Reading Time: 2 minutes

১৮ জানুয়ারি বুধবার মতিঝিল থেকে নগদ কোনো লেনদেন নয়, আর্থিক সব লেনদেন হবে ব্যাংকের অ্যাপ দিয়ে-এমন লেনদেনের কার্যক্রম শুরু হবার কথা চলছিল। মতিঝিলে সেই স্মার্ট লেনদেনের কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এই সেবা নিতে বা পেতে শুধু একটা ব্যাংকের অ্যাপ থাকলেই চলবে। অ্যাপে বাংলা কিউআর কোডের মাধ্যমে সব ব্যাংকের গ্রাহক পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়া বিকাশ, এমক্যাশ, রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ দিয়েও পণ্যের মূল্য পরিশোধ করা যাবে।

ডিজিটাল সেবার অন্যতম ধাপ ক্যাশলেস সোসাইটি নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে রাজধানীর মতিঝিলকে নগদ লেনদেনমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার থেকে এই সেবা উদ্বোধন হওয়ার পর থেকে রাজধানীর মতিঝিলে মুদির দোকান, ফলের দোকান ও চায়ের স্টলেও কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেওয়া শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ প্রচারণার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে এ উদ্যোগে যুক্ত হয়েছে বিভিন্ন ব্যাংক, এমএফএস ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান। এ উদ্যোগে যুক্ত ব্যাংকগুলো হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দি সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক ও ওয়ান ব্যাংক। এ ছাড়া এমএফএস প্রতিষ্ঠান বিকাশ, এমক্যাশ, রকেট ও কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড, ভিসা ও অ্যামেক্স এ সেবায় যুক্ত হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে মতিঝিল এলাকায় চায়ের দোকান, মুদি দোকান, হোটেল, মুচিসহ ভাসমান বিক্রেতাদের কিউআর কোড সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবা বিল পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের সুফল সম্পর্কে জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আব্দুল রউফ তালুকদার। এই প্রচারণার স্লোগান, ‘সর্বজনীন পরিশোধ সেবায় নিশ্চিত হবে স্মার্ট বাংলাদেশ’।

এর আগে, সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পরবর্তী লক্ষ্য হিসেবে আওয়ামী লীগ ক্যাশলেস সোসাইটি গড়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারলে আগামী টার্মের মধ্যেই ক্যাশলেস সোসাইটি গড়বে বাংলাদেশ। এখনো দেশের পাঁচ-ছয় কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নেই। আগামীতে সবার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং তারা ক্যাশলেস ব্যাংকিং করবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ মেজবাউল হক বলেন, এত দিন একটি ব্যাংকের কিউআর কোডে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহক পেমেন্ট করতে পারত। এখন এক ব্যাংকের কিউআর কোড থাকলে যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লেনদেন করা যাবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.