Reading Time: 13 minutes

বর্তমানে বেশিরভাগ ওপেনসোর্স প্রজেক্ট এর কাজগুলো কর্পোরেট ডেভলপারদের দ্বারাই করা হয়। তবুও স্বতন্ত্র ডেভলপাররা ওপেনসোর্স কমিউনিটির খুব গুরুত্বপূর্ণ একটি অংশ।

আজ আমরা এই তালিকাটিতে শীর্ষস্থানীয় কয়েকটি বাণিজ্যিক সংস্থাকে তুলে ধরবো যারা ওপেনসোর্স প্রকল্প গুলি স্পনসর করে এবং ওপেনসোর্স প্রকল্প গুলিতে অবদান রাখে। কিছু সংস্থা ওপেন সোর্স প্রোডাক্ট সরবরাহ করে এবং অবশিষ্ট সংস্থাগুলো ওপেন সোর্সের পাশাপাশি মালিকানাধীন প্রোডাক্ট সরবরাহ করে। যাইহোক, এই সমস্ত সংস্থা ওপেন সোর্স সফটওয়্যার ডেভলপমেন্ট কমিউনিটিতে কমবেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন জেনে নেই এমন কিছু সংস্থার সম্পর্কে।

Adobe

সদর দপ্তরঃ San Jose, California.

কর্মীদের সংখ্যাঃ ১৫,০০০ এরও বেশি

বার্ষিক আয়ঃ ৫.৮৫৪ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ Adobe ওপেন-সোর্সের সাথে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর গিটহাব সাইটে এর ২৫০ টিরও বেশি পাবলিক রিপোজিটরি রয়েছে। এর বেশ কয়েকটি ওপেন সোর্স প্রজেক্টগুলো হলো PhoneGap ওয়েব development framework, Topcoat CSS library এবং Bracket text editor এর মতো ডেভলপার টুল। Adobe কর্মীরা নিয়মিত অন্যান্য ওপেন-সোর্স প্রকল্পগুলোতে যেমন Gecko, Blink, WebKit, Apache Cordova, Flex, Felix ইত্যাদি।

Automattic

সদর দপ্তরঃ San Francisco, California

কর্মীর সংখ্যাঃ ৫৬৪ জন

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ আপনারা হয়তো Automattic এর নাম আগে শোনেন নি। তবে আপনারা অবশ্যই এর সবচেয়ে বিখ্যাত নির্মাণ ওয়ার্ডপ্রেস এর নাম শুনেছেন।

সাইটটির মতে ইন্টারনেট এর প্রায় ২৮ শতাংশ ওয়ার্ডপ্রেস এর দখলে। যদিও বর্তমানে ওয়ার্ডপ্রেস এর ওপেন সোর্স প্রজেক্ট ফাউন্ডেশন পরিচালনা করছে, তবুও Automattic এর সোর্স কোড এবং এর ওয়েবসাইট পরিচালনা করে। এটি WooCommerce এবং BuddyPress এর মতো আরও অনেক ওপেন সোর্স প্রকল্পগুলিতেও অংশ নেয়।

Black Duck Software

সদর দপ্তরঃ Burlington, Massachusetts.

কর্মীর সংখ্যাঃ ৩২০ জনেরও বেশি

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ তালিকার অন্যান্য কোম্পানির মতো, ব্ল্যাক ডাক সফ্টওয়্যার ওপেন সোর্স প্রকল্পে তার অবদানের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। এমনকি এটি অন্যান্য সংস্থার জন্য ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার আরো সহজ করে তুলেছে। তাদের প্রায় ২ হাজার ক্রেতা রয়েছে যাদের মধ্যে ইন্টেল, নিনটেনডো, এসএপি এবং স্যামসাং অন্যতম।

তারা তিনটি প্রধান প্রজেক্ট অফার করছেঃ

  • ওপেন সোর্স সফটও্যার সমুহকে চিহ্নিতকরণ এবং নিয়ন্ত্রণের জন্য হাব।
  • ওপেন সোর্স লাইসেন্স এবং কোম্পানির নীতি মেনে চলার জন্য প্রটেক্স।
  • ওপেনসোর্স সফটওয়্যার গুলোর মধ্যে নিরাপত্তা খুদ তুলে ধরার জন্য সিকিউরিটি চেকার।

