Reading Time: 5 minutes

Zorin OS একটি উবুন্টু-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রো। এর মূল লক্ষ্য হচ্ছে উইন্ডোজ এবং ম্যাক ওএস ব্যবহারকারীদের একটি লিনাক্স বিকল্প সরবরাহ করা। Zorin OS শক্তিশালী, দ্রুত এবং নিরাপদ একটি ওএস। বেশিরভাগ ব্যবহারকারী জরিনা OS কে এর নিরাপত্তার জন্য ব্যাবহার করে থাকে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে কেনো Zorin OS ব্যাবহার করবেন। কি সুবিধা আছে এতে? আজ আমরা আপনার এসব প্রশ্ন গুলোর উত্তর দেয়ার চেস্টা করবো। এবং Zorin OS এর একটি পর্যালোচনা তুলে ধরবো।

Zorin OS কেনো Windows কিংবা Mac OS এর বিকল্প?

সর্বপ্রথম Zorin OS এর লেআউট টির কথা চিন্তা করলে দেখা যায় যে, এটি উইন্ডোজ বা Mac OS এর লেআউট এর সাথে সাদৃশ্যপূর্ণ। আপনি চাইলে লে-আউট পছন্দ করে নিতে পারবেন। আপনি যদি Mac OS ব্যবহার করে থাকেন তবে দেখবেন যে এর একটি ডেস্কটপ লেআউট অনেকটা Mac OS কে অনুসরন করে। আবার যারা উইন্ডোজ ব্যাবহার করেছেন তারাও এর উইন্ডোজ লেআউট টি দেখে পরিচিত মনে করবেন। এতে Windows-modern এবং Windows-classic এই ২ ধরনের লেআউট রয়েছে। এদের মধ্যে পার্থক্য হচ্ছে এদের ইন্টারফেস। Classic লেআউট টি windows xp-র upor ভিত্তি করে তৈরি। এবং Modern লেআউট টি Windows 10/8 কে ভিত্তি করে তৈরি। যারা উইন্ডোজ থেকে Zorin OS এ পরিবর্তন করবেন তাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। কেননা Zorin OS এর ডিফল্ট লেআউট উইন্ডোজ এর মতই। অর্থাৎ আপনাকে লেআউট পরিবর্তন করার ঝামেলা পোহাতে হবে না।

লেআউটের পাশাপাশি আপনি Windows বা MacOS এর অন্যান্য সুবিধা তো পাচ্ছেনই এখানে। সুতরাং বলা চলে এটি Mac OS ও উইন্ডোজের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে একটি চমৎকার বিকল্প হিসেবে ফুটিয়ে তুলছে নিজেকে।

NVIDIA ড্রাইভার ইনস্টল সুবিধা

বেশিরভাগ ব্যবহারকারী জন্য অপারেটিং সিস্টেম এ ড্রাইভার ইনস্টল করা একটি বোঝার সমান। এ বিষয়টি যত টা কম সময়ে এবং কম কষ্টে করা যায় ততটাই শ্রেয়। Zorin OS আপনাকে NVIDIA ড্রাইভার ইনস্টল করার সহজ উপায় বের করে দিচ্ছে। Zorin অস এর সর্বশেষ আপডেট অর্থাৎ Zorin OS 15 ইনস্টল করার সময় আপনি আপনার প্রয়োজনীয় NVIDIA ড্রাইভার গুলো ইনস্টল করে নিতে পারবেন। আপনি যদি সেখানে ড্রাইভার গুলো ইনস্টল করতে ব্যর্থ হন চিন্তা করবেন না। আপনি সফটওয়্যার এবং আপডেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে টা ইনস্টল করে নিতে পারবেন।

সফটওয়্যার সেন্টার

Zorin OS এর সফটওয়্যার সেন্টার টি বেশ ভালো। এখানে ওপেন সোর্স এবং প্রোপ্রায়েটারি সফটওয়্যার থাকায় আপনি আরো বিশেষ সুবিধা পাচ্ছেন। সফটওয়্যার গুলো ক্যাটাগরি তে সাজানো আছে। এছাড়াও সার্চ ইঞ্জিন তো আছেই। চাইলেই আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো খুজে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

