Reading Time: 2 minutes

গোপনীয়তা রক্ষক সার্চ ইঞ্জিন আবিষ্কারক হিসেবে  ডাকডাকগোর জনপ্রিয়তা প্রায় অনেক প্রাইভেসি এন্থুসিয়াস্টদের কাছেই রয়েছে। সম্প্রতি একই ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ চলছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। সম্প্রতি এক ব্লগ পোস্টে ডাকডাকগোর প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ ডাকডাকগোর ডেস্কটপ ব্রাউজার অ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখিয়েছেন। তিনি ব্রাউজারের ডেস্কটপ অ্যাপ সংস্করণও মোবাইল অ্যাপের মতোই দেখতে হবে এবং কাজের ধরন বিবেচনাতেও একই নির্ভরযোগ্যতা থাকবে বলে জানিয়েছেন।

ডাকডাকগো দাবি করে যে ডেস্কটপ ব্রাউজারটির ওই পর্যায়ের সক্ষমতা থাকলে ব্যবহারকারীর পুরো ওয়েব সার্ফিং নজরদারির ঝুঁকিমুক্ত অভিজ্ঞতা হবে। ওয়েইবার্গ ব্লগ পোস্টে লিখেছেন যে অপারেটিং সিস্টেমের রেন্ডারিং এপিআই কে কেন্দ্র রেখে একদম শুরু থেকে ডেস্কটপ অ্যাপটি তারা তৈরি করছেন। এছাড়াও তিনি  অপারেটিং সিস্টেমের রেন্ডারিং ইঞ্জিন নির্ভর হওয়ায় ডেস্কটপ অ্যাপটির ইন্টারফেস আরও ব্যবহারযোগ্য হবে বলে জানিয়েছেন। অন্যদিকে, বহুল ব্যবহৃত গুগল ক্রোম ব্রাউজারের চেয়ে ডাকডাকগো’র ডেস্কটপ ব্রাউজার তুলনামূলকভাবে অনেকটাই দ্রুতগতির দ্রুতগতির।

পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ওয়েইনবার্গ। তিনি আরো বলেন যে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে ডেস্কটপ ব্রাউজারে কঠোর নিরাপত্তা ডিফল্ট ফিচার হিসেবে থাকবে। ব্যবহারকারীকে কোনো লুকানো সিকিউরিটি সেটিংস খুঁজে চালু বা বন্ধ করে রাখার ঝামেলা পোহাতে হবে না। মোবাইল অ্যাপের মতো ডেস্কটপ ভার্সনে ফায়ার (Fire) বাটন থাকবে, যা এক ক্লিকেই ব্রাউজারে জমে থাকা সম্পূর্ণ হিস্ট্রি মুছে দেবে। এছাড়াও ডেস্কটপ ভার্সনে খুলে রাখা ট্যাবস এবং জমিয়ে রাখা ডেটা এক ক্লিকে সরিয়ে ফেলা যাবে।

জুলাই মাসে প্রতিষ্ঠানটি নতুন ইমেইল প্রোটেকশন সেবাও চালু করেছে। প্রাপ্ত ইমেইলের সঙ্গে কোনো ট্র্যাকার যোগ করা থাকলে উক্ত সেবা সেটি বিচ্ছিন্ন করে দেবে। নভেম্বর মাসেই ডাকডাকগো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য নতুন বিল্ট-ইন টুল এনেছে। উক্ত টুলটির অন্যান্য অ্যাপ যেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর উপর নজর রাখতে না পারে, সেটি নিশ্চিত করার অপশন রয়েছে। আপাতত ডাকডাকগো ব্রাউজারের ডেস্কটপ ভার্সনটির ম্যাকওএসে ক্লোজড বেটা হিসেবে কার্যক্ষমতা যাচাই চলছে। ওয়েইনবার্গের টুইট থেকে এমনটা ইঙ্গিত পাওয়া গেছে যে ডেস্কটপ অ্যাপটি উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্যেও প্রস্তুতি নিচ্ছে।

তবে ডেস্কটপ সংস্করণটি কবে নাগাদ বড় পরিসরে বাজারে আসবে সে বিষয়ে ডাকডাকগো কর্তৃপক্ষ এখনো কিছু বলেনি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে দেওয়া এক বিবৃতিতে ডাকডাকগো’র জ্যেষ্ঠ যোগাযোগ ব্যবস্থাপক অ্যালিসন জনসন বলেছেন যে ম্যাকওএস এবং উইন্ডোজ উভয়েই ওয়েবসাইট রেন্ডারিং এপিআই (ওয়েবভিউ/ওয়েবভিউ২) সরবরাহ করছে, যেটি যে কোনো অ্যাপ একটি ওয়েবসাইট রেন্ডার করতে ব্যবহার করতে পারে। ডেস্কটপে তারা তাদের নিজস্ব অ্যাপ তৈরিতে সেটাই ব্যবহার করেছে বলে জানিয়েছেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.