French Senators attend a session to elect the chamber's president following senatorial elections, on October 1, 2020, at the French Senate in Paris. - The right-wing opposition on September 28 claimed victory in elections for France's upper house, underlining the political struggles of the centrist ruling party. French Senate members are not directly elected by voters, but instead by tens of thousands of local councillors who are themselves elected by the people. The poll is held every three years for half the chamber's seats. (Photo by THOMAS COEX / AFP) (Photo by THOMAS COEX/AFP via Getty Images)
Reading Time: < 1 minutes

সম্প্রতি মার্কিন কংগ্রেসের জিজ্ঞাসাবাদে শীর্ষ আট ক্রিপ্ট নির্বাহী ডাক পেয়েছেন বলে জানা গেছে। ডাক পাওয়া নির্বাহিদের মধ্যে সার্কেলের জেরেমি অ্যালায়ার, কয়েনবেইসের অ্যালিসিয়া হাস এবং বিটফিউরির ব্রায়ান ব্রুকস তালিকায় রয়েছেন। অন্যান্য প্রধান নির্বাহীর মধ্যে রয়েছেন প্যাক্সোসের চাড ক্যাসকারিলা, এফটিএক্স ট্রেডিংয়ের স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড এবং স্টেলার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ড্যানিয়েল ডিক্সন। বিবিসি জানায় যে এই প্রথম বিতর্কিত আর্থিক খাতের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোকে মার্কিন কংগ্রেসের জিজ্ঞাসাবাদের জন্য ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে বিটফিউরির ব্রায়ান ব্রুকস ট্রাম্প প্রশাসনে ব্যাংকিং সেক্টরের শীর্ষ নিয়ন্ত্রক হিসাবে কাজ করেছেন। 

সে সময় ক্রিপ্টো মুদ্রাকেন্দ্রীক নীতি নির্ধারণে ব্রায়ান এর ভূমিকা ছিলো।ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো মূদ্রা একটি পিয়ার টু পিয়ার ডিজিটাল মূদ্রা, যার কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই। কোন কেন্দ্রিয় পক্ষ চাইলেই এটিকে বন্ধ করে দিতে  পারবেনা। আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে গ্রাহক ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে আসছে। এটি শুধুমাত্র ডিজিটাল ওয়ালেটে সংরক্ষণ করে রাখা যায়। অনলাইনভিত্তিক ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত এই মুদ্রা গ্রাহকদের  বিনিয়োগ মাধ্যম এবং লেনদেন নিরাপত্তা হিসেবে কাজ করে।

এল সালভাদর সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনকে দেশটির অনুমোদিত মুদ্রা বলে ঘোষণা করেছে। একটি আগ্নেয়গিরির পাদদেশে একটি বিটকয়েন শহর নির্মাণেরও পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট। এর তহবিলও ক্রিপ্টো মূদ্রা থেকে আসবে। মায়ামির মেয়র এবং নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র নিজ নিজ শহরকে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার কেন্দ্রে পরিণত করার কথা বলেছেন। গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ নাগরিক, শহর কর্তৃপক্ষ এবং রাজ্য ক্রিপ্টো মুদ্রাকে তাদের কর্মকাণ্ডের মূল উৎস হিসেবে গ্রহন করার পরিকল্পনা করেছে।

মার্কিন রাজনীতিবিদরা এক সুরে ক্রিপ্টো মুদ্রার আরও জোরালোভাবে যাচাইয়ের কথা বলছেন। যদিও ডেমোক্রেটিক পার্টির এলিজাবেথ ওয়ারেন এই খাতের কঠোর নিয়ন্ত্রণের ব্যাপারে পরাপর্শ দিয়েছেন আর অন্যদিকে রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্রিপ্টো মুদ্রাকে “বুজরুকি” বলেছেন। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী  মার্কিন আইনপ্রণেতারা মার্কিন হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির সামনে শুনানির সময় আর্থিক উদ্ভাবনের চ্যালেঞ্জ এবং সুবিধার” উপর মনোযোগ দেওয়ার কথা বলেছেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.