Canonical

সদর দপ্তরঃ London, UK

কর্মীর সংখ্যাঃ প্রায় ৫৫০ জন

বার্ষিক আয়ঃ প্রায় ১০৩.৩ মিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ আমাদের মাঝে বহুল পরিচিত একটি ডিস্ট্রিবিউশন উবুন্টুর গোপনীয়তা রক্ষা এবং পরিচালনা করার দায়িত্বে রয়েছে এই সংস্থা টি। তারা দাবী করে উবুন্টু জনসাধারণের মধ্যে সর্বাধিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এই সংস্থা টির মূল উদ্দেশ্য হচ্ছে ওপেন-সোর্স সফটওয়্যার গুলো কে সকলের জন্য উপলব্ধ করে তোলা। তাদের মতে নতুন কিছু উদ্ভাবনের জন্য উদ্ভাবকদের সুযোগ করে দেয়ায় তাদের মূল লক্ষ্য। এবং বিষয়টি তাদের উদ্যোগের মাধ্যমে ফুটিয়ে তুলেছে।

CloudBees

সদর দপ্তরঃ San Jose, California

কর্মীর সংখ্যাঃ ৫০০ জনেরও কম

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ DevOps দের আরেকটি প্রিয় পছন্দ হচ্ছে এই CloudBees। টেকক্রাঞ্চের জনপ্রিয় ওপেন সোর্স প্রকল্পগুলির তালিকায় ১৪ তম স্থান অর্জনকারী জেনকিন্স এর নিয়ন্ত্রনের দায়িত্বে রয়েছে ক্লাউডবিস।

জেনকিন একটি ওপেন সোর্স অটোমেশন সার্ভার যেটি সফটওয়্যার ডকুমেন্টেশন, টেস্টিং এর মত কাজগুলো সয়ংক্রিয়করণের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করা হয়।

সংস্থা টির দাবী যে জেনকিন বিশ্বের সবচেয়ে অধিক জনপ্রিয় সফটওয়্যার অটোমেশন সার্ভার। যা কিনা কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে আসছে। এবং জেনকিন এর কোর কোড তাদের কর্মীদের দ্বারাই লিখিত।

Chef

সদর দপ্তরঃ Seattle, Washington.

কর্মীর সংখ্যাঃ প্রায় ৫০০ জন

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ শেফ তাদের ওপেন-সোর্স ইন্টিগ্রেশন সিস্টেম এবং সংস্থা উভয়েরই নাম। ডেভঅপস যতটা বিস্তার লাভ করছে, শেফ ঠিক একুইভভাবে সকলের মাঝে একটি জনপ্রিয় অটোমেটিং কনফিগারেশন টুল হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

টেকক্রাঞ্চের ওপেন-সোর্স প্রজেক্ট এর জনপ্রিয়তার তালিকায় ২৩ নম্বরে ছিলো শেফ। সংস্থা টি অন্যন্য ওপেন-সোর্স প্রজেক্টকেও সহযোগিতা করে থাকে এবং গিটহাবে এর প্রায় ৭০ টি রিপজিটরি রয়েছে।

Cloudera

সদর দপ্তরঃ Palo Alto, CA

কর্মীর সংখ্যাঃ প্রায় ১,৬০০ জনের মতো

বার্ষিক আয়ঃ ১৬৬.০৫ মিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ ক্লাউডেরা বর্তমানে বহুল ব্যবহৃত Hadoop এর সর্বশেষ সংস্করণ টিকে সাপোর্ট দিচ্ছে। উচ্চতর ডেটা ভলিউম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সংস্থাটির প্রধান আর্কিটেক্ট, Doug Cutting, Hadoop এর প্রতিষ্ঠাতা বলেছেন যে, Hadoop ইকোসিস্টেমে তারা অন্যান্য যেকোনো সংস্থার তুলনায় কোডের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন।

তারা Hadoop সম্পর্কিত ২০ টিরও বেশি প্রকল্প শুরু করেছে এবং Apache Foundation এর প্রজেক্ট গুলোতেও তারা বেশ সক্রিয়।

Confluent

সদর দপ্তরঃ Palo Alto, California.

কর্মীর সংখ্যাঃ প্রায় ২০০ জনের

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ এই বড় তথ্য ভাণ্ডারের এক অন্যতম খেলোয়াড় হচ্ছে কনফ্লুয়েন্ট। এই সংস্থাটি Apache Kafka-র নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে যা কিনা জনপ্রিয় ওপেন সোর্স প্রজেক্ট এর তালিকায় ২০ তম স্থান দখল করেছিলো। এটি কাফকাকে “প্রতিদিন ট্রিলিয়ন ইভেন্ট পরিচালনা করতে সক্ষম একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম” হিসাবে বর্ণনা করেছে। এটি প্রাথমিকভাবে লিঙ্কডইন-এ তৈরি করা হয়েছিল এবং ২০১১ সালে একটি ওপেন-সোর্স লাইসেন্সের অধীনে মুক্তি দেওয়া হয়েছিল। দেখা যায় যে প্রজেক্টটির পিছনে যে টিম কাজ করেছে তারা একটি স্বাধীন প্রতিষ্ঠান। এবং বর্তমানে তারা বাণিজ্যিকভাবে সফটওয়্যার টি অফার করছে।

