Reading Time: 4 minutes

আপনি কি আপনার Linux ডিস্ট্রো তে MacOS ইনস্টল করতে চান? তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে Sosumi। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে কিভাবে আমরা Linux ডিস্ট্রো তে খুব সহজেই MacOS ইনস্টল করতে পারবো। এটি হবে সবচেয়ে সহজে Hackintosh-এর স্বাদ গ্রহণের একটি উপায়।

Sosumi কি?

Sosumi হচ্ছে macOS-Simple-KVM এর উপর ভিত্তি করে তৈরি একটি snap package যার মাধমে আপনি খুব সহজেই ভার্চুয়াল মেশিনে MacOS ব্যবহার করতে পারবেন। ডেভেলপার Alan Pope স্ন্যাপ প্যাকেজের এই গ্রুপটি তৈরি করেন এবং এর নাম রাখেন Sosumi। এটি Ubuntu, Fedora, Mint সহ আরো অনেক Linux ডিস্ট্রো তে কাজ করে। একটী বিষয় লক্ষণীয় যে, এটি শুরু থেকে macOS ধারন করে না। macOS Catalina ডেস্কটপ ইন্সটল করার সময় এটি একটি ইন্সটলেশন ইমেজ ফাইল ডাউনলোড করে। এটি মোটেও macOS এর বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য নয়। তবে যেকোনো লাইট অ্যাপ এতে টেস্ট করার জন্য ব্যবহার করা যেতে পারে। চলুন তাহলে আমরা জেনে নেই কিভাবে আমরা Sosumi ইনস্টল করবো।

ইনস্টলেশন প্রক্রিয়া

ইনস্টলেশন পর্ব শুরু করার পুর্বে আপনাদের কিছু বিষয় বলে রাখা ভালো। বিষয়গুলো হলোঃ

  • আপনি যেই প্রসেসর ব্যবহার করছেন তাতে অবশ্যই Hardware Virtualization এর সাপোর্ট থাকতে হবে।
  • যখন ইন্সটলেশন প্রক্রিয়া শেষ হবে তখন ভার্চুয়াল মেশিন টি প্রায় 30GB বা তার বেশি জায়গা দখল করবে এবং মেশিনে ডাউনলোড করা ফাইল এবং অ্যাপ গুলিও আপনার স্টোরেজ থেকে জায়গা দখল করবে। আপনি Sosumi ফোল্ডার টির সাইজ চেক করতে পারবেন এই কমান্ডের মাধ্যমে ~/snap/sosumi
  • এটি ধীরগতির হতে পারে।
  • এটি র‍্যাম ও সিপিইউ নিজে নিজেই বরাদ্দ করে নেয়। আপনি চাইলে এটি কাস্টমাইজ করে নিতে পারেন। এ বিষয়ে পরবর্তিতে আলোচনা করা হবে।
  • এর ইন্সটলেশন সময় বেশ সময়বহুল। সুতরাং আপনাকে ধৈর্য্য ধরতে হবে।

একয়টি বিষয় যদি আপনি বাধা হিসেবে না ধরেন তবে চলুন আমরা ইন্সটলেশনে আগাই।

ধাপ-১ঃ এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই আলোচনায় স্ন্যাপ প্যাকেজ নিয়ে কাজ করতে চলেছি। সর্বপ্রথন আমাদের যে বিষয়টি প্র্যোজন সেটি হচ্ছে Sosumi-র স্ন্যাপ প্যাকেজ টি ইন্সটল করা। এর দুটি ভার্সন রয়েছে। আমরা এখানে edge ভার্সন টি ইনস্টল করতে যাচ্ছি। আপনি stable ভার্সন টি ইনস্টল করতে চাইলে এই কমান্ডের -edge বাদ রাখতে পারেন।

sudo snap install sosumi –edge

ধাপ-২ঃ ইনস্টল সম্পন্ন হলে টার্মিনালে গিয়ে প্রথমে sosumi টাইপ করুন। এটি শুধু একবার করা প্রয়োজন। এতে একটী অ্যাপ্লিকেশান শর্টকাট তৈরি হবে। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে নিচের কমান্ড টি টাইপ করুন

sudo usermod -aG kvm $USER

ধাপ-৩ঃ ভার্চুয়াল মেশিন টি চালু হলে এন্টার বাটন টি চাপুন।

Install macOS QEMU Linux

ধাপ-৪ঃ আপনি macOS Utilities নামের একটি উইন্ডো দেখতে পারবেন আপনার স্ক্রিনে। সেখান থেকে Disk Utility তে ক্লিক করুন।

