sony-bungie-thepenguinsclub
Reading Time: < 1 minutes

জাপানের শীর্ষ প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান সনি বিগত সময়ে গেম নির্মাতা ‘বাঞ্জি’ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। তাই অনেকের ধারণা এবার সনি হয়তো মাইক্রোসফট এর দিকেই এগোচ্ছে। সনি ইন্টার‌্যাকটিভ এন্টারটেইনমেন্ট তিনশ’ ৬০ কোটি ডলারে ‘বাঞ্জি ইনকের্পারেটেড’ কিনতে যাচ্ছে। বাঞ্জি জনপ্রিয় গেম ‘ডেস্টিনি’র নির্মাতা। জনপ্রিয় ‘হেলো’ ফ্র্যাঞ্চাইজের শুরুটাও বাঞ্জির মাধ্যমেই হয়েছিল। জানুয়ারি মাসে সনি প্রায় সাত হাজার কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার ঘোষণা দিয়ে সেই দৃশ্যপট একদম পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছিল।

এই প্রসঙ্গে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাম্পিয়ার অ্যানালাইসিস কর্মী পিয়ার্স হার্ডিং-রোলস বলছেন যে যদিও এটি সনি’র সবচেয়ে বড় ক্রয়গুলোর একটি, মাইক্রোসফট যে পরিমাণ অর্থ খরচ করছে, সেটা থেকে বোঝা যায় যে এই খাতে তাদের প্রতিযোগিতা কতো বেশি। সনি ও মাইক্রোসফট গেমিং কনসোল বাজারের শীর্ষ অবস্থান দুটি অনেক দিন ধরেই দখলে রেখেছে। কিন্তু বরাবরই মাইক্রোসফট এর এক্সবক্স সনি’র প্লেস্টেশন থেকে পিছিয়ে থেকেছে। বাঞ্জি এখন ‘ডেস্টিনি ২’ গেমটি নিয়ে কাজ করতে নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে বলে রয়টার্স জানিয়েছে।

অ্যাক্টিভিশন ব্লিজার্ড গেমটির সাবেক প্রকাশক। মজার বিষয় হচ্ছে বাঞ্জি এক সময়ে মাইক্রোসফটের অধীনেই ছিল। ২০০৭ সালে এটি আলাদা হয়ে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছিল। প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের অধীনে থাকা অবস্থায় হেলো ভিডিও গেম সিরিজটি নিয়ে কাজ করেছিল। সনি কর্পোরেশনের প্লেস্টেশন বিভাগ প্রধান জিম রায়ান

বাঞ্জি চুক্তিটি প্লেস্টেশনের পরিধি বাড়িয়ে আরো বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কৌশলের গুরুত্বপূর্ণ ধাপ বলে মন্তব্য করেছেন। বাঞ্জি সনি ইন্টার‌্যাকটিভ এন্টারটেইনমেন্ট-এর অধীনে স্বাধীন ইউনিট হিসেবে কাজ করবে।

পিট পার্সনস প্রধান নির্বাহীর পদে থাকবেন। ভিডিও গেমের মহামারী চলাকালীন সময়টিতে কদর বেড়েছে।  রয়টার্সের প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক অধিগ্রহণ চুক্তির ফলে পিসি, কনসোল আর মোবাইল গেমিং বাজারের দূরত্ব ক্রমশ ছোট হয়ে আসছে বলে উঠে এসেছে। সনি এমন পরিস্থিতিতে থেমে নেই। ভিডিও গেম নির্মাতা ভালকিরি এন্টারটেইনএমন্ট এবং রিটার্নাল নির্মাতা হাউজমার্ক প্রতিষ্ঠানটি আগেই কিনে নিয়েছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.