Twitch iOS App on iPhoneX.
Reading Time: 2 minutes

টুইচ ভিডিও প্লাটফর্মে নগ্নতা কিংবা যৌনতা সম্পর্কিত কন্টেন্ট সমর্থন করেনা। অ্যামাজনের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে নগ্নতা কিংবা যৌনতা প্রদর্শন বা ইঙ্গিত রয়েছে এমন কনটেন্ট সম্পর্কে কড়া নীতিমালা দেয়া হয়েছে। বিবিসি জানিয়েছে যে রোববার স্প্যানিশ ভাষার স্বীকৃতি প্রাপ্ত চ্যানেলটিকে টুইচে নিষিদ্ধ করা হয়েছে। টুইচ ব্যবহারকারীদের জন্য কোনো ব্যাখা দেয়নি, তবে বার্তাসংস্থাটি বলছে যে এক নারী উপস্থাপকের নগ্নতা বিষয়ক কার্যক্রমের জের ধরে অ্যামাজনের চ্যানেলটি টুইচ নিষিদ্ধ করেছে। নীতিমালা ভঙ্গের কারণে টুইচে অ্যামাজন প্রাইম ভিডিও চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।

টুইচ ভিডিও প্লাটফর্ম, যেটি ২০১৩ সালের অক্টোবর মাসে ৪৫ মিলিয়ন দর্শক ছিল এবং ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ইন্টারনেট ট্র্যাফিকের মধ্যে চতুর্থ বৃহত্তম ভিডিও প্লাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছিল। একই সময়ে জাস্টিন টিভির মূল সংস্থাটি স্থানান্তর করে টুইচ ইন্টারেক্টিভ হিসেবে পুনরায় চালু করা হয়েছিল। অতঃপর, ২০১৪ সালের আগস্ট মাসে জাস্টিনটিভি বন্ধ হয়ে যায়। একই মাসে আমাজন ৯৭০ মিলিয়ন ডলারের বিনিময়ে এই সেবাটির মালিকানা গ্রহন করে এবং পরবর্তীতে আমাজন প্রাইমের সাথে সমন্বয় ঘটায়।

২০১৫ সাল অনুযায়ী, টুইচের প্রতি মাসে ১.৫ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার এবং ১০০ মিলিয়ন দর্শক ছিল। ২০১৭ সাল পর্যন্ত টুইচ মার্কিন যুক্তরাষ্ট্রে ভিডিও গেমের জন্য শীর্ষস্থানীয় লাইভ স্ট্রিমিং ভিডিও সেবা হিসেবে পরিচিতি লাভ করে এবং ইউটিউব গেমিংয়ের ওপর প্রাধান্য বিস্তার করে। যৌনতার ইঙ্গিত দেয় এমন কোনো কনটেন্ট টুইচ তার নিজস্ব প্ল্যাটফর্মে প্রচার করে না। অর্থাৎ, ক্যামেরার সামনে সম্পূর্ণ বা আংশিক নগ্নতা টুইচ সমর্থিত নয়। ক্যামেরার সামনে শরীরের গোপনীয় অঙ্গ উন্মুক্ত করার বিষয়ে কড়া নিষেধাজ্ঞা আছে। স্ট্রিমিং সেবাটির নীতিমালায় বলা হয়েছে যে নারী হিসেবে যারা উপস্থাপনা করছেন টুইচ তাদের শরীরের গোপন ও উন্মক্ত অংশ ব্লার করে রাখে।

অর্থাৎ, তারা গোপন অঙ্গ উন্মুক্ত অবস্থায় প্রদর্শনের করার অনুমতি দেন না। বিবিসি জানিয়েছে যে সপ্তাহ শেষের লাইভ স্ট্রিমের শেষ পর্যায়ে ছিলেন ‘এস্তো এস উন লেট’-এর উপস্থাপকরা। হঠাৎ স্ট্রিমের সমাপ্তির ইঙ্গিত দিতে রসিকতার ছলেই কমেডিয়ান ও উপস্থাপিকা হেনার আলভারেজ নিজের শার্ট উপরে তুলে ধরেন। অনুষ্ঠানের লাইভ স্ট্রিম শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অ্যামাজনের চ্যানেলটি নিষিদ্ধ হয়। নিষিদ্ধ হওয়ার পর অনুষ্ঠানের আরেক উপস্থাপক মিস্টার জ্যাগার টুইট করেন যে বিশ্বের সেরা অনুষ্ঠান হচ্ছে এস্তো এস উন লেট।

উপস্থাপিকা হেনার কাজটি করার পরের ফল কি হতে পারে সেটা সে তখনই বুঝতে পেরেছিলেন এবং হাসতে হাসতে বলেন যে তারা নিষিদ্ধ হতে যাচ্ছেন, টুইচ তাদের নিষিদ্ধ করে দেবে। গেইমিংবিষয়ক সাইট কোতাকু বলছে যে এই প্রথমবারের মতো অ্যামাজনের মালিকানাধীন কোনো ব্র্যান্ড টুইচে নিষিদ্ধ হয়েছে। স্প্যানিশ ভাষার ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ চ্যানেলটির উপর এই নিষেধাজ্ঞা কতোদিন বহাল থাকবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে আবেদনের সুযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যৌনতা সম্পর্কিত কনটেন্ট নিয়ে প্ল্যাটফর্মটি বেশ বিপাকে আছে বলে বিবিসি জানিয়েছে।

টুইচ সাধারণত শাস্তিমূলক পদক্ষেপগুলো নিয়ে জনসম্মুখে মন্তব্য করে না। টুইচ ভিডিও গেইম স্ট্রিমিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও সব ধরনের কনটেন্টেই এখন স্ট্রিম হয় প্ল্যাটফর্মটিতে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.