Reading Time: 6 minutes

টেলিগ্রাম প্রযুক্তি জগতে অন্যান্য মেসেজিং অ্যাপগুলির মধ্যে সবচেয়ে সেরা মেসেজিং অ্যাপ। যোগাযোগ মাধ্যম হিসেবে অন্যান্য অ্যাপগুলি পার করে জনপ্রিয়তার শীর্ষ স্থান অর্জন করে নিয়েছে টেলিগ্রাম। টেলিগ্রামের সূচনা ঘটে ২০১৩ সাল থেকে। নিকোলাই ও পাভেল দূরভ নামের দুই রাশিয়ান বংশোদ্ভূত ভাই এই মেসেজিং অ্যাপটির প্রতিষ্ঠা করেন। তখন থেকে নতুন যাত্রার সূচনার সাথে সাথে এই কোম্পানী এখন ৪০০ মিলিয়নেরও অধিক ব্যবহারকারী গঠন করতে পেরেছে যেটা বর্তমানে সত্যিই বিস্ময়কর।

অন্যান্য অ্যাপগুলিতে ঝামেলাজনক পলিসির কারনে গ্রাহকরা এখন টেলিগ্রামে ভিড় জমাতে শুরু করেছে। টেলিগ্রামের এই জনপ্রিয়তার মূলে রয়েছে এর দারুণ কিছু সুবিধাজনক ফিচার, যা অন্যান্য অ্যাপের ফিচারে তুলনায় একদমই আলাদা এবং অনন্য। সম্প্রতি টেলিগ্রাম কিছু নতুন ফিচার ব্যবহারকারীদের সুবিধা এবং পছন্দের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার ফলে ব্যবহারকারীদের মেসেজিং সার্ভিস হবে অন্যান্য মেসেজিং অ্যাপের তুলনায় আরও দ্রুত এবং নিরাপদ।

গ্রুপ ভয়েস এবং ভিডিও চ্যাট

ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম যত দিন যাচ্ছে ততই উন্নত হয়ে উঠছে। টেলিগ্রামের নতুন সব আপডেট ও ফিচারগুলির জন্য ব্যবহারকারীর পছন্দের তালিকায় এই অ্যাপ। টেলিগ্রাম বর্তমানে এমন এক ফিচার রয়েছে যা হোয়াটসঅ্যাপ এবং যুমকেও পেছনে ফেলতে সক্ষম হয়েছে। টেলিগ্রাম তাদের আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ অ্যাপের লেটেস্ট ভার্সনে গ্ৰুপ কলে ভয়েস কলের পাশাপাশি ভিডিও কল ফিচার ও রয়েছে। যার ফলে ব্যবহারকারীরা ভয়েস কলের পাশাপাশি ভিডিও কল ও উপভোগ করতে পারবেন।

টেলিগ্রাম গ্রুপ ভিডিও কলের ক্ষেত্রে আপাতত ৩০ জনকে নিয়ে গ্রুপ ভিডিও কল করার সুবিধা পাওয়া যাচ্ছে, পরবর্তীতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হবে। তবে ভয়েস কলের ক্ষেত্রে একাধিক ব্যবহারকারী অংশগ্রকরতে পারবেন। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, লাইভ ইভেন্ট কিংবা কনফারেন্স, মিটিং টেলিগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত করতে উদ্দেশ্যে শীঘ্রই গ্ৰুপ ভিডিও কল ফিচারে অংশগ্রহণকারীর সংখ্যাকে বাড়ানো হবে। অন্যান্য নতুন ফিচারকে সহজলভ্য করার জন্য ভয়েস চ্যাট সেকশনটিরও সম্প্রসারণ করা হবে।

টেলিগ্রাম ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন সহ ট্যাবলেট এবং কম্পিউটার থেকেও গ্ৰুপ ভিডিও কল করতে পারবেন।

নতুন অ্যানিমেটেড স্টিকার ও রিঅ্যাকশন

ক্লাউড ভিত্তিক অ্যাপ টেলিগ্রাম অ্যানিমেটেড স্টিকার অপ্টিমাইজড করেছে, অন্যান্য সব ফিচারের মধ্যে এটি চমৎকার একটি ফিচার। এছাড়াও টেলিগ্রাম তাদের অ্যাপ্লিকেশনের লাইব্রেরীতে অ্যানিমেটেড ইমোজীর সংখ্যা অনেক বাড়িয়েছে। মেসেজ বাটন, চ্যাট ফোল্ডার ইত্যাদিতে নতুন অ্যানিমেশন যোগ করা হয়েছে। ব্যবহারকারীরা যে ইমেজ রিসিভ করেছে তাকেই আবার এডিট করে পাঠাতে পারবে অথচ ছবিটিকে ডাউনলোড করার দরকার পড়বে না।

