Reading Time: < 1 minutes

এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসাবে নির্বাচিত হওয়ার পর প্রথম তিন মাসের নিজের বেতন বিটকয়েন হিসেবে চান বলে টুইট করেছেন। ডেমোক্রেটিক দলের এই প্রতিনিধি নিউ ইয়র্ক সিটিকে ক্রিপ্টোকারেন্সি শিল্পের কেন্দ্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারির দিকে এরিক অ্যাডামস নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। ৪ই নভেম্বর তিনি টুইট করে বলেন যে নিউ ইয়র্কে তারা সব কিছুই বড় করে করেন, তাই মেয়র হওয়ার পর প্রথম তিন মাস তার বেতন বিটকয়েনের মাধ্যমে নেবেন। ক্রিপ্টোকারেন্সিসহ অন্যান্য উদ্ভাবনী শিল্পের কেন্দ্রে নিউ ইয়র্ক থাকবে বলে জানান তিনি। প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ বলছে সে অ্যাডামসের বিটকয়েনের মাধ্যমে বেতন নেওয়ার ঘোষণাটা বাস্তবে কার্যকর হবার সম্ভাবনা কম।

বিটকয়েনের বাজার মূল্য অস্থিতিশীল। এই পরিস্থিতিতে প্রথম প্রশ্ন হয়ে দাঁড়াবে অস্থিতিশীল মূল্যের বাজারে মার্কিন ডলারের সঙ্গে সমতূল্য বিটকয়েন নির্ধারণ। অ্যাডামসের টুইটের পেছনে প্রযুক্তি আগ্রহের চেয়ে মায়ামির মেয়রের প্রতি প্রতিযোগিতামূলক মনোভাবই বড় ভূমিকা রাখছে বলে ভার্জ মন্তব্য করেছে। সম্প্রতি এক মাসের বেতন বিটকয়েনের মাধ্যমে নেওয়ার ঘোষণা দিয়েছেন মায়ামির মেয়র। সিএনবিসি বলছে যে দুই মেয়রই তাদের শহরকে বিকেন্দ্রীক মূদ্রা বানিজ্যের কেন্দ্রে নিয়ে আসতে চাইছেন। নিউ ইয়র্কে ক্রিপ্টোকারেন্সি খাতে বিনিয়গের গতি কমে আসার কারন খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন অ্যাডাম। অন্যদিকে মায়ামির মেয়র সুয়ারেজ মায়ামিকয়েন নামের একটি প্রকল্পে জোর সমর্থন দিচ্ছেন। মায়ামি শহরে সরকারি কর্মীদের বেতন ও কর পরিশোধের কাজে বিটকয়েন প্রচলনের আশাও করা হচ্ছে।

আরো একটি বিষয় হচ্ছে এ বছরেই ব্লকচেইন ডটকম মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সদরদপ্তর নিউ ইয়র্ক থেকে সরিয়ে মায়ামিতে স্থানান্তরিত করেছে। মায়ামিতে আয়োজিত এক সম্মেলনেই এল সালভাদরের প্রেসিডেন্ট বিটকয়েনকে দেশটির বৈধ মুদ্রা হিসেবে প্রচলনের ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের দুই মেয়র আদৌ তাদের বেতন বিটকয়েনে নিতে পারবেন কি না সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভার্জ মন্তব্য করেন যে বর্তমান প্রযুক্তিখাত নিয়ে দুই শহরের মেয়রের এমন প্রতিদ্বন্দ্বীতামূলক আচরণ, বর্তমান রাজনীতিবিদরা যে মুদ্রা ব্যবস্থার ভবিষ্যত নিয়ে ভাবছেন সেটাই ইঙ্গিত করে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.