Databricks

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ প্রায় ২০০ জন

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ ডাটাব্রিকস সংস্থা টি Apache Spark নামে আরেকটি সফল স্ট্রিমিং প্রজেক্টকে সাপোর্ট করে। যেই ডেভেলপাররা এই প্রজেক্টটি প্রতিষ্ঠা করেছিলো তারাই ২০১৩ সালে বাণিজ্যিকভাবে প্রজেক্ট টি বাজারে নিয়ে আসে। ডাটাব্রিকস এর তথ্য অনুসারে স্পার্কের সবচেয়ে বৃহত ওপেন সোর্স কমিউনিটি রয়েছে যেখানে ২৫০ টিরও বেশি সংস্থার ১,০০০ এরও বেশি অংশগ্রহণকারী রয়েছে। ডাটাব্রিকসের কিছু পরিচিত ক্লায়েন্ট হচ্ছে NBCUniversal, HP, Shell, Cisco, 3M এবং আরও অনেকে।

DataStax

সদর দপ্তরঃ Santa Clara, California.

কর্মীর সংখ্যাঃ ৪০০ জন বা তারও বেশি

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ এটি Apache Cassanra NoSQL database এবং ক্লাউড সল্যুশন এর বাণিজ্যিক সাপোর্ট দিচ্ছে। ডেটাট্যাক্স বিশ্বব্যাপী ৫০ টিরও বেশি দেশে ৫০০ টিরও বেশি গ্রাহকের বিশ্বাস অর্জন করেছে। Netflix, Safeway, Adobe, Intuit, এবং eBay এর মতো সংস্থা গুলো ডেটাস্ট্যাকস এর পণ্য ব্যবহার করছে।

Docker

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ ১২০ জনেরও বেশি

বার্ষিক আয়ঃ পাওয়া যায় নি

তালিকায় রাখার কারণঃ ডকারের প্রযুক্তি এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ওপেন-সোর্স প্রকল্পগুলির মধ্যে একটিতে বিবর্তিত হয়েছে। গিটহাব-এ এর ৩২,০০০ এরও বেশি স্টার রয়েছে এবং ৮ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে এটি। এই প্রযুক্তির উন্নয়নের পিছনে যে সংস্থাটি রয়েছে তারা ২০১৬ সালে গিটহাব-এ সর্বাধিক অবদান কারী সংস্থাগুলির তালিকায় তৃতীয় স্থানে ছিল। ডেভঅপস দের মধ্যে তাদের সফটওয়্যার বেশ জনপ্রিয়। বর্তমানে যারা ডকার ব্যবহার করছে তারা পূর্বের তুলনায় প্রায় ৭-গুণ উন্নতি করতে পেরেছে তাদের সফটওয়্যার ডেলিভারীর ক্ষেত্রে।

Elastic

সদর দপ্তরঃ Mountain View, California.

কর্মীর সংখ্যাঃ ৫০০ জনেরও বেশি

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ ইলাস্টিক সবচেয়ে বেশি ইলাস্টিকসার্চ ওপেন সোর্স প্রজেক্ট নামে পরিচিত। ইলাস্টিক উন্নত মানের পণ্য গুলির একটি সম্পূর্ণ স্ট্যাক সরবরাহ করে যা নিরাপদে এবং নির্ভরযোগ্যভাবে যে কোনও উৎস থেকে ডেটা সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং রিয়েল টাইম কল্পনায় নিয়ে আসতে পারে।

ইলাস্টিকসার্চ জনপ্রিয় ওপেন-সোর্স প্রজেক্ট এর তালিকায় সপ্তম স্থানে রয়েছে এবং গিটহাবে এর প্রায় ২৫,০০০ স্টার রয়েছে। ইলাস্টিকের Kibana, Beats, এবং Logstash-সহ আরও বেশ কয়েকটি ওপেন-সোর্স প্রকল্প রয়েছে

Facebook

সদর দপ্তরঃ Menlo Park, California.

কর্মীর সংখ্যাঃ ২০ হাজার জনেরও বেশি

বার্ষিক আয়ঃ ২৭.৬৩৮ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ বৃহৎ এই সোশ্যাল নেটওয়ার্ক প্লাটফর্মটিও বর্তমানে ওপেন সোর্স সফটওয়্যার এবং হার্ডও্যারের পেছনে অবদান রাখছে। ২০১৬ সালে গিটহাবের সর্বোচ্চ সদস্য সম্বলিত (১৫,৬৮২) সংস্থা গুলর তালিকায় ফেসবুক দ্বিতীয় হয়েছিলো। ফেসবুক অবদান রেখেছে এমন কিছু ওপেন সোর্স প্রজেক্ট গুলো হলো React and React-native JavaScript, Flow, HHVM, Relay এবং আরো অনেক।