Windows অ্যাপ্লিকেশন গুলো Zorin এ ব্যবহার

অনেকের মনে প্রশ্ন থাকতে পারে PlayOnLinux কি এবং কিভাবে কাজ করে? এটি মূলত একটি সামঞ্জস্য লেয়ার যা আপনাকে লিনাক্স অপারেটিং সিস্টেমে .exe বা .msi ফরমেট এর ফাইল গুলো ইনস্টল করতে সাহায্য করে।

বেশিরভাগ লিনাক্স ব্যবহারকারী গণ অবশ্যই PlayOnLinux এর সাথে পরিচিত। এটি এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি লিনাক্স ডিস্ট্রো তে উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। Zorin OS এর ক্ষেত্রেও তাই। এর সফটওয়্যার সেন্টারে PlayOnLinux রয়েছে যা আপনাকে Zorin OS এ উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করার সুযোগ করে দেয়। আপনার যদি সন্দেহ থেকে থাকে যে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার টি উপযুক্ত কিনা চিন্তার কারণ নেই, PlayOnLinux আপনাকে কভার করবে।

Zorin OS এ গেমিং।

যারা গেম নিয়ে বেশ ঘাটাঘাটি করেন তাদের Zorin OS বেশ পছন্দ হবে। এই ডিস্ট্রো টি গেমারদের কাছে অন্যান্য গেমিং ডিস্ট্রোর মতোই পরিচিত। Zorin OS এ বেশ কয়েকটি গেম আগে থেকেই ইনস্টল করা আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি। গেমগুলো আপনার গেম সেক্টরে সুবিন্যস্ত ভাবে সাজানো আছে। আপনি চাইলেই আপনার পছন্দমতো গেম খেলতে পারবেন। নিম্নে পূর্বেই ইনস্টল করা কিছু গেমের নাম উল্লেখ করা হলো:

  • Blinken
  • Childsplay
  • eduActiv8
  • GCompris
  • Minetest
  • Mahjongg
  • Laby
  • Kanagram
  • KAtomic
  • Mines
  • Pentobi
  • Sudoku
  • Quadrapassel
  • Potato Guy
  • AisleRiot Solitaire

বিজ্ঞাপন (কেন?)

এছাড়াও সফটওয়্যার সেন্টার থেকে স্টিম অ্যাপ টি ডাউনলোড করে নিলে আপনি লিনাক্স এর জন্য উপলব্ধ গেম গুলো ডাউনলোড করে খেলতে পারবেন। গেমাররা অবশ্যই সেসব OS ইনস্টল করতে চাইবে না যাতে স্টিম এর সাপোর্ট নেই। এদিক থেকে Zorin OS অনেক লিনাক্স ডিস্ট্রো থেকে এগিয়ে।

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কিভাবে সংযুক্ত করবেন?

Zorin OS এর নিজস্ব অ্যান্ড্রয়েড ইন্টিগ্রেটর Zorin Connect) রয়েছে। এর ব্যবহার প্রক্রিয়া খুবই সহজ। আপনাকে এটি ডাউনলোড কিংবা ইনস্টল করতে হবে না। এটি আগে থেকেই Zorin OS এ ইনস্টল করা রয়েছে।

এই অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের টেক্সট ম্যাসেজ, রিপ্লাই, ফোনের গ্যালারি ব্রাউজ করা সহ Zorin OS এবং আপনার অ্যান্ড্রয়েড এর মধ্যে ফাইল আদান প্রদান ও করতে পারবেন। তাছাড়া এটি ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে আপনার ডেস্কটপ দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

গ্রাফিক্স

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তবে অবশ্যই আপনি এমন একটি OS চাইবেন যেখানে গ্রাফিক্স এর সফটওয়্যার সাপোর্ট বেশি। Zorin OS এ বেশ কিছু গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার আগে থেকেই ইনস্টল করা থাকে। এমন কয়েকটি সফটওয়্যার যেগুলো আপনাকে গ্রাফিক্স ডিজাইনের সফরে সাহায্য করবে:

