mining-farm
Reading Time: 3 minutes

চীনে বিটকয়েন মাইনিং এ কঠোর ব্যবস্থা নেয়ার ফলে চীনা ক্রিপ্টো মাইনার রা তাদের গ্রাফিক্স কার্ড গুলো সেকেন্ড হ্যান্ড ট্রেডিং সাইটে বিক্রি করে দিচ্ছে।

গত দেড় মাস ধরে Xianyu নামক অনলাইন মার্কেটপ্লেসে জিপিইউ বিক্রির জন্য অনেক গুলো নতুন পোস্ট দেখা গিয়েছে। যা সেকেন্ড হ্যান্ড পণ্যের জন্য চীনের বৃহত্তম মার্কেটপ্লেস অ্যাপগুলির মধ্যে একটি এবং আলিবাবার মালিকানাধীন।

যদিও চীনা সরকার কঠোর ব্যবস্থা নিয়ে যে মন্তব্য করেছিলো তা ছিল মূলত বিটকয়েন বাণিজ্য এবং মাইনিং কার্যক্রম নিয়ে। কিন্তু প্রাদেশিক সরকার বিস্তৃত মাইনিং সেক্টর গুলো কে লক্ষ্য করে পাওয়ার প্ল্যান্ট গুলোকে বিটকয়েন ফার্ম গুলোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার আদেশ দিয়েছে। যার ফলে জিপিইউ মাইনিং ফার্মগুলো বিপর্যস্ত হয়েছে যেখানে ফার্মগুলো বিটকয়েন মাইনিং এর তুলনায় বেশ বিদ্যুৎ সাশ্রয়ী ছিল। এছাড়াও চায়নায় কঠোর ব্যবস্থা নেয়ায় মে মাস থেকে মাইনিং বন্ধ থাকায় Ethereum hash রেট প্রায় ২০% কমে গিয়েছে।

Ethash ASIC ছাড়াও ইথেরিয়াম নেটওয়ার্কের বিপুল পরিমাণ হ্যাশিং পাওয়ার এই জিপিইউর উপর নির্ভর করতো।

যদিও Xianyu তে সকলেই বলছে না যে তারা ক্রিপ্টো ময়নার ছিলো। তবে তাদের জিপিইউ রাখার শেলফ গুলো ছবি তাদের কথা কে মিথ্যে প্রমাণ করে দিচ্ছে। এই পোস্ট গুলোতে উদ্ধৃত জিপিইউ গুলোর দাম একে অপরের থেকে ভিন্ন হতে পারে কারণ এগুলি সবই ব্যবহৃত জিপিইউ। কিন্তু ফেব্রুয়ারির বাজার দরের তুলনায় এসব জিপিইউ গুলোর দাম একেবারেই বিপরীতমুখী। ফেব্রুয়ারিতে যখন বাজারে জিপিইউ এর সংকট করেছিলো তখন Ethereum মাইনাররা গেমিং ল্যাপটপ কিনতে বাধ্য হয়েছিলো। যার ফলে এর দামও বেশ বেড়ে গিয়েছিলো।

জিপিইউ গুলোর তুমুল বিক্রি

উদাহরণস্বরূপ একজন বিক্রেতা বিভিন্ন ব্র্যান্ড এর কয়েকটি RTX 3060 জিপিইউ ২,২০০ থেকে শুরু করে ২,৮৯৯ ইউয়ান (৩৩৬-৪৫০$) পর্যন্ত দাম রাখেন। ৬০ জন সম্ভাব্য ক্রেতারা সস্তা দাম বিড করে বিক্রেতা জিপিইউ টির দাম কমিয়ে ১,৭০০ ইউয়ান (২৭০$) এ নিয়ে আসেন।

আরেক বিক্রেতা প্রায় ৩০ দিন আগে পোস্ট করে বলেছেন ৫০% ছাড়ে RTX 30 সিরিজের কিছু জিপিইউ বিক্রি হবে কিন্তু ক্রেতাকে Yarlung Tsangpo নদীর নিকট পাওয়ার স্টেশনে এসে কিনে নিতে হবে।

বিজ্ঞাপন (কেন?)

৩য় বিক্রেতা তার শেলফ ভর্তি গেমিং ল্যাপটপ বিক্রির পোস্ট করেছিলো ১ মাসের বেশ আগে যেখানে ল্যাপটপ গুলোতে বিল্টইন 3060 জিপিইউ ছিলো। তিনি প্রতিটি ল্যাপটপের মূল্য নির্ধারণ করেন ১,০০০$। কিন্তু একাধিক বিক্রেতা ওগুলো বেশি দাম বলে কমেন্ট করেছেন। তাদের মতে ল্যাপটপ গুলো 461$ হলে ভালো হতো।

কিছু ফার্ম এখনো মাইনিং করছে

ঠিক একই সময়ে Sichuan এ দেখা গিয়েছে যে কিছু ছোট বিটকয়েন মাইনিং ফার্মগুলো hydro-power ব্যবহার করে তাদের মাইনিং কার্যক্রম বহাল রেখেছে।

গত ৩০ দিনে Xianyu তে এরকম দুইজন পাওয়া গিয়েছে যারা কিনা তাদের বিটকয়েন মাইনিং সার্ভিসের পাওয়ার সাপ্লাই বিক্রি করতে চেয়েছিলেন। তারা প্রতি kWh ০.৩৭ ইউয়ান (০.০৫৭$) চেয়েছিলেন।

২য় আরেক হোস্টিং সার্ভিস-প্রদানকারী মাইনিং ক্রেতা খুঁজছিলেন। তিনি বলেছেন যে পাওয়ার সাপ্লাইটি hydro-power দ্বারা পরিচালিত।

যেহেতু Sichuan মাইনারদের সকল প্রকারের পাওয়ার সাপ্লাই দেয়া বন্ধ ঘোষিত করেছে, অনেক প্রাইভেট পাওয়ার প্লান্ট মালিকরা তাদের অবকাঠামো Xianyu তে বিক্রি করা শুরু করেছেন।

আজ এ পর্যন্তই। উক্ত ঘটনা বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.