Reading Time: 2 minutes

বড় আকারের ফাইল থেকে শুরু করে ডেটা আদান প্রদানের সবচেয়ে উপযোগী ও নিরাপদ অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। শুরুর দিকে টেলিগ্রাম কেবলমাত্র ফাইল আদান প্রদান ও ম্যাসেজিং এর ক্ষেত্রে ব্যবহার করা হতো, এরপর ৪ই জানুয়ারি ২০২০ এ টেলিগ্রামে ভিডিওকল অপশনটি চালু হয়। কিন্তু তখন ভিডিও কল চালু হবার পর সেটি কেবল মাত্র কল প্রদানকারী এবং গ্রহনকারীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর জুন মাসে টেলিগ্রাম নিয়ে আসে গ্রুপ ভিডিওকল ফিচারটি। যার মাধ্যমে একের অধিকজন ভিডিওকলের মাধ্যমে আড্ডা, গল্প করা, ভিডিও কনফারেন্সিং এ যোগ দিতে পারেন। ইতোমধ্যে জানা গেছে যে এবার টেলিগ্রামে গ্রুপ ভিডিওকলে এক হাজার জন অংশগ্রহন করতে পারবেন। টেলিগ্রাম এ্যাপ এবার গ্রুপ কলের ক্ষেত্রে এক হাজার ব্যবকারীদের অংশগ্রহনের সুযোগদানে বিশেষ ভূমিকা রাখছে।

https://telegram.org/file/464001574/3/Pqda66P2qCA.71942/56366f0bdd3630cab8

টেলিগ্রামের এবারের সংস্করনে এক হাজার জন গ্রুপ কলের সুবিধা থাকলেও শুধুমাত্র ৩০ জন অন স্ক্রিন থেকে ভিডিও কল করতে পারবেন এবং বাকি নয় শত সত্তর জন ভিডিও কল দেখতে পারবেন। আর এই তথ্যটি জানিয়েছেন এনগ্যাজেট। অংশগ্রহনকারী বাড়ানোর পরিকল্পনা টেলিগ্রাম, ভিডিওকল ফিচার প্রদান করার সময়েই করে রেখেছিল। আর এতে করে এ্যাপটি লাইভ ইভেন্ট সমর্থন করতে সক্ষম হবে। এছাড়াও প্রতিষ্ঠানটি এটাও জানায় যে তারা অংশগ্রহনকারী বাড়ানোর ব্যাপারে সর্বদা স্বক্রিয় থাকবে, এই এক হাজার সংখ্যাতেই কেবল তারা থেমে থাকবে না।

বর্তমানে টেলিগ্রামের বিভিন্ন ফিচারে এসেছে নতুন আপডেট। এতে করে এ্যাপটিতে উচ্চ মানের ভিডিওকলের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এতে করে ব্যবহারকারীরা ভিডিও কলের সময় একজনের সাথে আরেকজন অডিওসহ স্ক্রিন ও শেয়ার করতে পারবেন। এর সাথে আছে কল রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার অপশন। যার মধ্যমে আপনি এক দিন, এক সপ্তাহ বা এক বছর সেট করে স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ড মুছে ফেলতে পারবেন। মিডিয়া সম্পাদনা ফিচারটিতে টেলিগ্রাম যে আপডেট এনেছে সেটির মাধ্যমে ব্যবহারকারীরা জুম ইন করে ব্রাশের আকার ছোট করতে পারবেন।

আপডেটের ফলে টেলিগ্রামের নতুন সব সুবিধার মধ্যে পাসওয়ার্ড রিসেট করার সূযোগ তো থাকছেই, সাথে থাকছে ইমোজির ভার্সন পরিবর্তনের সুবিধা এবং অসংখ্য এ্যানিমেটেড স্টিকার। ব্যবহারকারীদের বিনোদন উপভোগের জন্য কিছু স্টিকারে সাউন্ড ইফেক্ট যোগ করা হয়েছে। নতুন এ্যানিমেশনের যোগ হবার সাথে সর্বশেষ সংস্করণে ০.৫ এক্স, ১.৫ এক্স এবং ২ এক্স প্লেব্যাক গতি সমর্থন দেয়া হয়েছে এন্ড্রোয়েড এ্যাপ্লিকেশনের জন্য। যে ডিভাইসে টেলিগ্রাম ওপেন করা হবে সেই ডিভাইসের ক্যামেরা জুমের সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবেন আর, আইওএস ব্যবহারকারীরা, আর সেটা নতুন একটি ইন-এ্যাপ ক্যামেরা ডিভাইস এক্সেস এর মাধ্যমে। সেখানে থাকছে একাধিক ইউজারের কাছে ম্যাসেজ ফরোয়ার্ড করার ক্ষমতা।

বর্তমানে ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করা এ্যাপগুলোর মধ্যে টেলিগ্রামই সেরা। টেলিগ্রামে, ম্যাসেজিং, গ্রুপিং, অডিও এবং ভিডিওকল ছাড়াও রয়েছে বিভিন্ন সংবাদপত্র পাঠ, অনুচ্ছেদ পাঠ, গান বাছাই এবং বিভিন্ন চলচিত্রের গ্রুপে অংশগ্রহন করার সুবিধা। এর পাশাপাশি বিভিন্ন গ্যাজেট, টুলস, বিজ্ঞান ও প্রযুক্তির আপডেট জানার ক্ষেত্রে টেলিগ্রামের অবদান অস্বীকার করা যায় না। টেলিগ্রামে ব্যাপক সুযোগ সুবিধার ফলে ব্যবহারকারীদের সংখ্যা ব্যাপক পরিসরে বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে বলে আশা করা যায়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.