নতুন আপডেটের সাথে সাথে অ্যানিমেটেড স্টিকারগুলি আরও দ্রুত আপলোড করা যাবে। যেহেতু টেলিগ্রাম ওপেন সোর্স অ্যাপ্লিকেশন সেহেতু সাধারণ ব্যবহারকারীরা কাস্টম স্টিকার তৈরি করে টেলিগ্রামে আপলোড করতে পারবেন। সেই সাথে অফিসিয়ালি আপলোড করতে চাইলে স্টিকার বটের নিকট তাদের তৈরি কাস্টম স্টিকারগুলো সাবমিট করতে পারবেন। সেই সাথে যোগ হয়েছে মেসেজ রিয়্যাকশন ফিচার। গতবছরই টেলিগ্রামের এই ফিচারটি সামনে আনা হয়েছে।

এর মাধ্যমে কোনও নির্দিষ্ট একটি মেসেজে রিঅ্যাক্ট করতে পারবেন ব্যবহারকারীরা এবং নিজেদের পছন্দমতো ইমোজি ব্যবহার করতে পারবেন।

একাধিক পিনড মেসেজ

ব্যবহারকারী চাইলেই একটা গ্রুপ চ্যাটের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক মেসেজ পিন করতে পারবেন যাতে অনান্য ব্যবহারকারীরা আলাদা করে মেসেজগুলির উপর নজর দিতে পারে। টেলিগ্রাম এই ফিচার গ্রুপ ও চ্যানেল ছাড়াও ওয়ান-অন-ওয়ান চ্যাটের ক্ষেত্রেও এনাবেল করে রেখেছে। চ্যাট সেকশনের একেবারে উপরের ডানদিকের কোণে যে বাটনটি আছে সেখানে ক্লিক করলেই সমস্ত পিনড মেসেজগুলি আলাদা একটা পেজে দেখতে পাবেন।

পারমানেন্টলি ডিলেট মেসেজ

কিছু অ্যাপে একটি নির্দিষ্ট সময়ের জন্য পারমানেন্টলি মেসেজ মুছে ফেলার অপশন রয়েছে। সময় পার হলে পরবর্তীকালে সেই মেসেজ আর ডিলেট করা সম্ভব হয় না। কিন্তু টেলিগ্রামে এই ঝামেলা নেই। কোন রকম সময়সীমা ছাড়াই একবারের জন্য মেসেজ মুছে ফেলতে পারেন ব্যবহারকারীরা। তবে এটি শুধুমাত্র ওয়ান-টু-ওয়ান মেসেজেই সম্ভব। গ্রুপ চ্যাট বা চ্যানেলের মেসেজ এর ক্ষেত্রে এই ফিচারটি এখনো চালু হয়নি।

বিজ্ঞাপন (কেন?)

টেলিগ্রাম চ্যানেল

ব্যবহারীর নিজের পছন্দ অনুযায়ী চ্যানেল খোলার সুবিধা টেলিগ্রামে রয়েছে। বিভিন্ন রকম ছবি, পোস্ট, পোল, পছন্দ অনুযায়ী ব্যবহারকারী তার চ্যানেলে পোস্ট করতে পারবেন সেই সাথে তাতে রয়েছে কমেন্ট এবং রিঅ্যাক্টের সুবিধা। ব্যবহারকারীর চ্যানেলের প্রতিটি পোস্টে কত রিঅ্যাক্ট এবং কমেন্ট এসেছে তা দেখতে পারবেন। এমনকি পোস্টের প্রাইভেসি, রিয়্যাক্ট ও কমেন্টের প্রাইভেসি তিনি তার পছন্দমত পরিবর্তন করতে পারবেন। 

চ্যানেল পোস্ট অ্যানালিটিক

চ্যানেল পোস্ট অ্যানালিটিক টেলিগ্রামের গুরুত্বপূর্ণ একটি ফিচার। বিশেষ করে যারা চ্যানেলের অ্যাডমিন তারা খুব সতর্কতার সাথে তাদের চ্যানেলের কনটেন্টগুলো ম্যানেজ করতে পারবেন। অ্যাডমিনরা এখন থেকে মনিটর করতে পারবে কোন মেসেজ কোন চ্যানেলে কতবার ফরোয়ার্ড করা হচ্ছে। কোন পোস্টে কত ভিউ এসেছে এবং কতবার শেয়ার করা হয়েছে সেটি দেখতে পারবেন। অধিকন্তু এই ফিচার সেই সমস্ত পাবলিক চ্যানেলের লিস্ট অ্যাডমিনের সামনে হাজির করবে যেখানে মেসেজগুলি পুনরায় শেয়ার করা হয়েছে।

ফেক চ্যানেল রিপোর্ট

যে কেউ কোনো অপ্রাসঙ্গিক কিংবা অনৈতিক কনটেন্ট যেমন হিংসা-বিদ্বেষ ছড়ানো বা শিশুদের উপর ঘৃণাজনক উপাদান প্রচার করে, ভুয়া তথ্য, বৈষম্য, বর্ণবাদ ছড়ানো চ্যানেলগুলিতে ব্যবহারকারী তাদের বিরুদ্ধে স্প্যাম রিপোর্ট করতে পারবেন। কোনো বিখ্যাত ব্যক্তিত্ব বা সংগঠনের নামে চালানো ফেক চ্যানেল বা গ্রুপও রিপোর্ট করতে পারবেন তারা।

