Reading Time: 2 minutes

সোমবার প্রকাশিত একটি খসড়া আইনের অধীনে অস্ট্রেলিয়া ফেসবুক-টুইটারসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যেমে শিশু নিরাপত্তা বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে। বয়স ১৬ বছরের কম হলে অভিভাবকদের অনুমতি নিতে হবে এবং এই নিয়ম ভঙ্গ করলে দশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করতে হবে এরকমটা খসড়াটিতে বলা হয়েছে। একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে, আইনটি অস্ট্রেলিয়ানদের অনলাইনে সুরক্ষা দেবে এবং গোপনীয়তা আইন ডিজিটাল যুগে নিশ্চিত করবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে মিডিয়া পরিষেবা, ডেটা ব্রোকার এবং অস্ট্রেলিয়ায় কাজ করা অন্যান্য বৃহৎ অনলাইন প্ল্যাটফর্মগুলির জন্য একটি বাধ্যতামূলক কোডের মাধ্যমে ব্যবহারকারীদের বয়স যাচাই করার জন্য সমস্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে হবে।

খসড়াটিতে আরো বলা হয়েছে যে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পরিচালনা করার সময়ে শিশুদের আগ্রহকে প্রাথমিকভাবে প্রাধান্য দেয়া হবে। ১৬ বছরের কম ব্যবহারকারীদের জন্য পিতামাতার অনুমতি সংক্রান্ত একটি কোড দেয়া হবে। বিগত মাসে ফেসবুকের (বর্তমানে মেটা) প্রাক্তন কর্মকর্তার কোম্পানির অভ্যন্তরীণ কূকর্মের গোপনীয়তা প্রকাশ করার পরে এই পদক্ষেপ নেয় অস্ট্রেলিয়া। মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রধানমন্ত্রীর সহকারী মন্ত্রী জানান যে নতুন কোড সামাজিক যোগাযোগ মাধ্যমের কোম্পানিগুলো থেকে শিশুদের রক্ষায় সারা বিশ্বে সাহায্য করবে। তিনি আরো জানান যে কোভিড-১৯ মহামারী হওয়ার আগেও তরুনদের মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণগুলি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছিল।

ফেসবুকের পাবলিক পলিসির আঞ্চলিক পরিচালক বলেছেন যে তার প্ল্যাটফর্ম অস্ট্রেলিয়ার গোপনীয়তা আইনকে নতুন প্রযুক্তির সাথে ডেভেলপ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইউকে অ্যাপ্রোপিয়েট ডিজাইন কোডের মত তারা তরুণদের ডেটার আশেপাশে আন্তর্জাতিক কোড ডেভেলপকে সমর্থন দিয়েছেন। ব্রিটিশ আইনের কথা উল্লেখ করে তিনি জানান যেসব বিষয়গুলো শিশুদের নৈতিক, শারীরিক বা মানসিক সুস্থতার ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে সেগুলোর বিরুদ্ধে প্রতিহত করতে ব্যবহারকারীদের বয়স যাচাই করার জন্য প্ল্যাটফর্মের প্রয়োজন। ইন্টারনেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণের আহ্ববানে অষ্ট্রেলিয়া অবশেষে কন্ঠস্বর তুলে ধরা হয়েছে। এটি এ বছর আইন পাস করেছে যা গুগল এবং ফেসবুককে সাংবাদিকতার জন্য অর্থ প্রদান করতে বাধ্য করবে।

অস্ট্রেলিয়া একটি আইন করেছে যার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার এক্সিকিউটিভরা জেলেও যেতে পারেন যদি তারা কোনো রকম সহিংস ছবি প্রচার করেন। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এরকম অবাধ নিয়ন্ত্রণ কারনে সম্প্রতি অস্ট্রেলিয়া এরকম কঠোর ব্যবস্থা নিয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে এই দেশের সরকার ১৬ বছরের কম ব্যবহারকারীদের পিতামাতা অনুমতি সংক্রান্ত আইন পাশ করে। এবং এটি বিশ্বে প্রথম আইন যেটি অস্ট্রেলিয়ার সরকার কর্তৃক বাস্তবায়ন হয়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.