Fastly

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ ৫০০ জনেরও বেশি

বার্ষিক আয়ঃ ২৮৫.১ মিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ ফাস্টলি একটি আমেরিকান ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার। ফাস্টলি ক্লাউড় প্ল্যাটফরম টি কন্টেন্ট ডেলইভারী নেটওয়ার্ক, ইন্টারনেট নিরাপত্তা, লোড ব্যালেন্সিং এবং ভিডিও স্ট্রিমিং সার্ভিস সরবরাহ করে থাকে। ভার্নিশ যদি না থাকতো তবে সংস্থা টির হয়তো কোনো অস্তিত্ব থাকতো না। তারা চাইলেই নিজেদের মতো করে ভার্নিশের বিকল্প তৈরি করে নিতে পারতো, তবে তারা সেটি না করে ‎তারা বার্নিশের নিজস্ব পেটেন্ট সংস্করণ তৈরি করতে পারত, তবে তারা বেশিরভাগই তাদের পণ্য এবং ব্যবসায়ের প্রধান সফটও্যার উপাদান হিসাবে ভার্নিশের উপর নির্ভর করে।

GitHub

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ ৬৭২ জন

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ গিটহাব (github) হচ্ছে ওয়েব-ভিত্তিক গিট রিপজিটরি হোস্টিং সেবা, যা গিট এর ডিস্ট্রিবিউটেড রিভিশন কন্ট্রোল এবং সোর্স কোড ম্যানেজমেন্ট (এসসিএম) এর কার্যকারিতা এবং ফিচার উপস্থাপন করে। গিতহাব এসেছে মূলত গিট থেকে। দ্রুত গতির ডাটা ইনটিগ্রিটি এবং ডিস্ট্রিবিউটেড সাপোর্টসহ ডিস্ট্রিবিউটেড রিভিশন কন্ট্রোলই হচ্ছে গিট (git)। । ২০০৫ সালে লিনাক্স কার্নেলের জন্য লিনাস টারভাল্ডস গিট ডিজাইন এবং ডেভেলপ করেন। গিটহাব প্রাথমিকভাবে গিটের উপর নির্ভর করে।

গিটহাব বর্তমানে ওপেন সোর্স সফটওয়্যার গুলোর জন্য de facto repository হয়ে দাড়িয়েছে। ২০১৬ সালের প্রতিবেদন অনুযায়ী গিটহাবের ৫.৮ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী, ৩,৩১,০০০ এরও বেশি সক্রিয় সংস্থা এবং ১৯.৪ মিলিয়নেরও বেশি সক্রিয় রিপজিটরি রয়েছে।

সংস্থা টি টেক্সট এডিটর এটম, হুবোট এবং গিট লার্জ ফাইল স্টোরেজ (এলএফএস) সহ বেশ কয়েকটি ওপেন সোর্স প্রকল্প তৈরি করেছে।

Google

সদর দপ্তরঃ Menlo Park, California.

কর্মীর সংখ্যাঃ ৫৭ হাজারেরও বেশি

বার্ষিক আয়ঃ ৮৯.৫ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ ২০০০ এরও অধিক ওপেন সোর্স প্রজেক্ট নিয়ে কাজ এবং রিলিজ করার মাধ্যমে ওপেন সোর্স প্রজেক্ট গুলোর এক অন্যতম সমর্থক হচ্ছে গুগল। ‎এটি ২০১৬ সালে সর্বাধিক গিটহাব সদস্যদের সাথে সংস্থাগুলির তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে। তালিকায় চতুর্থ স্থান দখলকারী Angular ও গুগলেরই তৈরি।

গুগলের আরও কিছু সুপরিচিত ওপেন-সোর্স প্রজেক্ট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যান্ড্রয়েড, ক্রোমিয়াম, ডার্ট, গো, কুবেরনেটস, টেনসরফ্লো এবং আরও অনেক।

Gradle

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ ৫০ জনেরও কম

বার্ষিক আয়ঃ পাওয়া যায় নি

তালিকায় রাখার কারণঃ গ্রেট হল এক ধরনের টুল যা দ্বারা ওপেনসোর্স ডেভঅপস তৈরি করা হয়। টেকক্রাঞ্চ সেরা ওপেন সোর্স প্রকল্পগুলির মধ্যে ১৭ নম্বরে তালিকাভুক্ত এবং প্রতি মাসে ৪ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে।

এর ব্যবহারকারীর তালিকায় অনেক সংস্থা অন্তর্ভুক্ত যেমন লিঙ্কডইন, অ্যান্ড্রয়েড, নেটফ্লিক্স, অ্যাডোব এবং ইলাস্টিক।

