Reading Time: 4 minutes

জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম খুব দ্রুতই টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালু করেছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ প্রিমিয়াম সেবার জন্য নির্দিষ্ট ফি খরচ করে ব্যবহারকারীরা বাড়তি অনেক সুবিধা পাবেন বলে জানিয়েছিল। মেসেজিং প্লাটফর্মটি জুন মাসের শুরুতেই নির্দিষ্ট ফি এর বিনিময়ে বিশেষ গ্রাহক সেবা চালু করার ঘোষণা দিয়ে মাস শেষ হবার আগেই সেবাটি চালু করেছে। টেলিগ্রাম থেকে ফাইল ডাউনলোডের বেলায় প্রিমিয়াম সেবা গ্রাহকরা বাড়তি গতি পাবেন।

সেই সাথে সাধারণ টেলিগ্রামের তুলনায় দ্বিগুণ সাইজের ফাইল কিংবা ডকুমেন্ট আপলোড করতে পারবেন।

টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন

অনেক আলাপ আলোচনা, খবরা খবরের পর অবশেষে টেলিগ্রাম নিয়ে এলো তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সার্ভিস। টেলিগ্রাম প্রিমিয়াম পেইড সার্ভিসের মাধ্যমে গ্রাহক এর সুবিধা নিতে পারবেন, প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি এর মাধ্যমে তারা এক্সক্লুসিভ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। টেলিগ্রাম একটি ফিচারে পরিপূর্ণ অ্যাপ, এতোদিন ধরে ব্যবহারকারীগণ যেসব ফিচারের দাবি জানিয়ে এসেছিলো সেগুলো বর্তমানে টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে পাওয়া যাচ্ছে।

টেলিগ্রাম প্রিমিয়াম প্ল্যানের দাম ৪.৯৯ ডলার, যার বিনিময়ে টেলিগ্রাম প্রিমিয়াম ফিচারগুলো উপভোগ করা যাবে। অ্যাপের সেটিংস হতে Telegram Premium অপশনে প্রবেশ করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা যাবে। টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করতে টেলিগ্রাম অ্যাপের ভার্সন ৮.৮ এ আপগ্রেড করতে হবে। টেলিগ্রাম ফ্রি ভার্সন এর কোনো ফিচার বাদ দেওয়া হয়নি প্রিমিয়াম প্ল্যানের জন্য, বরং ইতিমধ্যে থাকা সুবিধাগুলোতে বাড়তি মাত্রা যোগ করা হয়েছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে।

চলুন জেনে নেওয়া যাক টেলিগ্রাম প্রিমিয়াম এর সকল ফিচার সম্পর্কে বিস্তারিত।

ভিন্নধর্মী অ্যানিমেটেড স্টিকার ও রিঅ্যাকশন

টেলিগ্রামের চেয়ে টেলিগ্রাম প্রিমিয়াম ভার্সনের স্টিকারগুলো আরো উচ্চমানের। প্রিমিয়াম ব্যবহারকারীগণ অনেক নতুন স্টিকার ও অসাধারণ ফুল-স্ক্রিন এনিমেশন ব্যবহার করতে পারবেন। প্রিমিয়াম স্টিকার কালেকশন প্রতি মাসে স্টিকার ডেভেলপার দ্বারা আপডেট করা হবে। আর রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রিমিয়াম ব্যবহারীগণ ১০টি বাড়তি ইমোজি রিয়েকশন ব্যবহার করতে পারবেন, যেখানে সাধারণ টেলিগ্রামে নির্দিষ্ট সংখ্যক স্টিকার ব্যবহার করার সুবিধা উপভোগ করেন।

অ্যানিমেটেড প্রোফাইল ছবি

টেলিগ্রাম প্রিমিয়ামে ব্যবহারকারীদের অ্যানিমেটেড প্রোফাইল ছবি ফিচারটি বেশ মজাদার। চ্যাট ও চ্যাট লিস্টে থাকা প্রিমিয়াম ব্যবহারকারীরা প্রোফাইলে অ্যানিমেটেড ছবি কিংবা ভিডিও ব্যবহার করতে পারবেন। সেই সাথে প্রিমিয়াম ব্যবহারকারীগণ তাদের অ্যানিমেটেড প্রোফাইল ছবি সবাইকে দেখাতে পারবেন।

চ্যাট ব্যবস্থাপনা

টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশনে চ্যাট ম্যানেজমেন্টে নতুন ফিচারটি রয়েছে।  সাবস্ক্রাইবারগণ প্রাইভেসি ও সিকিউরিটি সেটিংসে গিয়ে নতুন চ্যাট আর্কাইভ ও মিউট করার অপশন ও সিলেক্ট করতে পারবেন। ডিফল্ট চ্যাট ফোল্ডার চেঞ্জ করা, সবগুলো চ্যাট ওপেন করার বদলে শুধুমাত্র আনরিড চ্যাট ওপেন করা ইত্যাদি ফিচার উপভোগ করা যাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে।

ভয়েস হতে টেক্সট মেসেজ

টেলিগ্রামে টেক্সট মেসেজ করার ঝামেলা পোহাতে অনেক ব্যবহারকারী ভয়েস পাঠাতে স্বাচ্ছন্দ বোধ করেন। কিন্তু যারা ভয়েস শুনতে ইচ্ছুক নন তাদের ক্ষেত্রে কি হবে? টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ভয়েস হতে টেক্সট মেসেজ দেখার মত অবিশ্বাস্য সুযোগ রয়েছে। ভয়েস মেসেজ শুনতে না চাইলে মেসেজে কি বলা আছে তা সরাসরি টেক্সট হিসেবে দেখতে পারবেন প্রিমিয়াম সাবস্ক্রাইবারগণ।

