Reading Time: < 1 minutes

২০ অক্টোবর বৃহস্পতিবার দ্যা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই জানিয়েছে, অনলাইন সার্চ ও অ্যাপ স্টোর বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের সুযোগ নিয়ে মোবাইল ব্রাউজার ও অনলাইন ভিডিও হোস্টিং খাতে ক্রোম এবং ইউটিউবের মতো বিভিন্ন অ্যাপের অবস্থান সুরক্ষা করেছে গুগল। প্রতিযোগিতাবিরোধী এ আচরণের অভিযোগে গুগলকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট রেওয়াজ বদলানোর নির্দেশের পাশাপাশি ১৬ কোটি সাড়ে ১৯ লাখ ডলার জরিমানা করেছে ভারতের নিয়ন্ত্রকরা।

যা ভারতে এক হাজার তিনশ ৩৮ কোটি ভারতীয় রুপি। রয়টার্সে প্রতিবেদন অনুযায়ী, গুগলকে বিভিন্ন স্মার্টফোন নির্মাতার সঙ্গে আয় ভাগাভাগির চুক্তি করতেও নিষেধ করেছে সিসিআই। সিসিআই এক বিবৃতিতে বলে, বাজারে মেধার ভিত্তিতে প্রতিযোগিতার সুযোগ দেওয়া উচিত। এর দায়িত্ব বর্তায় প্রভাবশালী খেলোয়াড়দের ওপর অর্থাৎ বর্তমান ক্ষেত্রে, গুগল। এতে মেধাভিত্তিক প্রতিযোগিতায় তাদের আচরণ কোনো প্রভাব ফেলবে না। কারণ, প্রতিযোগীদের পুরোপুরি বাদ দিয়ে নিজস্ব সার্চ সেবায় বিশেষ সুরক্ষা দিতে গুগলকে সহায়তা করেছে এমন অনুশীলন।

তবে এই রায় প্রসঙ্গে গুগল কোন মন্তব্য জানাতে রাজি হয়নি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রযুক্তি খাতের আইন তুলনামূলক কঠোর করায় বেশ কিছু অ্যান্টিট্রাস্ট মামলার মুখে পড়েছে মার্কিন এই কোম্পানি। স্মার্ট টিভির বাজারে গুগলের ব্যবসায়িক কার্যক্রম ও অ্যাপের ভেতর অর্থ লেনদেনের ব্যবস্থা নিয়েও আলাদা তদন্ত চালাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। ২০১৯ সালে ভারতীয় দুই তরুণ অ্যান্টিট্রাস্ট গবেষক ও আইন বিভাগের এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে অ্যান্ড্রয়েডবিষয়ক এই তদন্ত শুরু হয়।

এ ছাড়া, প্রথমবার ফোনে সেটআপ করার সময় গুগলকে ব্যবহারকারীর পছন্দের সার্চ ইঞ্জিন বাছাইয়ের সুযোগ দিতে বলেছে সিসিআই। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য বলছে, ভারতে ব্যবহৃত ৬০ কোটি স্মার্টফোনের ৯৭ শতাংশই চলে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। রয়টার্স বলছে, ভারতের এই মামলার মিল রয়েছে গুগলের বিরুদ্ধে ইউরোপে করা এক মামলার সঙ্গে, যেখানে অ্যান্ড্রয়েড ডিভাইসে উৎপাদকদের বিভিন্ন নিজস্ব অ্যাপ আগেই ইনস্টল করতে বাধ্য করার অভিযোগে কোম্পানিটিকে পাঁচশ কোটি ডলার জরিমানা করেছিল নিয়ন্ত্রকরা।

বৃহস্পতিবার, গুগলকে ম্যাপস ও জিমেইলের মতো ‘প্রি-ইনস্টল’ করা অ্যাপ আনইনস্টল করার সুযোগ রাখতে নির্দেশ দিয়েছে ভারত।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.