Hashicorp

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ প্রায় ২৫০ জন

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ Hashicrop এমন আরেকটি ডেভঅপস টুল সরবরাহকারী যারা কয়েকটি ওপেন সোর্স প্রজেক্ট তৈরি করেছে যেগুলোর বেশিরভাগই ক্লাউড অবকাঠামো স্বয়ংক্রিয়তার সাথে সম্পর্কিত‎। তাদের প্রজেক্ট গুলোর মধ্যে সর্বাধিক পরিচিত হল ভ্যাগ্রান্ট কনফিগারেশন টুল, যা ওপেন-সোর্স প্রকল্পগুলির মধ্যে ১৫ তম স্থান অর্জন করেছে।

তদের অন্যান্য প্রজেক্ট গুলো হলো Packer, Terraform, Vault, Consul এবং Nomad.

Hortonworks

সদর দপ্তরঃ Santa Clara, California.

বিজ্ঞাপন (কেন?)

কর্মীর সংখ্যাঃ প্রায় ১,১১০ জন

বার্ষিক আয়ঃ ১৮৪.৫ মিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ ক্লাউডেরার মতো Hortonworks-ও হ্যাডুপের একটি ডিস্ট্রিবিউশন যা কিনা ওপেন সোর্স প্রজেক্ট গুলোর মধ্যে ষষ্ঠ স্থান দখল করেছিলো এবং অনেকটা বিগ ডেটার মতই। তারা বলে যে তারা সবকিছুর জন্য 100% ওপেন-সোর্স পদ্ধতিবিশ্বাস করে।

আমরা এই ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি যে বিক্রেতারা কেবল মালিকানাধীন প্রযুক্তির মঢয়মেঈ সফল হয়। আমরা বিশ্বাস করি যে ওপেন-সোর্স সফটওয়্যার উদ্ভাবনকে আরও উদ্দীপিত করতে পারে।

Huawei

সদর দপ্তরঃ Shenzhen, Guangdong, China

কর্মীর সংখ্যাঃ প্রায় ১,৮০,০০০ জন

বার্ষিক আয়ঃ ৭৫.১০৩ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ ওপেন সোর্স এর উন্নয়নের কথা চিন্তা করলে সবার আগে এই সংস্থা টির নাম না আসলেও সংস্থা টি ওপেন সোর্স প্রজেক্ট এ বেশ অবদান রেখেছে। লিনাক্সের উন্নয়নে হুয়াওয়ে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে।

কার্নেল ডেভেলপমেন্ট সম্পর্কিত ২০১৭ লিনাক্স ফাউন্ডেশনের প্রতিবেদনে হুয়াওয়ে অপারেটিং সিস্টেম পরিবর্তনকারী সংস্থাগুলির মধ্যে ২৫ তম এবং কমিউনিটিতে নতুন ডেভেলপারদের সবচেয়ে সক্রিয়ভাবে জড়িত সংস্থাগুলির মধ্যে চতুর্থ স্থানে ছিল।

IBM

সদর দপ্তরঃ Armonk, N.Y.

কর্মীর সংখ্যাঃ প্রায় ৩,৮০,০০০ জন

বার্ষিক আয়ঃ ৭৯.৯১৯ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ লিনাক্স ফাউন্ডেশনের কার্নেল ডেভেলপারদের মধ্যে অষ্টম অবস্থানে ছিলো এই প্রতিষ্ঠান টি। আইডিএম এর খুব ভালো ইতিহাস ছিলো।

তারা সম্প্রতিই একলিপ্স পাবলিক লাইসেন্স এর অধীনে WebSphere Liberty প্রজেক্ট প্রকাশ করেছে। এছাড়াও LoopBack, OpenWhisk, Project Intu এর মতো আরো অনেক ওপেন সোর্স প্রজেক্ট তৈরি বা অংশগ্রহণ করেছে।

আইবিএম বেশ কয়েকটি ওপেন সোর্স ফাউন্ডেশন যেমন Linux Foundation, Eclipse Foundation, Apache Software Foundation, OpenStack Foundation-সহ আরো অনেক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এবং সদস্য।

Intel

সদর দপ্তরঃ Santa Clara, California.

কর্মীর সংখ্যাঃ প্রায় ১,০৬,০০০

বার্ষিক আয়ঃ ৫৯.৩৮ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ ইন্টেল ২০১৬ সালে, লিনাক্স কার্নেলের উন্নয়নে জড়িত সবচেয়ে সক্রিয় প্রতিষ্ঠান বলে জানা গেছে। ইন্টেলের কর্মচারীরা কোডে ১৪,৩৮৪ টি পরিবর্তন করেছে, যা প্রতিবেদনের আওতায় থাকা সময়ের প্রায় ১২.৯ শতাংশ পরিবর্তন বলে জানা গেছে।

এর ডেভেলপাররা আরও কয়েক ডজন ওপেন-সোর্স প্রকল্পে অবদান রেখেছে। এটি লিনাক্স ফাউন্ডেশন, ইক্লিপস ফাউন্ডেশন এবং ওপেনস্ট্যাক ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি ওপেন-সোর্স ফাউন্ডেশনের সদস্য এবং পৃষ্ঠপোষক।

LinkedIn

সদর দপ্তরঃ Mountain View, California.

