Reading Time: 2 minutes

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বাজারের ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসের দখলে। কনটেন্ট মডারেশনে যথেষ্ট ব্যবস্থা না থাকায় গুগল প্লে স্টোরে এখনও অনুমোদন পায়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশালের অ্যান্ড্রয়েড অ্যাপ। গুগলের এক মুখপাত্র অ্যাপটির অনুমোদন না পাওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন। প্লে স্টোর ও অ্যাপস্টোর ছাড়া বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ট্রুথ সোশাল ডাউনলোডের সহজ কোনো উপায়ও নেই।

অনুমোদনে এই বিলম্বকে অ্যাপটি জন্য একটি বড় ধাক্কা বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এর আগে ফেব্রুয়ারির ২১ তারিখে অ্যাপলের অ্যাপস্টোরে এসেছে এটি। গুগল এক বিবৃতিতে জানায় যে ১৯ অগাস্ট তারা ট্রুথ সোশালকে তাদের বর্তমান অ্যাপ জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নীতি লঙ্ঘনের বিষয়টি অবহিত করেছিল। এছাড়া তারা আরও জানিয়েছে, কোনো অ্যাপ গুগল প্লে-তে লাইভে যেতে ব্যবহারকারীর তৈরি কনটেন্ট মডারেশনে কার্যকর ব্যবস্থা রাখা তাদের সেবার অন্যতম শর্ত।

অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ দেরি করা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ সাইট অ্যাক্সিওস। ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটাল দাঙ্গার পর টুইটার, ফেসবুক ও ইউটিউব থেকে নিষিদ্ধ হন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সহিংসতায় উষ্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে। ওই ঘটনার এক বছরেরও বেশি সময় পর নিজের অ্যাপ ট্রুথ সোশালের মাধ্যমে সামাজিক মাধ্যমে ফেরার চেষ্টা করছেন তিনি। ট্রুথ সোশাল অ্যাপ ব্যবহারকারীর জন্য আকর্ষণীয় ও সেন্সরশিপ মুক্ত অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছে ট্রুথ সোশালের মালিক প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বা টিএমটিজি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটি সেই সব ব্যবহারকারীকে আকৃষ্ট করবে যারা মনে করেন, ২০২০ সালের নির্বাচনে মূলধারার বলে পরিচিত বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মের ভূমিকা ছিল বা যারা এই ধরনের ‘বিতর্কিত’ বিষয়াদি নিয়ে কথা বলতে চান। শারীরিক হুমকি ও সহিংসতায় উষ্কানি দেওয়ার মতো কনটেন্টে নিষেধাজ্ঞা না দেওয়ায় যে প্লে স্টোরের নীতির লঙ্ঘন হচ্ছে, তা নিয়ে ট্রুথ সোশালের কাছে উদ্বেগ প্রকাশের কথা জানিয়েছে গুগল। এ প্রসঙ্গে রয়টার্স টিএমটিজি এর মন্তব্য জানতে চাইলে তারা কিছু বলতে রাজী হননি।

বাকস্বাধীনতার আশ্রয়স্থল হওয়ার প্রতিশ্রুতিতে আপোষ না করে গুগলের নীতিমালার সঙ্গে মিলিয়ে নিতে তাদের সঙ্গে সরল বিশ্বাসে কাজ করে যাচ্ছে ট্রুথ সোশাল অ্যাপ । কনটেন্টে যৌনতা ও অন্যান্য নীতি লঙ্ঘনের পরও কয়েকটি প্রতিদ্বন্দ্বী অ্যাপকে প্লেস্টোরে অনুমোদন দিয়েছে গুগল, যেখানে ট্রুথ সোশাল যৌন উদ্দীপক কনটেন্টের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.