ। মাঞ্জারোর মত এতে AUR এর মাপের কোন রিপোজিটরি নেই, তাই আপনাকে ইন্টারনেটে খুজে নিজ হাতে সব করে নিতে হবে। তবুও আপনি যদি প্রচলিত হার্ডওয়্যার ব্যবহার করেন, তাহলে কুবুন্টুতে স্বাচ্ছন্দে আপনার কর্ম সম্পাদনা করতে পারবেন।

পরিশেষ

গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল আর্ট লিনাক্স দুনিয়ায় একেবারেই অপরিচিত নয়। অনেক ডিজাইনাররা পেশাদারভাবে ফ্রি এবং ওপেনসোর্স টুলস দিয়ে ডিজাইন করে যাচ্ছেন। বিভীন্ন ফোরাম, ইউটিউব এবং অনলাইন গ্রুপে আমরা সহজেই আমাদের অভিজ্ঞতা ভাগ করতে পারি, যার ফলে ওপেন সোর্স কমিউনিটিতে স্বক্রিয়তা দিন দিন বাড়ছে। আমরা লিনাক্সে দারুন কিছু টুল পাই যা ইনডাস্ট্রি স্ট্যান্ডার্ড টুলসগুলির সমান বা প্রায় সমান কাজ করতে সক্ষম। বর্তমানে ফ্রি সফটওয়্যার আরো উন্নত হচ্ছে এবং আমরা অনেকেই সম্পূর্নভাবে লিনাক্সে আমাদের পেশাদার কাজ চালিয়ে যেতে সক্ষম হচ্ছি। এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি সেসব লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে যেগুলি দ্বারা আমরা ডিজাইন সম্পাদনা করতে পারি কোন ঝামেলা ছাড়াই। আপ-টু-ডেট সফটওয়্যার, নতুন ড্রাইভার এবং সহজে সফটওয়্যার প্রাপ্তির সুবিধাসহ ডিস্ট্রোগুলি আমরা আলোচনা করেছি।

আশা করি আজকের আর্টিকেল আপনাদের ভালো লেগেছে। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে, এবং কিছু বাদ গেলে আমাদের জানিয়ে দিবেন। ধন্যবাদ পড়ার জন্যে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.