Reading Time: < 1 minutes

নিজেদের সার্ভার ব্যবসা বিক্রি করে দেয়ার কথা ছড়িয়ে দিচ্ছে হুয়াওয়ে। চীনা প্রযুক্তির জায়ান্টটি মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইন্টেলের কাছ থেকে এমন সিদ্ধান্ত নেয়ার কথা বলে। বিষয় সম্পর্কে নিশ্চিত কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে যে হুয়াওয়ে সরকার-সমর্থিত এক ক্রেতাসহ বেশ কয়েকটি কোম্পানির একটি কনসোর্টিয়ামের কাছে নিজেদের এক্স৮৬ সার্ভার ব্যবসা বিক্রির আলোচনা চালাচ্ছে। কী পরিমাণ অর্থে হুয়াওয়ে তাদের সার্ভার ব্যবসা বিক্রি করতে চাচ্ছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। তবে তা কয়েকশ কোটি ইউয়ান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান অধিগ্রহন আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।

কোম্পানিটি হচ্ছে রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হেনান ইনফরমেশন ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট। এ প্রতিষ্ঠানটি শুরু থেকেই হুয়াওয়ে সার্ভার ব্যবসায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ছিল। তবে বর্তমানে এটা স্পষ্ট নয় যে রাষ্ট্রনিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানটি ভোক্তা ইলেকট্রনিকস নির্মাতা হুয়াকিন টেকনোলজি বা অন্য কোনো প্রতিষ্ঠান আলাদাভাবে অধিগ্রহণের চেষ্টা করছে নাকি একটি কনসোর্টিয়াম গঠন করে ক্রয়ের চেষ্টা চালাচ্ছে। গত বছর হুয়াওয়ে তাদের সাবসিডিয়ারি স্মার্টফোন ব্র্যান্ড অনর বিক্রি করে দেয়। তখন তা কিনে নিয়েছিল শেনঝেন সরকারের নেতৃত্বে গঠিত একটি কনসোর্টিয়াম। হুয়াওয়ে স্মার্টফোন বাজারে একটি প্রধান শক্তি হয়ে দাঁড়াচ্ছিল। এমনকি শেনঝেনভিত্তিক প্রযুক্তির জায়ান্টটি বেশ কয়েকটি বাজারে স্যামসাং এবং অ্যাপলের সাথে প্রতিযোগিতা করছিল।

কিন্তু ২০১৮ সালে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিপর্যয়ের মুখে পড়ে। মার্কিন নিষেধাজ্ঞায় চিপ সংগ্রহ থেকে বিভিন্ন উপকরণ ও যন্ত্রাংশ সংগ্রহ তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এতে বেশ কয়েকটি পণ্য তৈরি বন্ধ করাসহ হুয়াওয়ে অনেক দেশে স্মার্টফোন বিক্রি ও ৫জি নেটওয়ার্ক বিক্রি বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ নেটওয়ার্কে হুয়াওয়ের চিপ ব্যবহার মার্কিন নিরাপত্তার জন্য হুমকি দাবি করে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছিল। এতে কোয়ালকম ও ইন্টেলের মতো কোম্পানিগুলি হুয়াওয়ের কাছে বিভিন্ন উপকরণ সরবরাহ বন্ধ করে দেয়। এতে হুয়াওয়ের ৫জি স্মার্টফোন ব্যবসা ধ্বংসের মুখে পড়ে। অথচ চীনা প্রযুক্তির জায়ান্টটি এ খাতে বড় অংকের বিনিয়োগ নিয়ে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে গিয়েছিল।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.