বিজ্ঞাপন মুক্ত সেবা

টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশনে সবচেয়ে সুবিধাজনক ফিচারটি হচ্ছে বিজ্ঞাপন মুক্ত সেবা। কিছু দেশে পাবলিক টেলিগ্রাম চ্যানেলগুলোতে স্পন্সরড বিজ্ঞাপন মেসেজ দেখানো হয়। অ্যাপে দেখানো এসব বিজ্ঞাপন মূলত টেলিগ্রাম এর চলার জন্য দরকারি খরচ বহন করে। তবে টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত সেবা পাওয়া যাচ্ছে, যার ফলে তারা একটি এড-ফ্রি এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন (কেন?)

প্রিমিয়াম ব্যাজ

টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহারকারীগণ তাদের প্রোফাইলে পাশে স্পেশাল ব্যাজ পাবেন। সেই সাথে চ্যাট লিস্টে কিংবা গ্রুপ চ্যাটে থাকা প্রিমিয়াম ব্যবহারকারীদের নামের পাশে এই ব্যাজ দেখা যাবে। অর্থাৎ প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের আলাদা পরিচয় প্রদান করবে এই ব্যাজ।

প্রিমিয়াম অ্যাপ আইকন পরিবর্তন সুবিধা

প্রিমিয়াম ব্যবহারকারীরা হোম স্ক্রিনে থাকা টেলিগ্রাম অ্যাপের আইকন নিজের পছন্দমত পরিবর্তন করতে পারবেন। নিজের হোমস্ক্রিন সেটাপের সাথে মিলিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ আইকন সেট করতে পারবেন টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহারকারীগণ।

বর্ধিত সীমা

প্রিমিয়াম সাবস্ক্রাইবারগণ ১০০০টি পর্যন্ত চ্যানেল ফলো করতে পারবেন। চ্যাটের ক্ষেত্রে ২০টি পর্যন্ত চ্যাট ফোল্ডার তৈরী করতে পারবেন যার মধ্যে প্রতিটি ফোল্ডারে ২০০টি চ্যাট যোগ করা যাবে, টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাপে ব্যবহারকারীরা অতিরিক্ত ৪টি একাউন্ট যোগ করার সুবিধা পাবেন, মেইন লিস্টে ১০টি চ্যাট পিন করতে পারবেন ও ১০টি ফেভারিট স্টিকার সেভ করতে পারবেন। এছাড়াও টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশনে সাবস্ক্রাইবারগণ নিজের মত করে বাড়িয়ে বায়ো লিখতে ও তাতে লিংক ও এড করতে পারবেন।

এক্ষেত্রে কোন শব্দের সীমা থাকবেনা। প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ক্যাপশনে অধিক শব্দ যোগ করতে পারবেন। এছাড়া প্রিমিয়াম ব্যবহারকারীগণ ২০টি পাবলিক t.me লিংক রিসার্ভ করে রাখতে পারবেন যাতে তারা ইচ্ছামত গ্রুপ বা চ্যানেলও তৈরী করতে পারেন। ৪০০টি পর্যন্ত পছন্দের GIF সংরক্ষণ করা যাবে।

দ্রুতগতিতে ফাইল ডাউনলোড

প্রিমিয়াম ব্যবহারকারীগণ টেলিগ্রাম থেকে মিডিয়া ও ফাইল সাধারণ টেলিগ্রামের তুলনায় সবচেয়ে বেশি স্পিডে ডাউনলোড করতে পারবেন। ইন্টারনেটের সর্বোচ্চ স্পিডে টেলিগ্রাম থেকে ডাউনলোড করা যাবে প্রিমিয়াম প্ল্যানে।

চার জিবি ফাইল আপলোড

টেলিগ্রাম ফ্রি ভার্সনে সর্বোচ্চ ২জিবি সাইজের ফাইল পাঠানো যায়। টেলিগ্রাম প্রিমিয়াম প্ল্যান সাবস্ক্রাইবারগণ ৪জিবি সাইজের ফাইল পাঠাতে পারবেন। প্রিমিয়াম ব্যবহারকারীর আপলোড করা ৪জিবি সাইজের ফাইল যেকোনো ফ্রি টেলিগ্রাম ব্যবহারকারী ডাউনলোড করতে পারবেন।

জনপ্রিয়তা

টেলিগ্রাম তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে জানায় যে বর্তমানে বিশ্বব্যাপী ৭০০ মিলিয়নের অধিক টেলিগ্রাম ব্যবহারকারী রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যাপটি নিয়ে প্রতিষ্ঠান থেকে বিশেষ ভাবে বিজ্ঞাপন কিংবা প্রচার করার প্রয়োজন হয়নি। জনপ্রিয়তার কারনে আর অন্যান্য অ্যাপের তুলনায় বিশেষ সুবিধা থাকার কারনে টেলিগ্রাম আজ এতদূর এগিয়ে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সুবিধাজনক ফিচার হলো এটি অন্যান্য নিরাপত্তাহীন অ্যাপের মত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করেনা।

এমনকি কোন তৃতীয় পক্ষের কাছে বিক্রি ও করে না। কঠোর নিরাপত্তার কারনে টেলিগ্রাম এখন এতটাই জনপ্রিয়। মোবাইল ও ডেস্কটপ অ্যাপে ১০০টি ফিক্স ও অপটিমাইজেশন এর কথাও জানায় টেলিগ্রাম।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.