Reading Time: < 1 minutes

সাইবার সুরক্ষা ম্যাকাফি কর্পোরেশন এক হাজার কোটি ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়ে যেতে পারে। মালিকানা মার্কিন প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান অ্যাডভেন্ট ইটারন্যশনালের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে জানা গেছে যে প্রতিষ্ঠান দুটি চুক্তির শেষ পর্যায়ে রয়েছে। রয়েটার্সের এক প্রতিবেদনে জানা গেছে যে এ ব্যাপারে সোমবারে ঘোষণা আসছে। তবে, আলোচনা এ পর্যায়ে বাতিল হয়ে যেতে পারে। ম্যাকাফি এবং অ্যাডভেন্টের এ ব্যাপারের মন্তব্যের সাড়া পাওয়া যায়নি। ম্যাকাফির এ মালিকানা হাতবদল সম্পর্কিত খবর এমন একটি সময় এলো যখন গোটা বিশ্বে মহামারীর কারণে দূর থেকে কাজকে নতুন স্বাভাবিক হিসেবে ধরা হচ্ছে এবং এ সুযোগকে কাজে লাগিয়ে সাইবার আক্রমনের ঘটনা বহু গুণে বেড়ে গেছে। ফলে অ্যান্টিভাইরাস ও ডিজিটাল সুরক্ষা সফটওয়্যার নিয়ে চাহিদা তৈরি হয়েছে।

মার্কিন প্রতিষ্ঠান নর্টনলাইফলক ইনকর্পোরেটেড ভোক্তা সুরক্ষা সফটওয়্যার বাজারের নেতৃস্থানীয় পর্যায়ে আসতে যুক্তরাজ্যের লন্ডনে তালিকাভুক্ত অ্যাভাস্টকে আটশ’ ৬০ কোটি ডলারে কিনতে রাজি হয়েছে। এদিকে, ২০২০ সালেই শেয়ার বাজারে পা রেখেছে ম্যাকাফি। শুক্রবার দিনশেষে প্রতিষ্ঠানের শেয়ার দর ২০ শতাংশ বেড়েছিল। ম্যাকাফি জানিয়েছিলেন যে মার্চে চার শত কোটি ডলার নগদ অর্থে সিম্ফোনি টেকনোলজিস গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে নিজেদের এন্টারপ্রাইজ ব্যবসা বিক্রি করে দিবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.