Reading Time: 2 minutes

অবশেষে এ বছরের নভেম্বরে নাগাদ বন্ধ হয়ে যাচ্ছে গুগলের জনপ্রিয় অ্যাপ Google Hangouts। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন একটি ঘোষণা দিয়ে জানানো হয় ব্যাবহারকারীদের হ্যাংআউট তথ্য চ্যাটে স্থানান্তর করা হবে এবং নভেম্বরের পর হ্যাংআউট আর থাকবে না।

টেক জায়ান্ট Google-এর তরফে জানানো হয়ছে, চলতি বছরেই এই অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবর্তে Google Chat ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Hangout বন্ধ করার বিষয়টি প্রথম ঘোষণা করা হয়েছিল 2020 সালে। এবার জানানো হল চলতি বছরের নভেম্বরে পুরোপুরিভাবে ওই অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। এবং সেকারণে Google Chat অপশনে নতুন বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে। ফলে ব্যবহারকারীদের ওই অ্যাপটি ব্যবহার করতে বেশ সুবিধার হবে।

নভেম্বরে অ্যাপ বন্ধ করা হবে। এই বিষয়টি জানানোর পাশাপাশি Google-এর তরফে জানানো হয়েছে, যদি কোনও ব্যবহারকারী ইচ্ছুক তাকেন তাহলে তিনি নভেম্বরের আগেই সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবেন। কিন্তু তারপর যেহেতু অ্যাপটি পুরোপুরি বন্ধ করা হবে, সেকারণে কোনও ডেটা অ্যাকসেস করা সম্ভব হবে না।

এবিষয়ে একটি ব্লগপোস্ট করে Google। তাতে বলা হয়েছ, “আমরা এতদিন পর্যন্ত Google Chat -এ বিনিয়োগ করেছি। যাতে ব্যবহারকারীদের খুবই সুবিধা হয়। কিন্তু এবার আমরা Hangout ব্যবহারকারীদের Google Chat-এ নিয়ে আসার পরিকল্পনা করছি।”

বিজ্ঞাপন (কেন?)

এবিষয়ে Google এর প্রডাক্ট ম্যানেজার Ravi Kanneganti– তাঁর নিজের লেখা ব্লগে জানিয়েছেন, যাঁরা নিজেদের ফোনে Hangout ব্যবহার করছেন তাঁদের কাছে একটি পপ-আপ স্ক্রিন শো করবে। সেখানে বলা হয়েছে, যাঁরা Hangout ব্যবহার করছেন তাঁরা যেন এবার থেকে Google Chat ব্যবহার করেন। শুধু তাই নয় যাঁরা PC -তে Hangout ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে Google চ্যাট ব্যবহার করতে হবে। এর জন্য Web বা Chat Web অ্যাপ ডাউনলোড করতে হবে।

Google Chat- এ একাধিক নতুন আপডেট দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে Doc, Slides এবং Sheet শেয়ারের অপশন। এছাড়ার যে কোনও ইমেজও শেয়ারও করতে পারবেন ব্যবহারকারী।

Google চ্যাট ব্যবহারকারীদের মধ্যে যাতে এনগেজমেন্ট আরও বাড়ানো যায় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। Google এর তরফে আরও জানানো হয়েছে, Google Chat ব্যবহার করার ফলে চ্যাট আরও মজাদার হবে। নিজেকে আরও ভালোভাবে প্রকাশ করা সম্ভব হবে। এছাড়াও একাধিক ইমোজি পাঠানো যাবে তার সঙ্গে মেসেজ রিয়্যাকশন ফিচারও রয়েছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.