Reading Time: < 1 minutes

বেতন বৃদ্ধি করার এই মৌসুমে কর্মীদের জন্য সুখবর দিয়েছে Microsoft। কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধির জন্য বাজেট করার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গিকওয়্যারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কোম্পানির কর্মীদের ধরে রাখতে এবং মুদ্রাস্ফীতি মোকাবিলায় তাদের সহায়তা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

নাদেলা Microsoft কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে জানান, মেধাভিত্তিক বর্ধিত মজুরি বৈশ্বিক বাজেটের দ্বিগুণ করা হবে।সত্য নাদেলা বলেন, “Microsoft কর্মীদের ক্যারিয়ারের প্রাথমিক ও মধ্য পর্যায়ে আরও অর্থ বিনিয়োগ করবে”।ই-মেইলের মাধ্যমে এই পদক্ষেপের বিষয়ে জিজ্ঞাসা করা হলে Microsoft এর একজন মুখপাত্র সিএনবিসিকে বলেন, আমাদের মিশন ও সংস্কৃতির কারণে লোকেরা মাইক্রোসফটে আসে এবং কাজ করে। এর মানে তারা তাদের মনের মতো কাজ খুঁজে পায় এবং তারা যাদের সঙ্গে কাজ করে, সেভাবে তারা পুরস্কৃত হয়।

তিনি বলেন, আমাদের বিশ্বব্যাপী এই বর্ধিত বিনিয়োগ ক্ষতিপূরণে চলমান প্রতিশ্রুতির অংশ। আমাদের কর্মীদের জন্য একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা প্রদান করতে হবে।

Microsoft এর স্যালারি, বোনাস এবং স্টকের উপর ভিত্তি করে তাদের স্যালারি প্যাকেজ তৈরি করা। পরিবর্তনগুলি কোম্পানির কর্মশক্তির উল্লেখযোগ্য একটি অংশে প্রযোজ্য হবে, যা 2021 সালের জুন পর্যন্ত 181,000 ছিল।

মাইক্রোসফট ৬৭ এবং নিচের স্তরের কর্মীদের জন্য বার্ষিক স্টক রেঞ্জ কমপক্ষে ২৫ শতাংশ বাড়াচ্ছে বলে নিশ্চিত করেছে ব্লুমবার্গ। Microsoft এর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে Microsoft কর্মীদের জন্য মুদ্রাস্ফীতি মোকাবেলায় বড় হাতিয়ার হিসাবে কাজ করবে। এবং কর্মীদের ধরে রাখতেও অবদান রাখবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.