black iphone 7 plus on persons hand
Photo by AARN GIRI on Unsplash
Reading Time: < 1 minutes

মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ‘নোভি’র মাধ্যমে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে আর্থিক লেনদেন পাইলট প্রকল্প শুরু করেছে। আপাতত, যুক্তরাষ্ট্রের কিছু সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী উক্ত প্রকল্পের অধীনে মেটা’র নিজস্ব ডিজিটাল ওয়ালেটের কার্যক্ষমতা যাচাই করে দেখার সুযোগ পাবেন। মেটা’র প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কাছে মার্কিন সিনেটররা এ ব্যাপারে আপত্তি জানিয়ে চিঠি লিখে পাঠালেও সেটি সম্পূর্ণভাবে এরিয়ে গিয়ে সোশাল মিডিয়া জায়ান্ট হোয়াটসঅ্যাপ নিজস্ব ডিজিটাল মুদ্রা প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে।

অক্টোবর মাসেই মার্কিন আইনপ্রণেতাদের একটি দল প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্যতা সম্পর্কে তুলে ধরে মেটা প্ল্যাঠফর্মসকে ক্রিপ্টোকারেন্সি প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। বুধবার বর্তমান প্রকল্প প্রধান স্টেফান কাসরিয়েল মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট দিয়ে নোভি এর নতুন পাইলট প্রকল্পের কথা তুলে ধরেন। মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড বেশ লম্বা সময় ধরেই নিজস্ব ডিজিটাল মুদ্রা সেবা তৈরির চেষ্টা করছে। যদিও সম্প্রতি মেটা প্রতিষ্ঠানটি নানান রকম বিতর্ক এবং সমালোচনার মুখে পড়ে বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের চাপে পড়েছে। 

চাপে পড়ার ফলে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে ‘ডিয়েম’ নামের ডিজিটাল মুদ্রা প্রচলনের লক্ষ্য থেকেও সরে এসেছে। যদিও বার্তাসংস্থা রয়টার্স বলছে যে কাসরিয়েলের মতে নোভি ব্যবহার করলেও তার কোনো প্রভাব হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজিং কিংবা কল সেবার উপর পড়বে না। ইতিমধ্যে মেটা’র ক্রিপ্টোকারেন্সি প্রকল্প প্রধান ডেভিড মার্কাস নভেম্বর মাসেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। যদিও মার্কাস নিজের উদ্যোক্তা সত্ত্বার কথা বলে মেটার ক্রিপ্টো প্রকল্প ছাড়ার কথা বললেও এ ব্যাপারে একটি সন্দেহ থেকেই যায়।

মার্কাসের পদত্যাগের পেছনে সম্প্রতি মেটা সম্পর্কিত সমালোচনা ও বিতর্ক এবং নীতিনির্ধারকদের কঠোর অবস্থানের ব্যাপারটি দ্বায়ী কিনা সেটিও চিন্তার বিষয়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.