কর্মীর সংখ্যাঃ ৯,৭৩২ জন

বার্ষিক আয়ঃ ৩ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ ওপেন সোর্স সফওয়্যার তৈরি এবং ব্যবহারে এই সোশ্যাল মিডিয়ার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। লিঙ্কড-ইন ওয়েবসাইট অনুযায়ী তাদের প্রকৌশলীরা ৭৫ টির বেশি ওপেনসোর্স প্রজেক্ট তৈরি করেছে যার মধ্যে কিছু প্রজেক্ট হ্যাডুপ এর সাথে সম্পর্কিত যা কিনা বর্তমানে Apache Software Foundation নিয়ন্ত্রণ করছে।

সংস্থাটির বলছে, ” ওপেনসোর্স প্রজেক্টগুলো আমাদের প্রকৌশলীদের দক্ষতা বাড়িয়ে তুলছে। তাদের নৈপুণ্যে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কাজ সমগ্র কমিউনিটির সাথে ভাগ করে নিচ্ছে।”

Microsoft

সদর দপ্তরঃ Redmond, Washington.

কর্মীর সংখ্যাঃ প্রায় ১,১৪,০০০ জন

বার্ষিক আয়ঃ ৮৫.৩২ বিলিয়ন

তালিকায় রাখার কারণঃ ২ দশক আগেও মাইক্রোসফট ওপেন সোর্স সফওয়্যার এর প্রতিদ্বন্দ্বী ছিলো, কিন্তু বর্তমানে তারা তাদের দিক পরিবর্তন করে নিয়েছে।

গত কয়েক বছর ধরেই অন্যান্য সংস্থাগুলোর তুলনায় মাইক্রোসফট, গিটহাব এর প্রজেক্ট গুলোতে বেশি পরিমাণ কর্মী নিয়োগ করে অবদান রেখে আসছে। বর্তমানে তাদের রেড হ্যাট এর মতো আরো কিছু ওপেন সোর্স সংস্থার সাথে সম্পর্ক রয়েছে।

তাদের কিছু জনপ্রিয় প্রোগ্রামের জন্য ওপেন সোর্স কোড উন্মুক্ত রয়েছে, যার মধ্যে .NET ডেভেলপমেন্ট টুলস, ভিজ্যুয়াল স্টুডিও কোড, পাওয়ারশেল কোর, সিএনটিকে, রেডিস, টাইপস্ক্রিপ্ট উল্লেখ্যযোগ্য। মাইক্রোসফট লিনাক্সকে তাদের ক্লাউড কম্পিউটিং সার্ভিসে সমর্থন করে এবং উন্নয়নের জন্য একটি ক্রস-প্ল্যাটফর্ম পদ্ধতি গ্রহণ করে।

MongoDB

সদর দপ্তরঃ New York

কর্মীর সংখ্যাঃ ৮০০ জনের বেশি

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ ‎এটি সবচেয়ে জনপ্রিয় নোএসকিউএল ডাটাবেসগুলির মধ্যে একটি এবংওপেন-সোর্স প্রকল্পের তালিকায় নবম স্থানে দখল করেছিলো এটি। তাদের সফটওয়্যার প্রায় ২০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে।

মঙ্গোডিবির সুপরিচিত ব্যবহারকারীদের মধ্যে রয়েছে অ্যামাজন, অ্যাডোবি, সিসকো, গিটহাব, কমকাস্ট, ই-হারমনি, টুইটার এবং দ্য নিউ ইয়র্ক টাইমস।

Netflix

সদর দপ্তরঃ Los Gatos, California.

কর্মীর সংখ্যাঃ প্রায় ৩,৫০০ জন

বার্ষিক আয়ঃ ৮.৮৩ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ নেটফ্লিক্স একটি ভিডিও স্ট্রিমিং পরিষেবা যা কিনা ওপেন সোর্স প্রজেক্ট এর সাথে সক্রিয় ভাবে জড়িত।

এর প্রকল্পগুলির মধ্যে রয়েছে লিপস্টিক, জিনি, ইনভিসো, নেব্যুলা, অ্যামিনেটার, স্পিনাকার, ইউরেকা, এজেসথাস, রিবন, আর্কিয়াস, হিস্ট্রিক্স, গভর্নাটার, ফেঞ্জো, ফটো, ক্যারিয়ন, ডিনোমাইট, অ্যাটলাস, ক্যাওস মাঙ্কি এবং আরও অনেক।

