Reading Time: < 1 minutes

প্লেস্টেশন ভিআর২’ এর জন্য আগামী বছর বেশ কিছু নতুন গেম মুক্তি দেবে জাপানী কনসোল নির্মাতা সনি। ফেব্রুয়ারিতেই নতুন ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট আনছে কোম্পানিটি। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অভিষেক হবে প্লেস্টেশন ভিআর২ এর এবং দাম শুরু হবে ৫৫০ ডলার থেকে। প্লেস্টেশন ভিআর হেডসেটের অভিষেকের ছয় বছর পর এর দ্বিতীয় সংস্করণ আনছে সনি। বুধবার নিজস্ব ব্লগে নতুন ভিআর হেডসেট উন্মোচনের সময়সূচি জানিয়েছে কোম্পানিটি।

জানুয়ারি মাসেই নতুন ভিআর হেডসেট নিয়ে তথ্য দিয়েছিল সনি। সে সময়ে কোম্পানিটি বলেছিল, চোখের নড়াচড়া চিহ্নিত করতে সক্ষম সেন্সর আর কন্ট্রোলার ট্র্যাকিংয়ের জন্য সমন্বিত হেডসেট ক্যামেরা থাকবে এতে। এ ছাড়াও ৪কে এইচডিআর, থ্রিডি সাউন্ড এবং ওলেড ডিসপ্লে ফিচার থাকবে হেডসেটটিতে। গেমারের দৃষ্টিসীমা হবে ১১০ ডিগ্রি। সিনেট জানিয়েছে, কেবল হেডসেট, সেন্স কন্ট্রোলার আর স্টেরিও হেডফোন মিলবে ৫৫০ ডলার দামে।

তবে কন্ট্রোলারের চার্জিং স্টেশনের জন্য খরচ করতে হবে আরও ৫০ ডলার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস আর লুক্সেমবার্গের গেমাররা সনির নতুন ভিআর হেডসেট প্রিঅর্ডার করতে পারবেন ১৫ নভেম্বর থেকে। বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ জানিয়েছে, ২০ লাখ প্লেস্টেশন ভিআর২ নির্মাণ করছে সনি। বুধবারেই নতুন ভিআর হেডসেটের সঙ্গে নতুন ১১টি গেম আনার ঘোষণা দিয়েছে সনি। সিনেট আরো জানিয়েছে, প্লেস্টেশন ভিআর২-এর জন্য অন্তত ২০টি নতুন গেম আছে পাইপলাইনে।

রেসিডেন্ট ইভিল ভিলেজ এবং হরাইজন কল অফ দ্যা মাউন্টেইন ছাড়াও, দ্যা ডার্ক পিকচার্স: সুইচব্যাক ভিআর, ক্রসফায়ার: সিয়েরা স্কোয়াড, দ্যা লাইট ব্রিজ, কসমোনিয়াস হাই, পিস্তল হুইপ ভিআর, জুরাসিক ওয়ার্ল্ড আফ্টারম্যাথ কালেকশন এবং আফটার দ্যা ফল এবং টেন্টাকুলার গেমগুলো খেলতে পারবেন ভিআর২ গেমাররা।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.