Reading Time: 5 minutes

সম্প্রতি বোধি লিনাক্স এর নতুন ডিস্ট্রো রিলিজ পেয়েছে। “লাইটওয়েট লিনাক্স ডিস্ট্রিবিউশন” হিসেবে পরিচিত বোধি লিনাক্সের একটি মেজর আপডেট হচ্ছে এই 6.0.0। এতে বিগত ভার্সনের চেয়ে বেশ কিছু পরিবর্তন রয়েছে এই আপডেট এ। আজ আমরা এই পরিবর্তন সম্পর্কে আলোচনা করতে চলেছি।

বোধি লিনাক্স কি?

বোধি লিনাক্স (Bodhi Linux) প্রথম ২০১১ সালে প্রবর্তিত হয়। এটি একটি উবুন্টু বেসড ডেস্কটপ ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রো তে ডেভেলপার দের কাছে ব্যবহারকারীর পছন্দকে খুব বেশি প্রাধান্য দেয়া হয়। এই মাত্রা কেই লক্ষ্য রেখে বোধি লিনাক্স এর Standard ভার্সন টিতে খুব সামান্য পরিমাণে প্রি-ইন্সটলড সফটওয়্যার থাকে। অর্থাৎ ব্যবহারকারী তার প্রয়োজন মতো স্বাধীনভাবে যেকোনো সফটওয়্যার ইন্সটল করতে পারবে।

অন্যান্য বেশিরভাগ ডিস্ট্রোর বিপরীতে, বোধি লিনাক্স তার নিজস্ব Moksha ডেস্কটপ ব্যবহার করে। এটি ব্যবহারকারীকে স্বাধীনভাবে তার ডেস্কটপকে সাজানোর সুযোগ করে দেয়। এছাড়াও বোধি লিনাক্স একটি হাল্কা, দ্রুত গতিসম্পন্ন হওয়ার জন্য তৈরি হয়েছে। যা একে পুরোনো ডিভাইসের জন্য একটি আদর্শ ডিস্ট্রিবিউশন করে তোলে।

বোধি লিনাক্স এর ডেস্কটপ পরিবেশ টি সবুজে ঘেরা। দেখলে মনে হবে হয়তো আপনি সবুঝে আচ্ছাদিত আছেন। যা আপনাকে একটি সতেজ অনুভুতি প্রদান করবে। বলা যায় ডেভেলপার রা এর নান্দনিকতা বজায় রাখতে প্রচুর শ্রম দিয়েছেন।

বোধি 6 আপডেটের এর বড় কিছু পরিবর্তন

বোধি 6.0.0 কিছু নতুন পরিবর্তন নিয়ে এসেছে। এদের মধ্যে প্রয়োজনীয় কিছু পরিবর্তন সম্পর্কে নিচে আলোচনা করা হলো যা আমাদের জানার প্রয়োজন বলে মনে করি।

১. নতুন ভিজুয়াল পরিবর্তন

যারা অনেক দিন যাবৎ বোধি লিনাক্স ব্যবহার করে আসছেন তারা কিছু ভিজুয়াল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নতুন এনিমেটেড ডেস্কটপ ওয়ালপেপার, স্টার্ট বাটন, বুট স্প্ল্যাশ এবং লগইন স্ক্রিনে কিছু পরিবর্তন আনা হয়েছে। একাধিক উইন্ডো চালু রাখলে ফোকাস উইন্ডো তে একটি সবুজ বর্ডার দিয়ে ঘেরা থাকবে।

২. নতুন প্যাকেজ

5.1.0 এর আপডেট টি উবুন্টু 18.04 এর উপর ভিত্তি করে বের করা হয়েছিলো। এবারের আপডেট টি উবুন্টুর 20.04.2 LTS (Focal Fossa) এর উপর ভিত্তি করে রিলিজ হয়েছে।

৩. ফাইল ম্যানেজার

এই ডিস্ট্রোর বিগত ভার্সন এ ফাইল ম্যানেজার হিসেবে PCManFM ব্যবহার করলেও এবারে আর থাকছে না এটি। একে বদলি করা হয়েছে Thunar File ম্যানেজার এর সাথে। এই ফাইল ম্যানেজার টি এই ডিস্ট্রো তে ব্যবহারের জন্য একে বিশেষ ভাবে মডিফাই করা হয়েছে এবং কিছু থিম যুক্ত করা হয়েছে। এছাড়াও এটি পুর্ববর্তী ফাইল ম্যানেজার এর তুলনায় বেশ গতিশীল এবং এই পরিবর্তন টি আমি সমর্থন করি।

৪. ডিফল্ট ব্রাউজার

বোধি ডিস্ট্রোর আগের সংস্করণে ডিফল্ট ব্রাউজার হিসেবে ছিলো Epiphany ওয়েব ব্রাউজার। এই ব্রাউজার টী GNOME ওয়েব হিসেবেও পরিচিত। কিন্তু বোধি 6 এ একে সরিয়ে নিয়ে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়েছে চির চেনা Chromium। আপনি যদি Chrome এর ফ্যান হয়ে থাকেন তাহলে এটি অবশ্যই আপনার জন্য একটি সুসংবাদ।

৫. নতুন নোটিফিকেশন প্যানেল

বিজ্ঞাপন (কেন?)