  • Blender
  • Darktable
  • Dia
  • GNU Image Manipulation
  • Inkscape
  • Krita
  • Scribus
  • LibreCAD
  • LibreOffice Draw
  • Shotwell

Zorin OS এ অফিস

LibreOffice এর সাথে আমরা সকলেই খুব বেশি পরিচিত। এটি লিনাক্স অপারটিং সিস্টেমের অফিস সটওয়্যার। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাইক্রোসফট অফিস এর একটি চমৎকার বিকল্প। লিনাক্স এর অন্যান্য ডিস্ট্রোর মতো Zorin OS এও মূল অফিস সফটওয়্যার হচ্ছে LibreOffice। এটি আগে থেকেই ইনস্টল করা থাকে যা আপনাকে নতুন ডকুমেন্ট লিখা বা এডিট এর কাজে সাহায্য করবে। LibreOffice এ উল্লেখিত সফটওয়্যার গুলো হলঃ

  • LibreOffice Writer
  • LibreOffice Impress
  • LibreOffice Calc
  • LibreOffice Base
  • Document Viewer
  • Dictionary
  • E-book Editor

প্রোগ্রামিং

Zorin OS অন্যান্য দিকের পাশাপাশি প্রোগ্রামার দের দিকেও লক্ষ্য রেখেছে। আপনি যদি Zorin OS ইনস্টলেশন সম্পূর্ণ করেন, আপনি নিম্নলিখিত প্রি-ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলি পাবেন যা আপনাকে আপনার প্রোগ্রামিং যাত্রা শুরু করতে সহায়তা করবে:

  • Builder
  • Fritzing
  • Sysprof

ব্রাউজার এবং ইন্টারনেট

Zorin OS এ ডিফল্ট ব্রাউজার হিসেবে Mozilla Firefox ব্যবিহার করা হয়েছে। যেহেতু এটি ডিফল্ট ব্রাউজার, সুতরাং অবশ্যই এটি আগে থেকেই ইনস্টল করা রয়েছে। Zorin OS এর ইন্টারনেট সংযোগ অন্যান্য সব অপারেটিং সিটেমের মতোই। স্বাভাবিক কাজের জন্য ব্যবহারে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি আমাকে। বেশ কয়েকদিন যাবত ইউটিউব এবং নেটফ্লিক্স ব্যবহার করেছিলাম আমি। খুব সহজে এবং বাধাহীন ভাবে চালিয়েছি বলা যায়। এছাড়াও এমেইল, অন্যন্য ওয়েব ব্রাউজিং এগুলো তেও কোনো সমস্যা পেতে হবে বলে আমি মনে করি না।

উপসংহার

লিনাক্সের এই ডিস্ট্রো টি বেশ ব্যবহার উপযোগী এবং নানান রকম ফিচারে সমৃদ্ধ। শুধু গেমার কিংবা প্রোগ্রামার দের দিকে লক্ষ্য রেখেই Zarin OS বানানো হয়নি। আবার এটি ব্যবহার করতে যে লিনাএক্সে গুরু হতে হবে তাও না বরং একজন নতুন লিনাক্স ব্যবহারকারীও এই ডিস্ট্রো ব্যবহার করতে পারবে। নতুন ব্যবহারকারীরা সহজেই Zorin ওএস ইনস্টল করে ম্যাকওএস লেয়াউট, টাচ লেয়াউট এবং উইন্ডোজ লেয়াউট ব্যবহার করতে পারবেন এবং ঘরোয়া ভাবে অনুভব করতে পারবেন। আজ এ পর্যন্তই। আশা করছি আমাদের এই পোস্টটি আপনাকে Zorin OS সম্পর্কে জানাতে সাহায্য করবে এবং এটি আপনার ব্যবহার উপযোগী কিনা তাও প্রকাশ করবে। ধন্যবাদ সকলকে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.