Reading Time: 3 minutes

বর্তমানে ইউটিউব অ্যাপ এর প্রতি মানুষের মুখ ঘুরিয়ে নেয়া

বহুল প্রচলিত অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব। বর্তমানে ভিডিও শেয়ারসহ বিভিন্ন কনটেন্ট প্রদশনের ক্ষেত্রে ব্যবহারকারীদের বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। বিজ্ঞাপন ঝামেলা সহ, গোপননীয়তা ভঙ্গ, বাজে অ্যালগরদিমের কারনে ইউটিউব বিমুখ হচ্ছে ব্যবহারকারীগণ। ইউটিউবে অধিকাংশ ফিচারই পেইড। সাধারণ কিংবা স্বল্প সময়ের ভিডিও থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শনের ক্ষেত্রে বিজ্ঞাপনের মত বিরক্তিকর বিষয়টি ব্যবহারকারীর মনোযোগ সরিয়ে ফেলছে।

এতে করে তাদের মূল্যবান সময় ও নষ্ট হচ্ছে। বিনামূল্যে ইউটিউব সেবা নিতে ইউটিউব ভান্সড যেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল ইউটিউব মামলা করে সেটিও এখন বন্ধ করে দিয়েছে। 

ট্র‍্যাকার এবং বিজ্ঞাপন ছাড়া ইউটিউব

গুগলের সকল প্রোডাক্টগুলো ট্র‍্যাকিং এর আওতায়। ব্যবহারকারীদের গোপন সব তথ্য ইউটিউব সংগ্রহ করে রাখে। এছাড়া ঘন ঘন বিজ্ঞাপনযুক্ত ভিডিও একটি প্রধান সমস্যা দাঁড়িয়েছে। বিনা অনুমতিতে ট্র‍্যাকিং এবং বিজ্ঞাপনের ঝামেলা এড়াতে ইউটিউবের বিকল্প হিসেবে রয়েছে নিউপাইপ। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে এবং বিজ্ঞাপনের ও ঝামেলা নেই। এটি একটি প্রাইভেসি ফ্রেন্ডলি অ্যাপ। অর্থাৎ, এতে কোন ট্র‍্যাকার নেই।

ইউটিউব সাবস্ক্রিপশন ইম্পোর্ট

নিউপাইপে ব্যবহারকারীগণ পাচ্ছেন সাবস্ক্রিপশন ইম্পোর্ট করার সুবিধা। গুগল টেক আউটের মাধ্যমে ব্যবহারকারীগণ ইউটিউব হতে এক্সপোর্ট করে নিউপাইপে তাদের সাবস্ক্রিপশনগুলো ইম্পোর্ট করে নিজেদের পছন্দমত সাজাতে পারবেন। এতে গুগল অ্যাকাউন্ট যোগ করার ও প্রয়োজন নেই।

অ্যাকাউন্ট ছাড়াই সাবস্ক্রাইব সুবিধা

ইউটিউব ভিডিও শেয়ারিং কিংবা চ্যানেল সাবস্ক্রাইবের এর ক্ষেত্রে আগে ব্যবহারকারীর অ্যাকাউন্ট যোগ করতে হয়। এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীর সকল তথ্য ট্র‍্যাক করে তাদের পছন্দমত কনটেন্ট সাজেস্টের পাশাপাশি বিজ্ঞাপন্দাতাদের চাপে অতিরিক্ত বিজ্ঞাপন সাজেস্ট করে। প্রয়োজনীয় কনটেন্টের চেয়ে বেশি অপ্রয়োজনীয় কনটেন্ট বেশি সাজেস্ট করে ইউটিউব। কিন্তু নিউপাইপে এর মুখোমুখি হতে হচ্ছেনা ব্যবহারকারীদের।

তারা অ্যাকাউন্ট ছাড়াই বিভিন্ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। সেই সাথে শুধুমাত্র তাদের সাবস্ক্রিপশন এবং পছন্দসই কনটেন্টগুলো যখন খুশি দেখতে পারবেন।

