Reading Time: < 1 minutes

ম্যালওয়্যার অর্থাৎ এমন কোন সফটওয়্যার যার উদ্দেশ্য হোস্ট সিস্টেমের ক্ষতি করা। কিন্তু নিরাপত্তা গবেষনা কোম্পানী সোফোস এক অদ্ভুত ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে যা হোস্ট সিস্টেমের ক্ষতি ঘটায় না, বরং সিস্টেমটিকে পাইরেসি করা হতে বিরত রাখে।

ম্যালওয়্যার এর নাম প্রসেসহ্যাকার ডট জেপিজি
হোস্ট ওএস টার্গেট উইন্ডোজ
ম্যালওয়্যারের ধরন জেনেরিক ট্রোজান
উদ্দেশ্য পাইরেসী করতে বাঁধা প্রদান (?)
আবিষ্কারক সোফোস ল্যাব

এই ম্যালওয়্যারটি বেশ অদ্ভুদ এবং মজাদার। গবেষকরা বলেন, এটি একটি অন্যতম অদ্ভুদ ম্যালওয়্যার যা সিস্টেমের মোটেও ক্ষতি করে না।

উৎস

সোফোস ল্যাব এই ম্যালওয়্যারটির প্রথম অস্তিত্ব খুজে পায় একটি টরেন্ট হতে। পাইরেটব্যে-তে থাকা একটি জনপ্রিয় একাউন্ট হতে এটির টরেন্ট ছড়ানো হচ্ছিলো। তারপর এটি বিভীন্ন সোর্স হতে সীড হতে থাকে এবং একটি এক্টিভ টরেন্টে পরিনত হয়। মূলত এটি একটি ট্রোজান, যা আসলে জনপ্রিয় সফটওয়্যারের পাইরেটেড কপির নকল করে থাকে।

কর্মপদ্ধতি

প্রথমে ম্যালওয়্যারটি একটি জনপ্রিয় সফটওয়্যার আকারে ব্যবহারকারীর কম্পিউটারে প্রবেশ করে। উক্ত সফটওয়্যারের এক্সিকিউটেবলে ডবল ক্লিক করলেই ম্যালওয়্যারটি চালু হয়ে যায় এবং একটি ভুয়া এরর বার্তা প্রদান করে। ব্যবহারকারী মনে করেন যে একটি মিসিং কম্পোনেন্ট এর কারনে সফটওয়্যারটি রান হচ্ছে না তাই পরবর্তীতে এটি উপেক্ষা করেন এবং ম্যালওয়্যারটি ততক্ষনে সিস্টেমে জায়গা করে নেয়।

ফলাফল

ম্যালওয়্যারটি সিস্টেমে গিয়ে কোন ধরনের ক্ষতি করে না। না এটি নিজেকে ডুপ্লিকেট করে, আর না কোন ফাইল কোনরুপে পরিবর্তন করে। শুধুমাত্র একটি ফাইল এই ম্যালওয়্যার এডিট করে যা হলো উইন্ডোজ হোস্ট ফাইল। হোস্ট ফাইল হচ্ছে একটি ফাইল যার দ্বারা আপনি আপনার সিস্টেমের জন্যে একটি কাস্টম রিসলভার তৈরী করতে পারবেন। অনেক ব্যবহারকারী হোস্ট ফাইলটি বিজ্ঞাপন বন্ধ করার জন্যে ব্যবহার করেন। ম্যালওয়্যারটি প্রায় একই কাজ করে, কিন্তু শুধুমাত্র পাইরেটকারী ওয়েবসাইট ও সেবাগুলির URL ব্লক করে দেয়।

ম্যালওয়্যার সরানোর পদ্ধতি

এটি সরানো অত্যন্ত সোজা। এই ম্যালওয়্যার তার সেকেন্ডারি পে-লোড এক্সিকিউট করার পর মাত্র একবার রান হয় এবং তারপর হোস্ট ফাইল তৈরী করার পর বন্ধ হয়ে যায়। এটির মূল ফাইল ডিলিট করার পর উইন্ডোজ হোস্ট ফাইল পরিষ্কার করলেই এর প্রভাব সম্পূর্ন দূর হয়ে যাবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.