Reading Time: < 1 minutes

২০১৯ সালেই গুগল জানিয়েছিল, গুগলের ডিভাইসের জন্য বিকল্প কোনো অ্যাপ স্টোর দাঁড়িয়ে গেলে তাতে শত কোটি ডলার আর্থিক ক্ষতি হবে কোম্পানির। তাই, গেম নির্মাতারাদের তাদের নির্মিত গেম গুগলের নিজস্ব অ্যাপ স্টোরে রাখতে রাজি করাতে ব্যাপক হারে আর্থিক সুবিধা দিয়েছে কোম্পানিটি। এবার অ্যাকটিভিশন ব্লিজার্ডের নিজস্ব অ্যাপ স্টোর নির্মাণ ঠেকাতে গুগল গেম নির্মাতা কোম্পানিটিকে তিন বছরে ৩৬ কোটি ডলার দিয়েছিল বলে অভিযোগ তুলেছে আরেক গেম নির্মাতা এপিক গেমস

অ্যাকটিভিশনের অ্যাপ স্টোর যেন গুগলের নিজস্ব অ্যাপ স্টোরের প্রতিদ্বন্দ্বী হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতেই গুগল এমনটা করেছে বলে অভিযোগ এপিকের। অ্যাকটিভিশন ছাড়াও, নিনটেন্ডো, রায়ট গেমস এবং ইউবিসফটের মতো একাধিক গেমিং কোম্পানি গুগলের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছিল বলে অভিযোগ এপিক গেমসের। ২০২০ সালে গুগলের বিরুদ্ধে করা এক মামলায় অনৈতিক আর্থিক লেনদেনের এ অভিযোগ তুলেছিল এপিক। সম্প্রতি জনসমক্ষে এসেছে ওই মামলার নথিপত্র।

মোবাইল গেমিং খাতে গুগল প্রতিযোগিতাবিমুখ আচরণ করেছে বলে এপিকের অভিযোগ ছিল ওই মামলায়। মামলায় এপিক গেমস আরও অভিযোগ করেছে, টেনসেন্টের সঙ্গে জোট বেঁধে এপিক গেমস কেনার সম্ভাব্যতা গুগলের বিবেচনায় ছিল। এক্ষেত্রে গুগলের মূল উদ্দেশ্যই ছিল এপিককে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। এপিকের জনপ্রিয় গেম ফোর্টনাইট গুগলের প্লে-স্টোরের বাইরে বাজারজাত করার সিদ্ধান্তকে গুগল হুমকি হিসেবে নিয়েছিল বলে অভিযোগ এপিক গেম নির্মাতার।

অ্যাকটিভিশন ব্লিজার্ডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লুলু চেন মেসার্ভি টুইট করে দাবি করেছেন, এপিকের অভিযোগগুলো মিথ্যা। এপিকের অভিযোগকে ভুয়া প্রমাণ করে এমন নথিপত্র ইতোমধ্যেই আদালতে জমা দেওয়ার কথা বলেছেন তিনি। রয়টার্স জানিয়েছে, এপিক তাদের অভিযোগের সবগুলো বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে বলে দাবি গুগলের। মামলায় যে ২৪টি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য দেওয়া হয়েছে, তার সবগুলোই নির্মাতাদের খুশি রাখার জন্য খরচের দাবি অ্যান্ড্রয়েড নির্মাতার।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.