map, world, vpn
Photo by Danny144 on Pixabay
Reading Time: 2 minutes

মজিলা ফায়ারফক্স শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি বাজারের সবচেয়ে বিশ্বস্ত একটি ব্রাউজার। বিগত সময়ে ফায়ারফক্স ব্রাউজার নির্মাতা মোজিলা নিজস্ব ভার্চুয়াল প্রাইভেসি নেটওয়ার্ক বা ভিপিএন সেবার সঙ্গে মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার অ্যাড-অন সমন্বয়ের সেবা চালু করছে। ২০১৭ সালে মোজিলা ফায়ারফক্সে অ্যাড-অন হিসেবে মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার ব্যবহারের সেবা চালু করেছে। উক্ত কন্টেইনার ব্রাউজারে পেশাদারি আর ব্যক্তিগত ব্রাউজিং হিস্ট্রির মতো বিষয়গুলো আলাদা রাখে। ভিন্ন ভিন্ন রং, আইকন বা আলাদা নাম দিয়েও কন্টেইনার চিহ্নিত করা যায়।

কন্টেইনারগুলো ধরন ভেদে পেশাদারি বা ব্যক্তিগত কাজের ট্যাবগুলোর ডেটা আলাদা করে সংরক্ষণ করে। প্রযুক্তিভিত্তিক সাইট ভার্জ মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার অ্যাড-অনের সঙ্গে মোজিলা ভিপিএন সমন্বয়ের মাধ্যমে ওয়েবে ব্যবহারকারীর কর্মকাণ্ড গোপন রাখা আরো সহজ হবে বলে মন্তব্য করেছে। এই কৌশল অবলম্বন করলে ব্যবহারকারী কোথা থেকে ওয়েবসাইট ব্যবহার করছেন, সার্ভারের জন্য সেটি নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়ায়। মোজিলার সাপোর্ট পেজেই মোজিলা ভিপিএন-এর সঙ্গে মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার সমন্বয়ের নির্দেশিকা পাওয়া যাবে।

মোজিলা ভিপিএন তুলনামূলক নতুন সেবা হলেও, ‘মাল্টি-অ্যাকাউন্ট কনটেইনার’-এর মতো ফিচারগুলো সমন্বয়ের সুযোগ ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে আগ্রহী ব্যবহারকারীদের সেবাটিতে আকৃষ্ট করতে পারে বলে ভার্জ মন্তব্য করেছে। ভিপিএনের সঙ্গে কনটেইনার অ্যাড-অন সমন্বয়ের মাধ্যমে একই সময়ে দুটি ভিন্ন দেশে কোন ইউটিউব ভিডিওগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে সেটা যেমন ব্যবহারকারী জানতে পারবেন, তেমনি তারা পেশাদারি আর ব্যক্তিগত কাজের অ্যাকাউন্টগুলোর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টায় থাকা নজরদারিও এড়াতে পারবেন।

মোজিলার নিজস্ব ব্লগ পোস্টে দেওয়া ব্যাখ্যায় বলছে যে ব্যবহারকারীরা অনলাইনে প্রতিটি কাজের জন্য প্রয়োজনে আলাদা আলাদা সার্ভারে সংযুক্ত হতে পারবেন। একজন ব্যবহারকারী দেশের বাইরে থেকেও নিজের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার চাইলে, অ্যাড-অন দিয়ে একটি ট্যাবে আশপাশের কোনো দোকান খুঁজতে খুঁজতেই আরেকটি ট্যাবের মাধ্যমে তিনি যে শহরের স্থায়ী বাসিন্দা, সেখানকার কোনো সার্ভার ব্যবহার করে ব্যক্তিগত ব্যাংক হিসাব দেখতে পারবেন। কেবল ব্রাউজিং হিস্ট্রি আলাদা করে সংরক্ষণ করে না ওই কনটেইনারগুলো, এতে আলাদা করে কুকি আর ব্যবহারকারীকে ট্র্যাকিংয়ের তথ্য জমা থাকে।

অর্থাৎ, ব্যবহারকারী কেবল কনটেইনার পাল্টেই একই ওয়েবসাইটের একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন। তবে, মোজিলা ভিপিএনের সঙ্গে অ্যাড-অন’টির সমন্বয়ের বাড়তি সুবিধা আছে বলে ভার্জ মন্তব্য করেছে। প্রযুক্তি সেবার বাজারে ২০২০ সালে মোজিলা ভিপিএন এর অভিষেক হয়েছে ২০২০ সালে। গেল বছরের সেপ্টেম্বর মাসে মোজিলা সেবাটির ডেস্কটপ সংস্করণে মাল্টি-হপ ফিচার যোগ করেছিল। ফিচারটি ফায়ারফক্স নির্মাতা মোজিলা সম্প্রতি ভিপিএনের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণেও যোগ করার ঘোষণা দিয়েছে।

ফিচারটিতে ব্যবহারকারীর অনলাইন কর্মকাণ্ড গোপন রাখতে ‍দুটি আলাদা সার্ভার ব্যবহৃত হয়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.