Reading Time: 2 minutes

সাইবার নিরাপত্তা গবেষকেরা ইউক্রেনের কম্পিউটারে নতুন ওয়াইপার ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন। এর আবিষ্কারক স্লোভাকিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট (ইজেনশিয়াল সিকিউরিটি এগেইন্সট এভোলভিং থ্রেটস) ম্যালওয়্যারটিকে ক্যাডিওয়াইপার নামে চিহ্নিত করেছে। সোমবার তারা নতুন ম্যালওয়্যারটি নিয়ে বিস্তারিত জানিয়েছে। রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটির উপর একের পর এক সাইবার হামলা চলছে। কম্পিউটার সিস্টেমে এটি আবিষ্কৃত এ ধরনের তৃতীয় ম্যালওয়্যার। ইসেট টুইটারে ম্যালওয়্যারটির নমুনা কোড পোস্ট করেছে।

ইসেট গবেষকরা বলছেন যে ক্যাডিওয়াইপার সংক্রমিত কম্পিউটারে সঙ্গে সংযুক্ত সকল ডিভাইস থেকে ব্যবহারকারীর ডেটা এবং পার্টিশন সংশ্লিষ্ট তথ্য মুছে দেয়। নমুন কোড বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে যে ম্যালওয়্যারটি কম্পিউটার ফাইলের কোড নাল বাইট ক্যারেক্টার দিয়ে প্রতিস্থাপন করে দেয়। ফলে ফাইলগুলো পুনরুদ্ধারের কোনো উপায় থাকে না। এ প্রসঙ্গে ইসেট এর সাইবার হুমকি গবেষণা বিভাগের প্রধান জঁ-ইয়ান বুত্তো ভার্জকে বলেন তারা এটা জানেন যে ওয়াইপারটি কাজ করলে এটি কার্যত পুরো কম্পিউটার সিস্টেমকেই ব্যবহারের অনুপযোগী করে ফেলবে।

যদিও বর্তমান পরিস্থিতিতে ম্যালওয়্যারটির সার্বিক প্রভাব এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি। ভার্জ বলছে যে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব এখনও বড় পরিসরে সাইবার যুদ্ধে রূপ নেয়নি। তবে, বড় আক্রমণের আশঙ্কা এখনো রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান সিসা (সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি) এ প্রসঙ্গে সতর্ক বার্তা দিয়েছে। ইউক্রেনে যে ধরনের ধ্বংসকারী ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে, পশ্চিমা প্রতিষ্ঠানগুলোও তার ভুক্তভোগী হতে পারে বলে প্রতিষ্ঠানটি সতর্ক করে দিয়েছে। রাশিয়া- দ্বন্দ্বে কেবল রাশিয়ার হ্যাকাররাই ইউক্রেনের উপর সাইবার হামলা চালাচ্ছে এমনটা নয়।

রাশিয়ার হ্যাকারদের তৎপরতার ইউক্রেনকে সমর্থনকারী হ্যাকাররা পাল্টা জবাব দিচ্ছে। আক্রমণের কৌশল হিসেবে রাশিয়ার ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থার কম্পিউটার সিস্টেম হ্যাক করে গুরুত্বপূর্ণ ডেটা ফাঁস করে দেওয়া হচ্ছে। বুত্তো বলেন যে এখন পর্যন্ত অল্প সংখ্যক কম্পিউটার ম্যালওয়্যারটির সংক্রমণের শিকার হয়েছে। ইউক্রেনের একটি প্রতিষ্ঠান ক্যাডিওয়াইপারের ভুক্তভোগী হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।  ইসেটের গবেষকরা

বিজ্ঞাপন (কেন?)

 এর আগে ইউক্রেনকে টার্গেট করেছে ওয়াইপার ম্যালওয়্যারের এমন আরো দুটি সংষ্করণ আবিস্কার করেছিলেন।

প্রচলিত র‌্যানসমওয়্যারের মতো ওয়াইপার ম্যালওয়্যারগুলো সংক্রমিত কম্পিউটারে ফাইল অ্যাক্সেস করার এবং পরিবর্তন করার সক্ষমতা আছে। র‌্যানসমওয়্যার ডেটা এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করলেও ওয়াইপার ম্যালওয়্যার ডিস্কের সব ডেটা মুছে দেয়। ওই ডেটা পুনরুদ্ধারের কোনো উপায়ও থাকে না। তাই রাশিয়ার আগ্রাসনের সময়ে ইউক্রেনে যে ওয়াইপার ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হয়েছে তা কেবল মূল লক্ষ্যের ক্ষতি করার জন্য করা হয়েছে, কোনো আর্থিক সুবিধা পাওয়ার জন্য নয় বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। ইউক্রেনে হার্মেটিকওয়াইপার নামে পরিচিত প্রথম সংস্করণটিরে সন্ধান মিলেছিল।

২৩শে ফেব্রুয়ারী অর্থাৎ, রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার ঠিক আগের দিন। আর পরের দিনই ইউক্রেনের কম্পিউটারে দ্বিতীয় সংস্করণ আইজ্যাকওয়াইপার ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে ইসেট গবেষকরা হার্মেটিকওয়াইপার এবং আইজ্যাকওয়াইপার কাজ শুরু করার অন্তত কয়েক মাস আগে থেকেই ম্যালওয়্যার দুটি প্রস্তত করা হচ্ছিল বলে ইঙ্গিত পেয়েছেন।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.