Reading Time: < 1 minutes

ইন্টারনেট জগতে ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার এর জনপ্রিয়তার ২৭ বছর হতে চললো। আর এই সাতাশ বছর পর সম্পূর্ণভাবে ইতি টানতে চলছে এই ব্রাউজার। সম্প্রতি মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৫ জুনের পর এই ওয়েব ব্রাউজিং সাইটটি আর ব্যবহার করা যাবে না। ২০১৬ সালেই মাইক্রোসফট ব্রাউজারটির ফিচার ডেভেলপমেন্টের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তখন মাইক্রোসফট এজ নামের নতুন একটি ব্রাউজার বাজারে আনা হয়।

এরপর থেকে নতুন ব্রাউজারের ওপরে মনোনিবেশ শুরু করে মার্কিন প্রতিষ্ঠানটি। মূলত প্রতিষ্ঠানটি ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত তখনই নিয়েছিল। এরপর ২০২০ সাল থেকে এক্সপ্লোরারের সার্ভিস পর্যায়ক্রমে বন্ধ হতে থাকে। ২০২০ সালের নভেম্বর মাসে মাইক্রোসফট টিম থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ করে দেয়া হয় এবং ২০২১ সালের আগস্ট মাসে মাইক্রোসফট ৩৬৫ থেকে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট বন্ধ করা হয়।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে যে আগামী ১৫ জুন থেকে সার্ভিসটি সব রকমের ফিচার পুরোপুরি বন্ধ করে দেবে। মাইক্রোসফট এজ এর প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারসে জানান, ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ মাইক্রোসফট এজের উপর নির্ভর করছে। ১৯৯৫ সালের ১৬ ই আগস্ট, ৯৫ টি ভাষার সাথে ইন্টারনেট এক্সপ্লোরের আবির্ভাব হয়। যেটি মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়।

উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকায় সেই সময়কার সবথেকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার “নেটস্ক্যাপ” কেও পিছনে ফেলে আসে এই ওয়েব ব্রাউজারটি। আর তখন থেকেই ইন্টারনেট এক্সপ্লোরার সবথেকে জনপ্রিয় এবং এক নম্বর ওয়েব ব্রাউজার ছিল। ২০০৩ সালে ইন্টারনেট এক্সপ্লোরার সাফল্যের শিখরে পৌঁছায়। তখন বিশ্বব্যাপী ব্যবহৃত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশই ধরে রেখেছিল এক্সপ্লোরার।

কিন্তু পরবর্তীকালে ২০০৪ সালে ফায়াফক্স এবং ২০০৮ সালে গুগল ক্রোমের আবির্ভাব হওয়ার পর ইন্টারনেট এক্সপ্লোরারের চাহিদা এবং কাস্টমার ধীরে ধীরে কমে যায়। কারণ ইন্টারনেট এক্সপ্লোরার কেবলমাত্র উইন্ডোজে সাপোর্ট করতো এবং কম্পিউটারের জন্য ব্যবহার উপযোগী ছিল। মোবাইলে ইন্টারনেট এক্সপ্লোরারের সুবিধা তখন উন্মুক্ত করা হয়নি। এরপর এক সময় ব্যবহারকারীদের আগ্রহ মোবাইলের ওপর আসার ফলে, বেশির ভাগ ব্যবহারকারী গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স এর ব্যবহার শুরু করে।

যার ফলে ইন্টারনেট এক্সপ্লোরারের জনপ্রিয়তা একদমই কমে যায়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.