Nginx

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ ২৫০ জনেরও কম

বার্ষিক আয়ঃ পাওয়া যায় নি

তালিকায় রাখার কারণঃ এনগিংস একটি ওপেন সোর্স ওয়েব সার্ভার যা কিনা গুরুত্বপূর্ণ ওপেন সোর্স প্রজেক্ট গুলোর মধ্যে ১৮ তম স্থান দখল করে রেখেছে। সাইটটির তথ্য অনুযায়ী এটি বিশ্বের ব্যস্ততম ওয়েবসাইট এবং এপ্লিকেশন গুলোকে পরিবেশন করে।

সংস্থাটি ওপেন সোর্স সফটওয়্যারের একটি সমর্থিত সংস্করণ প্রদান করে এবং ডিজনি, এটিএন্ডটি, টাইম ওয়ার্নার কেবল, ইউএস ব্যাংক, মেজর লিগ বেসবল, ওয়ার্ডপ্রেস এবং ভেরাইজন এর গ্রাহক বলে দাবি করে।

Npm

সদর দপ্তরঃ Oakland, California

কর্মীর সংখ্যাঃ প্রায় ৫০ জন

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ গুরুত্বপূর্ণ ওপেনসোর্স প্রজেক্ট এর তালিকায় এটি ১১ তম অবস্থানে আছে। জাভাস্ক্রিপ্টের জন্য বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার রেজিস্ট্রি এবং প্যাকেজ ম্যানেজার হচ্ছে এনপিএম। node.js এর ব্যবহারকারীদের মধ্যে এটি বেশ পরিচিত।

Oracle

সদর দপ্তরঃ Santa Clara, California.

কর্মীর সংখ্যাঃ ১,৩৬,০০০ জনেরও বেশি

বার্ষিক আয়ঃ ৩৭.০৪ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ সান মাইক্রোসিস্টেমকে অর্জনের মাধ্যমে, ওরাকল বিশ্বের কিছু জনপ্রিয় ওপেন সোর্স প্রযুক্তি উত্তরাধিকারী হয়েছে, যার মধ্যে রয়েছে জাভা, মাইএসকিউএল ডাটাবেস, ওপেন অফিসের অফিস প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্ম এবং হাডসনের ক্রমাগত ইন্টিগ্রেশন টুল।

যাইহোক, এটি ওপেন সোর্স ডেভেলপমেন্ট সমর্থন করে এবং লিনাক্স ফাউন্ডেশন, ইক্লিপস ফাউন্ডেশন এবং ওপেনস্ট্যাক ফাউন্ডেশনের সমর্থক।

Puppet

সদর দপ্তরঃ Portland, Oreon.

কর্মীর সংখ্যাঃ ৫০০ জনেরও বেশি

বার্ষিক আয়ঃ পাওয়া যায় নি

তালিকায় রাখার কারণঃ পাপেট একটি ওপেন সোর্স কনফিগারেশন ম্যানেজমেন্ট সমাধান অনেক ডেভঅপস দের মাঝে বেশ জনপ্রিয়। পাপেট বাণিজ্যিকভাবেও সফটওয়্যার সমর্থন সরবরাহ করে।

উইকিমিডিয়া ফাউন্ডেশন, মোজিলা, রেডিট, টুইটার, স্পটিফাই, PayPal, ইন্টেল, রেড হ্যাট, উবার, নাসা এবং অন্যান্যসহ ৩৬,০০০ টিরও বেশি সংস্থা এই সফ্টওয়্যারটি ব্যবহার করে। ফ্ল্যাগশিপ পাপেট টুল ছাড়াও, সংস্থাটি আরও ৪০টিরও বেশি ওপেন-সোর্স প্রকল্পে জড়িত।

Red Hat

সদর দপ্তরঃ Raleigh, N.C.

কর্মীর সংখ্যাঃ ১০,৭০০ জন

বার্ষিক আয়ঃ ২.৪ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ রেড হ্যাট নিজেদেরকে ওপেন-সোর্সে বিশ্বের নেতা বলে দাবি করে। বড় বড় প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যতম জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন।

তারা লিনাক্সের ডেভেলপারের মধ্যে তৃতীয় শীর্ষে ছিলো এই সংস্থা টি। তারা অ্যাপাচি সফ্টওয়্যার ফাউন্ডেশন এবং ওপেনস্ট্যাক ফাউন্ডেশনের সদস্য এবং পৃষ্ঠপোষক। লিনাক্স ডিস্ট্রিবিউশন ছাড়াও এটি ওপেনশিফট, গ্লুস্টার, ক্লাউডফর্ম সহ আরও বেশ কয়েকটি ওপেন-সোর্স প্রকল্প পরিচালনা করে।

Redis Labs

সদর দপ্তরঃ Mountain View, California.