বিনামূল্যে ব্যাকগ্রাউন্ড প্লে এবং পপ-আপ প্লেয়ার

ইউটিউব ভিডিও প্লে করার সময়ে অ্যাপ থেকে বেরিয়ে গেলে ভিডিও প্লে বন্ধ হয়ে যায়। আর ফ্রি ইউটিউবে পপ আপ কিংবা ব্যাকগ্রাউন্ড প্লে এর সুবিধাও নেই। এর জন্য ইউটিউব পেইড ভার্সন ব্যবহারকারীর ইন্সটল করার প্রয়োজন হবে। কিন্তু নিউপাইপে ব্যবহারকারীগণ বিনামূল্যে ব্যাকগ্রাউন্ড প্লে এবং পপ আপ প্লেয়ার সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড প্লে কিংবা পপ-আপ প্লেয়ারের মাধ্যমে নিউপাইপে ভিডিও প্রদর্শনের সাথে ব্যবহারকারীগণ অন্য কোন অ্যাপ ও প্রবেশ করতে পারবেন।

বিজ্ঞাপন (কেন?)

ইউটিউব কাস্টমাইজ

নিউপাইপে কাস্টমাইজের মাধ্যমে ব্যবহারকারী তার পছন্দমত সবকিছু সাজাতে পারবেন। সাবস্ক্রিপশন সহ দরকারী ভিডিও বা কনটেন্ট একাউন্ট ছাড়াই সেভ করতে পারবেন। সেটিংস অপশনে গিয়ে ব্যবহারকারী ভিডিওর প্রিভিউ তালিকা আকারে নাকি গ্রিড আকারে দেখতে চান সেটি বাছাই করতে পারবেন। এছাড়া “শো এজ রেস্ট্রিকটেড কনটেন্ট” বন্ধের মাধ্যমে ভালগার ভিডিও অথবা ১৮ বছরের নিচে বাচ্চাদের ১৮+ কনটেন্ট থেকে বিরত রাখতে পারবেন।

কমেন্ট না শো করাতে চাইলে ব্যবহারকারী সেটিও বন্ধ করতে পারবেন। “শো মেটা ইনফো” অপশন বন্ধের মাধ্যমে মেটা সংক্রান্ত ইনফরমেশন কিংবা ট্র‍্যাকিং ও রোধ করতে পারবেন।

এক ক্লিকে ভিডিও ডাউনলোড

ইউটিউবে সাধারণত নিজস্ব কোন ডাউনলোড অপশন নেই। ডাউনলোডের জন্য আলাদা কোন সোর্স কিংবা অ্যাপের দরকার পড়ে। কিন্তু নিউপাইপে এই ঝামেলা একদমই নেই। নিউপাইপে ইউটিউব ভিডিও বা কনটেন্ট দেখার পাশাপাশি ব্যবহারকারী এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড ও করে ফেলতে পারবেন। এতে নিজস্ব ডাউনলোড অপশন দেয়া হয়েছে।

দ্রুত গতিতে চলছে ডেভেলপমেন্ট

পূর্বের সমস্যাগুলো নিউপাইপ খুব দ্রুত সমাধান করতে পেরেছে। এর ডেভেলপাররা ব্যবহারকারীদের প্রতি সম্মান রেখে দ্রুত গতিতে এটি ডেভেলপ করে যাচ্ছে। ইউটিউব সাধারণত ব্যবহারকারীদের চেয়ে বেশি বিজ্ঞাপনদাতাদের কথা চিন্তা করে। বেশ কিছুদিন আগে প্রযুক্তি সাইট ভার্জ জানায় ইউটিউব ব্যবহারকারীগণ আগ্রহী এমন কনটেন্টের চেয়ে বেশি আগ্রহী নয় এমন কনটেন্ট দেখাচ্ছে। ইউটিউবের “নট ইন্টেরেস্টেড” অপশন কোন কাজেই দিচ্ছে না।

এছাড়াও ডিসলাইক, স্টপ রেকোমেন্ডিং চ্যানেল ও রিমুভ ফ্রম ওয়াচ হিস্টরি অপশনগুলো অকার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু নিউপাইপ ব্যবহারীদের আগ্রহ, পছন্দের প্রতি পুরোপুরি সম্মান রাখে। ব্যবহারকারী যা দেখতে চাইবে তার বাইরে নিউপাইপ কোন কনটেন্ট বা ভিডিও সাজেস্ট করবে না।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.