Reading Time: < 1 minutes

কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি বা সিএমএ এর গত বছরের এক বাজার গবেষণায় উঠে এসেছে, মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম, অ্যাপ স্টোর আর ওয়েব ব্রাউজারের বাজারের উপর শক্ত অবস্থান নিয়ে বসেছে অ্যাপলগুগল দুই প্রযুক্তি জায়ান্ট। ক্লাউড গেমিং আর মোবাইল ব্রাউজার খাতে অ্যাপল আর গুগলের একচ্ছত্র আধিপত্য তদন্তের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ১৮ মাসের তদন্তে কোনো প্রতিযোগিতাবিমুখ আচরণের প্রমাণ পেলে বাজার পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে পদক্ষেপ নিতে পারে সিএমএ।

অ্যাপলের দাবি, তারা প্রাণবন্ত এবং প্রতিযোগিতামুখী বাজারে বিশ্বাস করে যেখানে উদ্ভাবনী শক্তি প্রতিষ্ঠিত হয়। অ্যাপলের অ্যাপ স্টোরে কয়েক লাখ ডেভেলপার তাদের ভাবনাকে কার্যকর অ্যাপে রূপ দিতে পেরেছেন এবং এর ফলে যুক্তরাজ্যেই হাজারো কর্মসংস্থানের সুযাগ তৈরি হয়েছে বলে দাবি আইফোন নির্মাতার। বিবিসিকে অ্যাপল জানায়, কৌশলগত পদক্ষেপগুলো ভোক্তার নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করে কীভাবে প্রতিযোগিতা এবং নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগকে গুরুত্ব দেয় তা ব্যাখ্যা করতে সিএমএর সঙ্গে গঠনমূলক যোগাযোগ্য অব্যাহত রাখা হবে।

অন্যদিকে বাজার পরিস্থিতি নিয়ে গুগলের দাবি, বাজারের অন্য যে কোনো মোবাইল প্ল্যাটফর্মের চেয়ে বেশি অ্যাপ আছে তাদের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে। অ্যান্ড্রয়েড ডেভেলপারদের পছন্দমতো ব্রাউজার ইঞ্জিন বেছে নেওয়ার সুযোগ দিয়েছে এবং লাখো অ্যাপের লঞ্চপ্যাড হিসেবে কাজ করেছে বলে দাবি গুগলের। সিএমএর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী সারাহ কার্ডেলের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাজ্যের ভোক্তাদের সেরা মোবাইল ডেটা নির্ভর সেবা প্রাপ্তি এবং সফটওয়্যার নির্মাতাদের উদ্ভাবনী নতুন অ্যাপে বিনিয়োগের নতুন সুযোগ নিশ্চিত করতে চায় সংস্থাটি।

বিবিসিকে তিনি আরও বলেন, যুক্তরাজ্যের অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং ওয়েব ডেভেলপার আমাদের বলেছেন যে, অ্যাপল-গুগলের আরোপিত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়ছেন বলে মনে করেন তারা। কেবল যুক্তরাজ্যেই ৮ লাখ মানুষ ক্লাউড গেইমিং সেবা ব্যবহার করেন বলে জানিয়েছে সিএমএ। ২০২১ সালে দেশটির ভূখণ্ড থেকে মোবাইল ওয়েব ব্রাউজারের মাধ্যমে যত অনুসন্ধান চালানো হয়েছে তার ৯৭ শতাংশ ছিল অ্যাপল-গুগলের সফটওয়্যার নির্ভর।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.