Reading Time: 2 minutes

আগামী দুই বছরের মধ্যেই আসছে উইন্ডোজের নতুন সংস্করণ। সম্ভবত ২০২৪ সাল নাগাদ ‘উইন্ডোজ ১২’ উন্মোচন করবে এই সফটওয়্যার জায়ান্ট।

২০২৪ সাল নাগাদ ‘উইন্ডোজ ১২’ আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করবে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সাইট উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদনে নতুন সংস্করণ উন্মোচনের এই সম্ভাবনার কথা উঠে এসেছে।

আগামী বছর উইন্ডোজ ১১-এর জন্য সান ভ্যালি ৩ নামে যে বড় আপডেট আনার পরিকল্পনা নেয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। নতুন প্রতিবেদনে এক্সডিএ ডেভেলপারস জানায়, বাজারজাতের তিন বছর পর নতুন উইন্ডোজ স্থলাভিষিক্ত হবে। ২০২১ সালে উইন্ডোজ ১১ উন্মোচন করে মাইক্রোসফট। সে হিসেবে ২০২৪ সালে কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেম আনবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি।

প্রযুক্তি সাইট দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরনো রেওয়াজে ফিরে যাচ্ছে মাইক্রোসফট।

এর মানে দাঁড়াচ্ছে, উইন্ডোজের আগামী মূল সংস্করণ আসবে ২০২৪ সালে। মাইক্রোসফটের উইন্ডোজ নির্মাণ করার ধরনের ক্ষেত্রেও বড় পরিবর্তন এটি।

উইন্ডোজকে একটি সেবা হিসেবে তৈরির ধারণাকে প্রাধান্য দিতে গিয়ে ২০১৫ সালে ‘উইন্ডোজ ১০’ উন্মোচনের পর নিজেদের তিন বছর পরপর সংস্করণ পরিবর্তনের রুটিন থেকে সরে এসেছিল মাইক্রোসফট। তিন বছর পরপর নতুন সংস্করণে ফিচার যোগ করার পরিবর্তে বছরে দুইবার বড় উইন্ডোজ ১০-এ নতুন ফিচার আপডেট করতে থাকে এর নির্মাতা।

মাইক্রোসফটের একজন কর্মী ‘উইন্ডোজ ১০’-কে উইন্ডোজের সর্বশেষ সংস্করণ হিসেবে আখ্যা দেওয়ার পর বেশ কয়েক বছর ব্যবহারকারীদের ধারণা ছিল যে এটিই সম্ভবত উইন্ডোজের সর্বশেষ বড় উন্মোচন।

এসব বক্তব্য কখনওই প্রত্যাখ্যান করেনি মাইক্রোসফট। বরং, সেই সময় তারা বলেছিল, নতুন উদ্ভাবন এবং আপডেটের মাধ্যমে উইন্ডোজকে সেবা হিসেবে সরবরাহের উপায় খুঁজছে তারা।

২০২১ সালে ‘উইন্ডোজ ১১’ উন্মোচনের পর সেই ধারণা বদলেছে এবং উইন্ডোজ ১০ ও ১১ দুটি অপারেটিং সিস্টেমের জন্যেই বার্ষিক আপডেট আনার দিকে নজর দিচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের ‘উইন্ডোজ ১১’ ব্র্যান্ডিংয়ের পদক্ষেপের কারণে এটি ধারণা করা যুক্তিসঙ্গত, ভবিষ্যতের যেকোনো মূল উইন্ডোজ সংস্করণেও ব্র্যান্ডিং পরিবর্তন দেখা যেতে পারে।

বিজ্ঞাপন (কেন?)

‘উইন্ডোজ ১১’-এর আপডেটে এখনও মাইক্রোসফটের উইন্ডোজ ১১.১ বা ১১.২ সংস্করণ আনার বিষয়টি দেখা যায়নি। ফলে অনেকেই মনে করবেন, আগামীতে সম্ভবত ‘উইন্ডোজ ১২’ আসছে।

২০২৪ সালে উইন্ডোজের পরবর্তী সংস্করণের পাশাপাশি আসন্ন বছরগুলোতে ‘উইন্ডোজ ১১’-কেও সতেজ রাখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল মাইক্রোসফট। তবে সাম্প্রতিক মাসগুলোতে ‘উইন্ডোজ ১১’-এর জন্য বার্ষিক বড় আপডেট আনার প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে এই সফটওয়্যার নির্মাতা।

আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আসতে পারে অপারেটিং সিস্টেমটির পরবর্তী মূল আপডেট ‘২২এইচ২’। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে মাইক্রোসফট নিজেই।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে একই ধরনের আরেকটি বার্ষিক আপডেট ‘২৩এইচ২’ আনার পরিকল্পনা সম্ভবত খারিজ করেছে মাইক্রোসফট। এর পরিবর্তে পুরো ২০২৩ সাল জুড়ে নতুন ফিচার আনার বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছে তারা।

উইন্ডোজের রোডম্যাপ পরিকল্পনা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট। মহামারীর কারণে উইন্ডোজের ব্যবহার বাড়ায় গত দুই বছর যাবত অপারেটিং সিস্টেমটি নিয়ে নতুন করে কাজ করছে কোম্পানিটি।

মাইক্রোসফটের মূল পরিকল্পনা ছিল ডুয়াল-স্ক্রিনে ‘উইন্ডোজ ১০এক্স’ অপারেটিং সিস্টেম চালু করা। তবে, মহামারীর শুরুতে ‘পিসি ফেরত এসেছে’ এমন ঘোষণা দেওয়ার পর ‘১০এক্স’ নিয়ে পুনরায় কাজ করে একে ‘উইন্ডোজ ১১’ হিসেবে উন্মোচন করে মাইক্রোসফট।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.