Reading Time: < 1 minutes

সম্প্রতি গুগল উইন্ডোজে অ্যান্ড্রয়েড গেইম খেলার সুযোগ করে দিতে সীমিত পরিসরে গুগল প্লে গেইমস অ্যাপের বেটা সংস্করণ উন্মুক্ত করেছে। আগ্রহী গেমারদের বেটা সংস্করণে প্রবেশাধিকার পেতে সাইন-আপ করতে হবে। এতে ব্যবহারকারীরা উইন্ডোজে ‘মোবাইল লিজেন্ডস’, সামোনার্স ওয়ার’, ‘স্টেট অফ সার্ভাইভাল’ এবং ‘থ্রি কিংডম ট্যাকটিক্স’-এর মতো মোবাইল গেম খেলার সুযোগ পাবেন। ফোন, ট্যাবলেট, ক্রোমবুক আর উইন্ডোজের মধ্যে গেমিং সেশনগুলো প্রতিবন্ধকতা মুক্ত হবে বলে গুগল প্রতিশ্রুতি দিচ্ছে। এ ছাড়াও অ্যান্ড্রয়েড গেইম খেলে গেমাররা অ্যাপে ‘প্লে পয়েন্ট’ অর্জন করতে পারবেন।

প্রাথমিক অবস্থায় গুগল হংকং, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান– এই তিনটি দেশের গেমারদের জন্য অ্যাপটির বেটা সংস্করণ উন্মুক্ত করেছে। গুগল প্লে গেমস এর পণ্য ব্যবস্থাপক আর্জুন দায়াল জানান যে গেমাররা সহজেই পিসিতে নিজের পছন্দের মোবাইল গেইম ব্রাউজ ও ডাউনলোড করে খেলতে পারবেন। এছাড়াও তারা বড় স্ক্রিন আর মাউস ও কিবোর্ড ইনপুটের পুরো সুযোগ নিতে পারবেন। তিনি আরো বলেন যে ডিভাইস পাল্টালেও গেইমের অগ্রগতি হারিয়ে যাবে না। গুগল প্লে গেইমস প্রোফাইলের” মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে হবে, ফলে প্রোফাইল চালু থাকলে ডিভাইস পাল্টে গেইম খেললেও গেমারদের রিসাম করা গেম হারিয়ে যাবে না।

প্রযুক্তিভিত্তিক সাইট ভার্জ বলছে যে উইন্ডোজ প্ল্যাটফর্মে নেটিভ অ্যাপ হিসেবে গুগল প্লে গেমস কাজ করবে, তবে এতে স্ট্রিমিং সুবিধা থাকবে না। এই প্রকল্প নিয়ে গুগল নতুন ডেভেলপার সাইটও চালু করতে যাচ্ছে। যদিও অ্যান্ড্রয়েড গেম খেলে গেমাররা অ্যাপে প্লে পয়েন্ট অর্জন ক্রতে পারবেন তবে এই কাজে গুগল ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করছে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.