এই ডায়ালগ থেকে প্রথম অপশন টি অর্থাৎ Apple HDD বাছাই করুন। তারপর Erase ক্লিক করুন। এর যেকোনো একটি নাম দিন এবং বাকি অপশন গুলো যেমন আছে সেরকমের রেখে দিন। তারপর পার্টিশন টি ফরমেট করতে Erase এ ক্লিক করুন।

ধাপ-৫ঃ ডিস্ক ইউটিলিটির কাজ শেষ হলে আপনি macOS Utility নামের আরেকটি ডায়ালগ পাবেন। এই ডায়ালগ থেকে Reinstall macOS বাছাই করুন। কয়েকবার Continue তে ক্লিক করতে থাকলে একটি স্ক্রিন আসবে যেখান থেকে আপনাকে পুর্বের ধাপের ফর্মেট করা HDD টিই সিলেক্ট করতে হবে।

এরপর Next ক্লিক করুন এবং আপনার ইনস্টলেশন শুরু হবে।

বিজ্ঞাপন (কেন?)

এরপর ভার্চুয়াল মেশিন টি নিজে নিজেই একবার বন্ধ হয়ে চালু হবে এবং ইনস্টল হতে থাকবে এবং সর্বশেষ আবার রিস্টার্ট নিবে যখন ইনস্টলেশন শেষ হয়ে যাবে।

ধাপ-৬ঃ ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে ভার্চুয়াল মেশিন টি রিবুট নেবে এবং বুট মেনু তে আপনি কিছু অতিরিক্ত অপশন দেখতে পারবেন। বাম এবং ডান অ্যারো কি ব্যবহার করে Boot macOS from. . . সিলেক্ট করুন।

যখন আপনি macOS চালাতে ভার্চুয়াল মেশিন চালু করবেন, এই অপশন টি আপনাকে প্রতিবার সিলেক্ট করে নিতে হবে।

যখন আপনি প্রথম বারের মতো macOS এ আসবেন তখন আপনাকে কিছু প্রারম্ভিক সেটিং ঠিক করে নিতে হবে। লোকেশন, ভাষা, অ্যাপেল আইডি দিয়ে লগইন (ইচ্ছে অনুযায়ী), টার্ম এগ্রি করা ইত্যাদি আপনাকে বাছাই করে নিতে হবে। চাইলে আপনি এখানে পাসসওয়ার্ড যোগ করতে পারবেন। উক্ত কাজ গুলো শেষ হলে আপনি macOS Catalina ডেস্কটপে চলে আসবেন।

এবং এরই মাধ্যমে আমাদের ইনস্টলেশন প্রক্রিয়া শেষ।

Sosumi macOS এর জন্য RAM ও Processor এর পাওয়ার বৃদ্ধির কৌশল

এই মুহুর্তে, ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে, কিন্তু আপনি কনফিগারেশন অতিরিক্ত মেমরি এবং অতিরিক্ত প্রসেসর কোর যোগ করতে চান, তাহলে টার্মিনালে গিয়ে টাইপ করুন

~/snap/sosumi/common

Boost the RAM and Processor Cores in Sosumi for better MacOS performance

এটি একটি স্ক্রিপ্ট যা আপনাকে এডিট করে নিতে হবে। এখান থেকে মেমোরি কনফিগার করার জন্য -M খুজুন। এবং কোর কনফিগার করার জন্য -SMO খুজুন। এখান থেকে আপনি যেরকম খুশি সেরকম ভাবে মেমোরি এবং কোর সংখ্যা পরিবর্তন করতে পারবেন। যেমন আমি এখানে আমার ১৬ জিবি মেমোরির ১২ জিবি এবং প্রসেসর এর ৪ টি কোর ব্যবহার করছি।

পরিশষ

অ্যাপেল তাদের হার্ডওয়্যার ছাড়া সাধারনত অন্য কোনো ডিভাইস macOS ব্যাবহার করার সুযোগ দেয় না। এক্ষেত্রে Sosumi একটি বড় ভূমিকা পালন করছে। এটি অ্যাপেল হার্ডওয়্যার ছাড়াই আপনাকে macOS ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। যদিও Sosumi কখনোই macOS এর বিকল্প নয় এবং এতে খুব বেশি ভারী কাজ করা যায় না, তবুও যেকোনো পরীক্ষা নিরীক্ষার কাজে এটি আমাদের বেশ সাহায্য করবে। এবং আশা করছি আমাদের এই ইনস্টলেশন গাইড টি আপনাদের Sosumi ইনস্টল করতে সাহায্য করবে।

আজ এপর্যন্তই সবশেষে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.