Reading Time: < 1 minutes

ইউরোপিয়ান ইউনিয়নের বাজার নিয়ন্ত্রক সংস্থার একশ কোটি ডলার জরিমানার বিরুদ্ধে  যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা কোয়ালকম জয় লাভ করেছে। বার্তাসংস্থা রয়টার্স আদালতের এই রায়ে, ‘বিগ টেক’ হিসেবে পরিচিতি কোম্পানিগুলোর লাগাম টানতে ইইউয়ের অ্যান্টিট্র্যাস্ট প্রধান মারগ্রেথ ভেস্টেগারের দীর্ঘ চেষ্টা পিছিয়ে গেল বলে মন্তব্য করেছে। ২০১৮ সালে কোয়ালকমের ওপর ইউরোপিয়ান কমিশন ওই জরিমানা আরোপ করেছিল। তখন জরিমানা আরোপ করার সময় ইউরোপিয়ান কমিশন বলেছিল, ২০১১ থেকে ২০১৬ সালের অ্যাপল যেন শুধু তাদের চিপ ব্যবহার করে।

সেটি নিশ্চিত করতে আইফোন নির্মাতাকে কোয়ালকম কয়েকশ কোটি ডলার দিয়েছে। রয়টার্স জানিয়েছে যে ইউরোপিয়ান কমিশনের এখনও রায়ের বিরুদ্ধে ইউরোপের সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। ইউরোপিয়ান কমিশন বলছে, রায় সতর্কতার সঙ্গে বিচার-বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। এ প্রসঙ্গে কোয়ালকম রয়টার্সের পাঠানো ইমেইলের তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি। আদালতের রায়ে ইনটেল সেই জরিমানা থেকে মুক্তি পায়। রয়টার্স জানিয়েছে যে ইউরোপিয়ান কমিশন প্রধান মার্গ্রেথ ভেস্টেগারের জন্য দ্বিতীয় বড় পরাজয় এটি।

এর আগে জানুয়ারি মাসেই ইনটেলের বিরুদ্ধে মামলায় হেরেছেন তিনি। ইনটেলের বিরুদ্ধে প্রতিযোগী এএমডির ওপর চাপ প্রয়োগের অভিযোগে একশ কোটি ইউরোর বেশি জরিমানা আরোপ করেছিল ইউরোপিয়ান কমিশন। যুক্তরাজ্যের বাজার পর্যবেক্ষক সংস্থা মোবাইল ব্রাউজার বাজারে অ্যাপল গুগলের একচ্ছত্র অধিপত্য তদন্ত করে দেখবে বলে জানিয়েছিলেন। তবে গুগল দাবি করছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোনগুলো ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় বেশি সুযোগ দিচ্ছে এবং লাখ-লাখ অ্যাপ তাদের ‘গুগল প্লে’ অ্যাপ স্টোরের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

গুগল সিএমএ এর প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে গুগল বাজারে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে এই অভিযোগে গুগলকে চারশ কোটি ইউরোর বেশি জরিমানা করেছিল ইউরোপিয়ান কমিশন। কমিশনের জরিমানার বিরোধীতা করে আদালতের সরণাপন্ন হয়েছিল গুগল। সেই মামলার রায় আসবে ১৪ সেপ্টেম্বর। রয়টার্স বলছে, ভেস্টেগারের জন্য একটি বড় পরীক্ষা হয়ে যাচ্ছে এই মামলার রায়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.