Reading Time: < 1 minutes

নিজস্ব সামাজিক মাধ্যমে ব্যবহৃত বিভিন্ন আইকন সম্পূর্ণ নতুন এক রূপে আনছে টুইটার। গত বছরের এক ফিচারের ওপর ভিত্তি করে নতুন এই পরিবর্তন এনেছে কোম্পানিটি। প্রযুক্তিভিত্তিক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের অগাস্টে উন্মোচিত নতুন ভিজুয়াল ডিজাইন ল্যাংগুয়েজের ওপর ভিত্তি করে এইসব পরিবর্তন এনেছে কোম্পানিটি। সে সময় অ্যাপজুড়ে চার্প নামে একটি নতুন ফন্টও এনেছিল টুইটার। ভার্জের প্রতিবেদক বলছেন, এইসব আইকনে ব্যবহৃত হয়েছে তুলনামূলক মোটা লাইন। আর সবকিছু একটু বেশিই কৌনিক দেখাচ্ছে।

উদ্দেশ্য ছিল এইসব আইকনের একটি সমন্বিত সেট তৈরি করা, মোটা রেখা ব্যবহৃত হলেও আকার ও শৈলীতে যেন এগুলোর মিল পাওয়া যায় আগের আইকন সেটের সঙ্গে, আর যেখানে সম্ভব একটু চতুরতার ছাপ যেন থাকে। শুক্রবার নিজেদের ডিজাইন অ্যাকাউন্টের এক থ্রেডে বলেছে টুইটার। ভার্জের এক প্রতিবেদক জানান, প্রথমে এতে তেমন কৌতুহল ছিল না তার, তবে ধীরে ধীরে এতে অভ্যস্ত হচ্ছেন। তিনি আরো বলেন অনেকের কাছে এইসব আইকন এরইমধ্যে চলে এলেও তার বেলায় পরদিন রাতে ওয়েব সংস্করণে আর আইওএস সংস্করণে প্রতিবেদনটি লেখার সময় এর দেখা মিলেছে।

এক ইমেইল বার্তায় ভার্জকে কোম্পানির মুখপাত্র শাওকি আমদো জানান, আসন্ন দিনগুলোতে এইসব নতুন আইকন সবার জন্য ওয়েব, আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণে চালু করবে টুইটার। থ্রেড থেকে করা দুটি টুইটে সহজেই দেখা যাচ্ছে যে কী ধরনের পরিবর্তন এসেছে। একটি টুইটে দেখা যাচ্ছে, এইসব আইকন আগে দেখতে কেমন ছিল ও এখন কেমন দেখাচ্ছে। অন্যটিতে নতুন সবগুলো আইকন দেখা যাচ্ছে একটি ছবিতে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.