ডেস্কটপের ঠিক নিচের ডান দিকে আপনি একটি নোটিফিকেশন প্যানেল দেখতে পাবেন। টাইম স্ট্যাম্প এবং হিস্ট্রি সহ আপনার সকল নোটিফিকেশন এখানে এসে জমা হবে। কী-বোর্ডের ক্লিপবোর্ডে কিছু জমা থাকলে তাও এখানে পাওয়া যাবে।

৬। নতুন থিম

বোধি 6 এর বুট-আপ এনিমেশন এবং অভিজ্ঞতা এর আগের ভার্সনের চেয়ে সম্পুর্ণই ভিন্ন। Plymouth থিম এবং লগিন স্ক্রিন দুটিই নতুন করে তৈরি করা হয়েছে। আর্ক-গ্রিন থিম নিজেই একটি নতুনত্বের ছাপ এনেছে। এটিএমন একটি এনিমেশন ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে যেখানে ডিস্ট্রোর নাম টি ভিতর বাহির হয় এবং তা দেখতেও বেশ সুন্দর।

বোধি 6.0.0 ব্যবহার অভিজ্ঞতা

অ্যাপ খোলার সময় সামান্য ল্যাগ কিংবা স্টাটার বিষয় টা অবশ্যই আপনাদের কাছে খুব বিরক্তিকর। বোধি 6 এর এই রিলিজে প্রায়ই এই সমস্যা টি চোখে পরেছে আমার। বিশেষ করে ওয়েব ব্রাউজার খোলার সময় ধীরগতির লোডিং অনুভব করেছি আমি। তবে ব্রাউজার ওপেন করার পর তা ব্যবহারে কোনো সমস্যা ছিলো না আর। যদিও Epiphany ব্রাউজার বেশ ভালো তবে Chrome কে অবশ্যই আমি এগিয়ে রাখবো। এদিক দিয়ে ধন্যবাদ জানাবো ডেভেলপারদের।

যদিও আমার 5.1 ভার্সন টি বেশ একটা পছন্দ হয়নি, কিন্তু এই 6.0.0 আপডেটের পর বেশ কিছুদিন আমি বোধি ডিস্ট্রো টি ব্যবহার করে আসছি। আমার সবচেয়ে পছন্দের বিষয় ছিলো এর সবুজের ছোঁয়া, পূর্বের চেয়ে ভালো এনিমেশন এবং এর গতিশীলতা। মিডিয়া প্লেব্যাক ছিলো দারুণ। হাই রেজুলেশন ভিডিও প্লে করতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাকে। অন্য সব লিনাক্স ডিস্ট্রোর মতো এখানেও নিচের বাম দিকে শেলফ এ রয়েছে টার্মিনাল। মাল্টিটাস্ক ও করা গিয়েছে বেশ সহজেই। আপনার যদি সবুজ এনিমেশন গুলো ভালো না লেগে থাকে তবে অবশ্যই তা পরিবর্তন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। প্রতিদিনের ব্যবহারে বোধি 6 অন্যান্য ডিস্ট্রো গুলোর মতই।

কোন ফ্লেভার টি ইন্সটল করবেন?

বোধি 6.0.0 এর মোট ৪ টি ফ্লেভার অর্থাৎ ভেরিয়েন্ট রয়েছে। এটি নির্ভর করবে আপনার ব্যবহারের উপর। এগুলো হচ্ছে।

