Reading Time: < 1 minutes

যুগের সাথে সাথে বাড়ছে সাইবার নিরাপত্তা এবং তার সাথে সাথে বাড়ছে সাইবার অপরাধ। সাইবার নিরাপত্তার বিভিন্ন নতুন সিস্টেমকে টেক্কা দিতে সাইবার অপরাধীরা তাদের বিভিন্ন নতুন কৌশল এবং টুল আবিষ্কার করেই যাচ্ছে। তাদের থামানো যাচ্ছেনা কোনো ভাবেই।

বর্তমান বিশ্বে যেসব সাইবার হামলা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে যেসব হামলা হয়েছে তার মধ্যে ব্ল্যাকক্যাট র‍্যানসমওয়্যারের উপস্থিতি বেশি। সম্প্রতি পরিচালিত এক গবেষণার তথ্যানুযায়ী এ র‍্যানসমওয়্যার আরো ভয়ানক হয়ে উঠতে পারে। খবর টেকরাডার।

যুক্তরাজ্যভিত্তিক নিরাপত্তা সফটওয়্যার পরিষেবা ও হার্ডওয়্যার প্রতিষ্ঠান সফোসের এক প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাকক্যাট র‍্যানসমওয়্যার পরিচালনার সঙ্গে যেসব হ্যাকার জড়িত তারা সম্প্রতি তাদের সংগ্রহে ব্রুট র‍্যাটেল টুল যুক্ত করেছে। টুলটির কারণে র‍্যানসমওয়্যারটি আরো ক্ষতিকর ও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

ব্রুট র‍্যাটেল মূলত আক্রমণ পরিচালনা ও প্রভাব পরিমাপের একটি টুল। এটি কোবাল্ট স্ট্রাইকের মতোই, কিন্তু প্রযুক্তি জগতে সেভাবে পরিচিত নয়। সফোসের থ্রেট রিসার্চ বিভাগের সিনিয়র ম্যানেজার ক্রিস্টোফার বাড বলেন, সম্প্রতি ব্ল্যাকক্যাটসহ অন্যান্য হামলায় আমরা যা দেখেছি তা হলো, হামলাকারীরা খুবই উদ্যোগী এবং তাদের সফলতা অর্জনে বদ্ধপরিকর। তারা দুর্বল ফায়ারওয়াল, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কসহ (ভিপিএন) বিভিন্ন কার্যকর পদ্ধতিতে আক্রমণ পরিচালনা করেছে।

কারণ তারা জানে এসব পদ্ধতি এখনো কার্যকর। কিন্তু নিরাপত্তা সফটওয়্যারের মাধ্যমে শনাক্তকরণ এড়াতে তারা উল্লেখযোগ্য অবদান রেখেছে। হামলা পরিচালনায় যে শুধু ব্রুট র‍্যাটেল ব্যবহার হয়েছে তা নয়। আগের হামলার ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, ব্ল্যাকক্যাট ওপেন সোর্স ও বাণিজ্যিকভাবে উন্মুক্ত টুল ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত ব্যাকডোর ও রিমোট অ্যাকসেসের ভিন্ন রাস্তা তৈরি করেছে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.