Reading Time: 1 minute

নাসার সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ সম্প্রতি মহাকাশ থেকে ছবি পাঠানো শুরু করেছে। শুক্রবার নাসা জেডব্লিউএসটি’র তোলা প্রথম ছবিটি প্রকাশ করা হয়েছে। তবে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) মূল আয়নার ১৮টি অংশের সমন্বয় এখনও হয়নি। যার ফলে ১৮ টি ভিন ভিন্ন দিক থেকে একই ছবিতে একই নক্ষত্রের প্রতিবিম্ব ধরা পড়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার বলছে যে আয়নার ভিন্ন ভিন্ন অংশ পুরোপুরি সমন্বিত হলে এক ছবিতে এইচডি ৮৪৪০৬ নক্ষত্রটির ১৮টি আলাদা প্রতিচ্ছবি থাকবে না, সবগুলো একিভূত হয়ে ফুঁটে উঠবে একটি নক্ষত্রের ছবি।

Ursa Major star captured 18 times by the James Webb Space Telescope's with labeled letters and numbers for each primary mirror segments

সুতরাং, মহাকাশ গবেষণা সংস্থাটির হাতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আয়নার সবগুলো অংশের সমন্বয় করা। টেকরেডার জানিয়েছে যে নাসার আয়না সমন্বয়ের কাজ শেষ করতে কয়েক মাস সময় লাগবে। টেকরেডার আয়না সমন্বয়ের পাশাপাশি বাকি তিনটি সেন্সরের কার্যকারিতা যাচাই এখনো বাকি আছে বলে জানিয়েছে। প্রথম ছবিগুলোকে প্রাথমিক অবস্থায় অতিগুরুত্বপূর্ণ মনে না হলেও আয়নার ভিন্ন ভিন্ন অংশ সমন্বয়ের খাতিরেই ছবিগুলো গুরুত্ব পাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষা চালিয়ে সেন্সরগুলোর কার্যক্ষমতা নিশ্চিত করা হবে।

জেডব্লিউএসটির মহাকাশে আলোর কণা চিহ্নিত করার জন্য চারটি আলাদা আলাদা যন্ত্র রয়েছ। আয়নার সমন্বয় এবং সেন্সরগুলো চালু করার কাজ শেষ হলে জেডব্লিউএসটি মহাকাশের আরো পরিষ্কার ছবি দিতে পারবে। এর মধ্যে শুক্রবার প্রকাশিত ছবিটি তুলতে নিয়ার ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। টেকরেডার দুটি উদ্দেশ্যে পরীক্ষামূলক ছবিগুলো তোলা হচ্ছে বলে জানিয়েছে। টেকরেডার দুটি উদ্দেশ্যে পরীক্ষামূলক ছবিগুলো তোলা হচ্ছে বলে জানিয়েছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে ছবি থেকে নাসার বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন পুরো টেলিস্কোপটির মধ্যে দিয়ে এনআইআরক্যামের সেন্সরে পৌঁছাচ্ছে আলোর কণা।

দ্বিতীয় উদ্দেশ্য পরীক্ষামূলক ছবিগুলোকে ব্যবহার করে বিজ্ঞানীরা আয়নার ১৮টি অংশ সমন্বয়ের মান নির্ধারণ করতে পারছেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.