ইন্সট্যান্ট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন

২০২১ সালের ডিসেম্বর মাসেই ইন্সট্যান্ট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ফিচারটি নিয়ে আসা হয়। গ্রুপ চ্যাট এবং ব্যক্তিগত চ্যাটে এই ফিচারটি কাজ করবে। মূলত এমন কোনও ভাষায় হয়তো যেটি ব্যবহারকারীর বুঝতে সমস্যা হয় কিংবা ভিন্ন দেশের কেউ টেক্সট করেছে যা তিনি পড়তে পারেন না। ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে দেখে নিতে পারবেন। টেলিগ্রামের সেটিংসে গিয়ে এই ফিচারটি অন করতে হবে।

কিউআর কোড (QR Code) এর মাধ্যমে কানেকশন

টেলিগ্রাম এর অন্যতম নতুন ফিচার হল কিউআর কোড। এই কোডের মাধ্যমে ব্যবহারকারী যার সাথে টেলিগ্রামে কানেক্ট করতে চান, করতে পারবেন। কোডটি স্ক্যান করে পরিচিত ব্যক্তির সাথে অ্যাপটিতে অ্যাড হতে পারবেন। এছাড়াও, কিউআর কোডে ব্যবহারকারী তাদের পছন্দ মতো ছবি বা ইমোজি ও রাখতে পারবেন।

অন্য অ্যাপের চ্যাট টেলিগ্রামে নিয়ে আসা

অন্যান্য অ্যাপের চ্যাট যেখানে ব্যবহারকারী বিভিন্ন কন্টেন্ট কিংবা প্রয়োজনীয় লিংক সেভ রাখতে চাইলে টেলিগ্রামে যোগ করা যেতে পারে। ব্যবহারকারী যাতে অন্যান্য অ্যাপের প্রয়োজনীয় মেসেজ কিংবা কনটেন্ট যাতে হারিয়ে না ফেলে সেজন্য টেলিগ্রাম এই ফিচার চালু করেছে। ব্যবহারকারী খুব সহজেই অন্য সব অ্যাপের চ্যাট টেলিগ্রামে মুভ করতে পারবেন। এজন্য প্রথমে যেতে হবে Others App Chat Option, সেখানে গিয়ে Three Dot > More> Export> Chat > TELEGRAM.

লাইভ লোকেশন

ব্যবহাকারীদের লাইভ লোকেশন শেয়ার করার সুবিধাও টেলিগ্রামে রয়েছে। শেয়ার মাই লাইভ লোকেশন অপশন সিলেক্ট করে এই সার্ভিস চালু করা যাবে। ব্যবহারকারীরা অ্যালার্ট লাইভ নোটিফিকেশন পাবেন যখনই তার কোনো বন্ধু লাইভ লোকেশন অন করে তার লোকেশনের কাছাকাছি চলে আসবেন। এখানে আপনি নিজের মতো করে ডিস্টেন্স সেট করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, নতুন ভার্সনে ব্যবহারকারী কোনদিকে যাচ্ছেন সেটিও জানা যাবে।

প্লে লিস্ট

টেলিগ্রাম মেসেন্জারের আরও একটা ইউনিক ফিচার হল প্লে লিস্ট। এর সহায়তায় গান শেয়ার করা আরও সহজ হয়ে গেছে। যখন কোনো ব্যবহারকারী একাধিক গান অডিও ফর্ম্যাটে শেয়ার করবে তখন সেটি অটোমেটিকভাবে প্লে লিস্টে রূপান্তরিত হবে। যার ফলে গান বাজানো বা ফরোয়ার্ড করা খুব সহজ হবে। একটি গান চালু করলেই অনান্য গানগুলি পরস্পর আসতে থাকবে টেলিগ্রামের বিল্ট-ইন মিডিয়া প্লেয়ারে।

এসডি কার্ড স্টোরেজ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা টেলিগ্রাম অ্যাপের ডেটা ইন্টারনাল স্টোরেজ থেকে এক্সটারনাল এস ডি কার্ডে পাঠাতে পারবে। এর ফলে তাদের ডিভাইসের মূল্যবান স্পেস কিছুটা হলেও বেঁচে যাবে। এর জন্য ব্যবহারকারীকে প্রথমে Settings এ গিয়ে তারপর Data and Storage গিয়ে Storage Path > SD Card. অন্যান্য অ্যাপ এই ডেটা এস ডি কার্ডে ট্রান্সফার ও স্টোর করার সুযোগ দেয় না। বাই ডিফল্ট এই অ্যাপ্লিকেশন ব্যবহারকারী তাদের ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ ইউজ করে তবে খুব সহজেই এক্সটারনাল এস ডি কার্ড সিলেক্ট করতে পারবেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.