  • Standard: আপনার ডিস্ট্রোতে আপনি কি কি অ্যাপ ব্যবহার করবেন তার উপর প্রাধান্য দিয়ে এই ইনস্টল টি তৈরি। এখানে কেবলমাত্র আপনার সর্বাধিক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন অন্তর্ভুক্ত রয়েছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো বাড়তি অ্যাপ ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। কিন্তু ডিস্ট্রো টি স্টেবল রাখার জন্য এর কার্নেল কোনো আপডেট রিসিভ করবে না।
  • HWE: এটি “Hardware Enablement” এর সংক্ষিপ্ত রূপ। এই ডিস্ট্রো তে আপনি নিয়মিত কার্নেল আপডেট পাবেন। এখানেও আপনি Standard এর মতো সামান্য পরিমাণে অ্যাপ পাবেন। অর্থাৎ এখানেও আপনার ইচ্ছে মত সফটওয়্যার ইনস্টল করার স্বাধীনতা থাকছে। যেহেতু এটি নিয়মিত কার্নেল আপডেট পেতে চলেছে। সুতরাং আপনার উচিত হবে নতুন হার্ডওয়্যার বিশিষ্ট ডিভাইসে এটি ইনস্টল করা।
  • AppPack: নামেই বোঝা যাচ্ছে যে এই ভার্সন টি বেশ কিছু সফটওয়্যার এর সাথে আসে। সুতরাং এটি অবশ্যই একটি ভারী ডিস্ট্রো। আপনি যদি খুব ভারী ISO সাইজ নিয়ে সমস্যা বোধ না করেন তবে এটি আপনার জন্য। এতে Libreoffice, Geany, Blender age আগে থেকেই ইনস্টল করা থাকে। এছাড়াও এতে কিছু গেমস এবং প্রিন্টার সাপোর্টও রয়েছে।
  • Legacy: এটি বিশেষ ভাবে ৩২ বিটের মেশিনের জন্য তৈরি। এটি ঠিক Standard এর মতোই শুধু বেসিক সফটওয়্যার গুলোর সাথে আসে। এবং এর কার্নেল ও ভবিষ্যৎ আপডেট গুলো পাবে না।

যে ভার্সনটিই ব্যাবহার করুন না কেন আপনি যেকোনো সমস্যা সমাধানে তাদের কমিউনিটি এবং সাপোর্ট এ যোগাযোগ করতে পারেন। তারা বেশ একটিভ এবং বন্ধুত্বসুলভ।

বোধি 6.0.0 এ কি আপডেট করা উচিত?

আপনি কি এই ডিস্ট্রোর পুরনো ভার্সন টি ব্যবহার করছেন? আর ভাবছেন আপডেট দেয়া ঠিক হবে কিনা? তাহলে আমার মতে আপডেট দেয়া টা আপনার জন্য স্রেয় হবে। যদিও 5.1 ভার্সন টি খারাপ নয় এবং বেশ সময় ধরে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই নতুন আপডেট এ বেজ পরিবর্তন হওয়ায় আপনি অবশ্যঅই কিছু উপকার পাবেন। বিশেষ ভাবে আপনার ব্যবহার কৃত অ্যাপ গুলোর জন্য আপডেট টি আপনাকে উপকৃত করবে।

যারা আগে কখনো এই ডিস্ট্রো ব্যবহার করেন নি, নতুন এবং নান্দনিক বিষয়াদি কে বেশি গুরুত্ব দেন তাদের জন্য বোধি লিনাক্স 6.0 একটি আদর্শ ডিস্ট্রো। এখানে উপস্থিত থিম এবং এর স্পিডি ইঞ্জিন আপনাকে মুগ্ধ করে তুলবে। আপনার ডিস্ক স্পেস কম হয়ে থাকলে কিংবা আপনার হার্ডওয়্যার খুব পুরনো হলে স্ট্যান্ডার্ড ভার্শন টি আপনার জন্য ভালো একটি বাছাই হবে।

পরিশেষ

সব দিক থেকে বিবেচনা করলে বোধি লিনাক্স এর এই আপডেট টি ডিস্ট্রো টি কে অবশ্যই এক ধাপ এগিয়ে দিয়েছে। এর সবুজ নতুনত্ব আমাকে সত্যিই খুব মুগ্ধ করেছে। এর ব্যবহার অভিজ্ঞতাও ছিলো বেশ দারুন। যদিও সামান্য কিছু ত্রুটি দেখা গিয়েছে, তবে আশা করা যায় ডেভলপাররা তা খুব দ্রুত ফিক্স করার মাধ্যমে ব্যবহারকারীদের সাচ্ছন্দে ব্যবহারের সুযোগ করে দেবে।

যদিও এটি নামকরা লিনাক্স ডিস্ট্রো সমূহের তালিকায় বেশ পেছনে, তবুও এটি নিজের দিক থেকে অনন্য একটি ডিস্ট্রো। ডেভেলপাররা ব্যবহারকারীদের প্রতি দৃষ্টি রেখে খুব শ্রমের সাথে এই সিস্টেম টি ডেভেলপ করেছে। আশা করি ভবিষ্যতের দিনগুলোতে তারা ঠিক এভাবেই আরো নতুনত্ব নিয়ে। এপর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.