কর্মীর সংখ্যাঃ ১০০ জনেরও নিচে

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ রেডিস ল্যাবস ডাটাবেজ সফটওয়্যার নিয়ন্ত্রণকারী একটি সংস্থা। এটি প্রভাবশালী ওপেন সোর্স প্রজেক্ট গুলো তালিকায় ১২ তম স্থান অধিকার করে। ডিবি-ইঞ্জিন র‍্যাংকিং অনুযায়ী রেডিসকে অন্যতম জনপ্রিয় কী-ভ্যালু স্টোর হিসেবেও বিবেচনা করা যায়।

২০১৭ সালে স্ট্যাকওভারফ্লো জরিপ এটিকে “সবচেয়ে প্রিয়” ডাটাবেস বলে অভিহিত করেছে।

Snyk

সদর দপ্তরঃ London, England, United Kingdom

কর্মীর সংখ্যাঃ ৩০০ জনেরও বেশি

বার্ষিক আয়ঃ ৬৩ মিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ স্নিকের টুল এবং কৌশলাদী ডেভেলপারদের অন্যান্য সংস্থানের ওপেন সোর্স প্রজেক্ট এ কি কি খুত রয়েছে তা ধরিয়ে দিতে এবং সমাধান করতে সাহায্য করে। সংস্থা টি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি বেশ ভালো বেড়েই চলেছে। এখন পর্যন্ত এটি ৪,০০,০০০ এরও বেশি ডেভেলপারকে ওপেন সোর্স জগতের দুর্বলতা মোকাবেলা করতে সক্ষম করেছে।

Samsung Electronics

সদর দপ্তরঃ Seoul, South Korea

কর্মীর সংখ্যাঃ প্রায় ৩,০৮,০০০ জনেরও বেশি

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ যদিও সংস্থাটি ডিভাইস এবং ইলেকট্রনিক্স প্রস্তুতকারক হিসাবে পরিচিত, স্যামসাং ডেভেলপাররা ওপেন-সোর্স প্রকল্পগুলিতেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। বাণিজ্যিক সংস্থাগুলির ২০১৬ সালের প্রতিবেদনে শুধুমাত্র ইন্টেল এবং রেড হ্যাট লিনাক্স কার্নেলে স্যামসাং এর চেয়ে বেশি অবদান রেখেছে। এছাড়াও সংস্থাটি লিনাক্স ফাউন্ডেশন, অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন এবং ওপেনস্ট্যাক ফাউন্ডেশনের সদস্য বা পৃষ্ঠপোষক।

Sauce Labs

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ প্রায় ১০০ জন

বার্ষিক আয়ঃ পাওয়া যায়নি

তালিকায় রাখার কারণঃ এটি দুটি ওপেন-সোর্স প্রকল্পের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন পরীক্ষা সরবরাহ করে – সেলেনিয়াম এবং অ্যাপিয়াম। এটি সেলেনিয়াম এবং অ্যাপিয়াম সংস্থা দুটির পেছনে বেশ অবদান রেখেছে এবং সহ প্রতিষ্ঠাতাও বটে। তারা ওপেন-সোর্স প্রকল্পগুলির জন্য বিনামূল্যে পরীক্ষাও সরবরাহ করে।

Twitter

সদর দপ্তরঃ San Francisco.

কর্মীর সংখ্যাঃ প্রায় ৩,৯০০ জন

বার্ষিক আয়ঃ ২.৫২ বিলিয়ন ডলার

তালিকায় রাখার কারণঃ টুইটার দাবি করেছে যে তারা ওপেন-সোর্স সফ্টওয়্যারে নির্মিত। তারা ওপেন সোর্স লাইসেন্সের অধীনে তার অনেক সরঞ্জাম প্রকাশ এবং ডেভেলপ করেছে। গিটহাবে তাদের ১৩৯ টিরও বেশি পাবলিক রিপোজিটরি রয়েছে।

সংক্ষেপে

আপনি যদি আপনার কোম্পানিতে ওপেন সোর্স প্রজেক্ট নিয়ে গবেষণা, তৈরি বা কাজ করেন, তাহলে আপনার ওপেন সোর্স ব্যবসাকে সমর্থন করার জন্য বিভিন্ন উপায় রয়েছে, সেইসাথে প্রজেক্ট টি উন্নতি এবং সমর্থিত হচ্ছে কিনা তাও নিশ্চিত করতে পারবেন।

উপরোক্ত তথ্য গুলো কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে সরাসরি তাদের বক্তব্য থেকে নেয়া হয়নি তাই ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টি তে দেখবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের মুল্যবান মতামতটি আমাদের জানাবেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.