Reading Time: < 1 minutes

এবারও ২৪ লক্ষ মেটা কোম্পানির মেসেজিং প্লাটফর্ম হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো ভারত। চলতি বছরের জুন মাসে ভারত ২২ লক্ষ হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে দিয়েছিল। দেশের আইটি নিয়ম অনুসারে, প্রতি মাসে একটি রিপোর্ট পেশ করে হোয়াটসঅ্যাপ। এই রিপোর্টে জানানো হয়েছে, ব্যবহারকারীদের অভিযোগের উপর ভিত্তি করে জুন মাসের ১ তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রায় ২২ লাখ ১০ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ভারতীয় কতৃপক্ষ।

এছাড়াও জুন মাস শেষে জুলাই মাসেও ২৩ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। জুন মাসে এই মেসেজিং প্ল্যাটফর্মটি যে পরিমাণ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল, তার থেকে জুলাইয়ের সংখ্যা অনেকটাই বেশি। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি বলছে যে জুলাই মাসে বন্ধ করা অ্যাকাউন্টের ওই সংখ্যা এ বছরের প্রথম সাত মাসের মধ্যে সর্বোচ্চ। রয়টার্স জানিয়েছে, জুন মাসে ভারতে প্রস্তাবিত এক আইনের খসড়ায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের আপিল শুনতে আলাদা প্যানেল গঠনের প্রস্তাব ছিল।

পাশাপাশি আদালতের নির্দেশে তথ্যের মূল সূত্রের পরিচয় প্রকাশে গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যমগুলোর ওপর বাধ্যবাধকতা আরোপের কথা ছিল সেখানে। জুলাই মাসে ব্যবহারকারীদের কাছ থেকে মোট ৫৭৪টি অভিযোগ পেয়েছিল হোয়াটসঅ্যাপ। নীতিমালা ভঙ্গকারী অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে নিজস্ব টুলও ব্যবহার করেছে প্ল্যাটফর্মটি। জুলাই মাসে নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ১৪ লাখ ২০ হাজার অ্যাকাউন্ট নিজ উদ্যোগেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

ভারতীয় বাজারে ভুয়া খবর এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের মাধ্যম হিসেবে ভূমিকা রাখার অভিযোগে সমালোচনার মুখে রয়েছে মেটা কোম্পানির মেসেজিং প্ল্যাটফর্মটি। তবে অ্যাকাউন্ট নিষিদ্ধ করার মূল কারন হিসেবে উল্লেখ্য ছিল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে নানা অপরাধমূলক কাজ, ভুয়া তথ্য প্রচার, প্রতারণা ইত্যাদি কর্মকান্ডে অ্যাকাউন্ট ব্যবহার করার ফলে হোয়াটসঅ্যাপ কর্তৃক এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.