spotify, spotify icon, spotify logo
Photo by raphaelsilva on Pixabay
Reading Time: 2 minutes

বিগত সময়ে স্পটিফাই জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জো রোগানের পডকাস্টে কোভিড টিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের ফলে বিপদের মুখে পড়েছেন। শীর্ষস্থানীয় স্ট্রিমিং সেবা স্পটিফাই নিজ প্ল্যাটফর্মে থাকা যে পডকাস্টগুলোতে কোভিড মহামারী প্রসঙ্গে আলোচনা হয়েছে তাতে সতর্কতা বার্তা জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এছাড়াও স্পটিফাই নতুন পরিকল্পনার পাশাপাশি নিজস্ব নিয়ম-নীতিগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে যে উক্ত নিয়মগুলো প্লাটফর্মের প্রদায়কদের কোভিড মহামারী প্রসঙ্গে ক্ষতিকর তথ্য প্রচারে বাধা দেয়।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড্যানিয়েল এক জানিয়েছেন যে পডকাস্টের সঙ্গে জুড়ে দেওয়া নির্দিষ্ট ব্যানার শ্রোতাদের কোভিড মহামারী সংশ্লিষ্ট নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যের ডেটা হাবে নিয়ে যাবে। ডানিয়েল প্ল্যাটফর্মের নিয়মনীতিগুলোও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি স্পটিফাই নীতিমালাটি তৈরিতে প্রতিষ্ঠানের বাইরের বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়েছে এবং সেটি নিয়মিত আপডেট করা হয় বলে জানিয়েছেন। ২০২০ সালে জো রোগান স্পটিফাইয়ের সঙ্গে ১০ কোটি ডলারের চুক্তি করেছিলেন। চুক্তির অংশ হিসেবে রোগানের পডকাস্ট কেবল স্পটিফাইয়ের প্ল্যাটফর্মে আছে।

স্পটিফাইয়ের সবচেয়ে জনপ্রিয় পডকাস্ট হচ্ছে ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’। উক্ত পডকাস্টের এপিসোডগুলো প্রতিমাসে ২০ কোটিবার ডাউনলোড করা হয়। স্পটিফাইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ডানিয়েল বলেছেন যে তার কাছে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে এই কঠিন সময়ে সবার পথপ্রদর্শক চিকিৎসক ও বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া সর্বস্বীকৃত তথ্যের ভারসাম্য রক্ষা এবং তাতে প্রবেশাধিকার সহজ করার বেলায় তাদের অনেক কিছু করার দায়ভার আছে। নিজস্ব পডকাস্টে তরুণদের কোভিড টিকা নিতে নিরুৎসাহিত করার অভিযোগে এবং নিজে সংক্রমিত হওয়ার পর রোগান আইভারমেকটিন-এর মতো অপ্রমাণিত ওষুধের ব্যবহার নিয়ে মুখ খুলে বিতর্কিত হয়েছেন।

রোগানের ওই পডকাস্টগুলোর উপস্থিতির প্রতিবাদ জানাতে প্ল্যাটফর্মটি থেকে নিল ইয়াং ও জোনি মিচেল নিজেদের সব গান সরিয়ে নিয়েছে এবং ইয়াং স্পটিফাইকে কোভিড মহামারী নিয়ে জীবননাশী ভুল তথ্যের বাসস্থান হিসেবে মন্তব্য করেছেন। ওদিকে ডানিয়েল বলেন যে স্পটিফাইয়ের নীতিমালায় বিপজ্জনক, ভুয়া এবং বিভ্রান্তিকর চিকিৎসা তথ্য অফলাইনে ক্ষতির কারণ হতে পারে বা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই নির্মাতাদের এই ধরনের কনটেন্টে এড়িয়ে যেতে বলা হয়েছে নির্মাতাদের। এর মধ্যে কোভিড-১৯ বা এর মতো অন্যান্য রোগবালাই বাস্তব নয় এমন বক্তব্য দেওয়া এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইচ্ছাকৃতভাবে সংক্রমিত হওয়ার পরামর্শ বিষয়টিও রয়েছে।

এই নীতিমালা লঙ্ঘন করে এমন কনটেন্ট স্পটিফাই থেকে মুছে দেওয়া হতে পারে এবং বারবার ঘটলে কনটেন্ট নির্মাতার অ্যাকাউন্ট নিজস্ব প্ল্যাটফর্ম থেকে প্রতিষ্ঠানটি মুছে দিতে পারে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.