Reading Time: 2 minutes

সম্প্রতি সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট জনপ্রিয় ভিডিও গেইম কল অফ ডিউটি এর নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’ কেনার পরিকল্পনা করেছে। মাইক্রোসফট প্রায় ছয় হাজার ৮৭০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার পরিকল্পনা করেছে। এটি উইন্ডোজ নির্মাতার ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ হতে যাচ্ছে। বিবিসি জানিয়েছে যে অধিগ্রহণের আনুষ্ঠানিকতা ২০২৩ সাল নাগাদ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। মালিকানা হাতবদলের ‘কল অফ ডিউটি’, ‘ওয়ারক্র্যাফট’ এবং ‘ওভারওয়াচ’-এর মতো জনপ্রিয় গেমগুলো এবার মাইক্রোসফটের অধীনে চলে যাবে।

মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা বলছেন যে গেমিংয়ের নতুন যুগ শুরু করতে বিশ্বমানের কনটেন্ট, কমিউনিটি এবং ক্লাউডে তারা ব্যাপকভাবে বিনিয়োগ করছে যা গেমার এবং নির্মাতাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং গেমিং সবার অংশগ্রহণের উপযোগী করে তুলবে। এটি মাইক্রোসফট ও পুরো গেমিং শিল্প উভয়ের জন্যই ইতিহাসের সবচেয়ে বড় অধিগ্রহণ চুক্তি হতে যাচ্ছে। এছাড়াও মাইক্রোসফট বছরখানেক আগেই বাজারের আরেক প্রভাবশালী গেম নির্মাতা বেথেসডা কিনে নিয়েছে, সেবার সাড়ে সাতশ কোটি ডলারে মালিকানা হাতবদলের চুক্তি হয়েছিল।

মাইক্রোসফটের দাবি, এই অধিগ্রহণ চুক্তি মোবাইল, পিসি এবং কনসোল প্ল্যাটফর্মে নিজস্ব গেইমিং ব্যবসার বিস্তারে সহযোগিতা করবে এবং মেটাভার্স নির্মাণের প্রাথমিক প্রয়োজনগুলো মেটাবে। বিবিসি জানায় যে এই অধিগ্রহণ চুক্তির খবর গেমিং শিল্পের জন্য অপ্রত্যাশিত ছিল। কনসোল বাজারের শেষ খবর বলছে যে মাইক্রোসফটের এক্সবক্স কনসোলের তুলনায় বেশি বিক্রি হয়েছে সনি প্লেস্টেশন ৫-এর। সংশ্লিষ্টদের মতে, এক্সবক্সের টাইটেলগুলো সাম্প্রতিক বছরগুলোতে প্লেস্টেশন প্ল্যাটফর্মের গেমগুলোর মতো ব্যাপক জনপ্রিয়তা ছড়াতে পারেনি।

এতোদিন অ্যাক্টিভিশন ব্লিজার্ডের গেমগুলো এক্সবক্স এবং প্লেস্টেশন উভয় প্ল্যাটফর্মেই খেলা যেত। অধিগ্রহণ চুক্তির ফলে প্রতিষ্ঠানটির গেইমগুলো কেবল এক্সবক্স এক্সক্লুসিভে পরিণত হবে কি না, সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে, আসন্ন স্টারফিল্ড গেমটি যে মাইক্রোসফট এক্সক্লুসিভ হবে, সেই বিষয়টি নিশ্চিত। চুক্তির আনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের কাছেই জবাবদিহি করবে। তবে ওয়ালস্ট্রিট জার্নালের প্রদিবেদন বলছে যে চুক্তি সম্পন্ন হলে বিতর্কিত প্রধান নির্বাহী ববি কটিক অ্যাক্টিভিশনের শীর্ষ পদ ছাড়বেন।

বিশ্বব্যাপী অ্যাক্টিভিশন ব্লিজার্ডের প্রায় ১০ হাজার কর্মী রয়েছে। অ্যাক্টিভিশন ব্লিজার্ডের ১৯০টি দেশে ৪০ কোটি নিয়মিত গেমার আছে, এর কয়েকটি ফ্র্যাঞ্চাইজের বাজারমূল্য শত কোটি ডলারের ঘরে। তবে, সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি কর্মস্থলে যৌন হয়রানির অভিযোগে বিতর্কিত হয়েছে। পরবর্তীতে ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.