Reading Time: < 1 minutes

লিনাক্স কার্নেলের নতুন ভার্সন ৫.১৩ অ্যাপল এর সর্বশেষ চিপসেট Apple M1 কে সমর্থন করবে।

লিনাক্স এর ৫.১৩ ভার্সনের একটি পাবলিক ভার্সন গত মে মাসে পরীক্ষা করার জন্য রিলিজ হয়েছিলো যার সর্বশেষ ভার্সন এখন রিলিজ হয়েছে। গত সোমবার লিনাস টরভল্ডস ঘোষণা করেন যে লিনাক্স কার্নেলের ৫ম ভার্সন গুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকাশ হচ্ছে ৫.১৩ এর এই আপডেটটি যেখানে ২ হাজারেরও বেশি ডেভলপার মিলে কাজ করেছেন।

এই আপডেট এ ম্যাক ব্যবহারকারীদের জন্য প্রধান সংযোগ হলো কয়েকটি ARM-ভিত্তিক চিপসেট এর জন্য লিনাক্স কার্নেল এর সাপোর্ট যেখানে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপল এর M1 চিপ টি। নতুন কার্নেলটি এম 1 ম্যাক মিনি এবং 24-ইঞ্চি আইম্যাক সহ অ্যাপল সিলিকন হার্ডওয়্যারে স্বাভাবিকভাবে চালাতে সক্ষম।

যেহেতু অ্যাপল M1 এর মত চিপসেট কে সমর্থন করবে, তাদের মতে তাদের আরো কিছু গ্রাফিক্সের মতো আরো কিছু কাজ বাকি রয়েছে এই আপডেট নিয়ে। জানুয়ারীতে, কোরিলিয়ামের সুরক্ষা গবেষকরা উবুন্টুর একটি সংস্করণ এই চিপকে বন্টন করেছিলেন, যেখানে অনেক রকমের জটিলতার মুখোমুখি হয়েছিলেন তারা। চিপটি সম্পর্কে যথাযথ ডকুমেন্টেশন না থাকায় কিছুটা ভুগতে হয়েছিলো তাদের। আশা করা যাচ্ছে লিনাক্স কার্নেল এই চিপটির সাথে ভালো ভাবে মানিয়ে নিতে পারবে।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.