Reading Time: < 1 minutes

বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসার জন্য নিবন্ধন নিয়েছে। আজ বৃহস্পতিবার ভ্যাট বিভাগ থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে তারা। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট মাইক্রোসফটকে এই নিবন্ধন দিয়েছে। সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড নামে নিবন্ধন পেয়েছে।

এই নিবন্ধন নেওয়ার ফলে মাইক্রোসফট এখন থেকে বাংলাদেশে ব্যবসা করে এমন একটি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের রিটার্ন দেবে। ভ্যাট বিভাগও তাদের রিটার্নগুলো নিরীক্ষা করতে পারবে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, মাইক্রোসফট বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি সফটওয়্যার ও অ্যাপস বিক্রি করে থাকে। এ ছাড়া ইয়াহুর কার্যক্রম মাইক্রোসফটের সঙ্গে যুক্ত। সে জন্য ইয়াহু যেসব সেবা দেয়, তার বিপরীতেও ভ্যাট দিতে হবে।

অবশ্য এত দিন মাইক্রোসফটের সেবার বিপরীতে ভ্যাট কেটে রাখা হতো। মাইক্রোসফটের বিলের টাকা বিদেশে পাঠানোর সময় ভ্যাটের টাকা কেটে রাখা হতো। ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রেখেছে। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের কাছে টাকা পাঠানোর অনুমতি দিত না। পার্থক্য হচ্ছে, এখন থেকে তাকে ভ্যাট রিটার্ন দিতে হবে। তাতে মাইক্রোসফটকে জবাবদিহির আওতায় আনা যাবে।

বিজ্ঞাপন (কেন?)

প্রতি মাসে রিটার্ন জমা দিয়ে কত টাকার সেবা এ দেশে বিক্রি হলো এবং তার বিপরীতে কত টাকা ভ্যাট দেওয়া হয়েছে, তা জানাতে হবে মাইক্রোসফট কর্তৃপক্ষকে।
এর আগে জুন মাসে ফেসবুক এবং মে মাসে গুগল ও আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে।

সিংগাপুরের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নেয়া এই টেক জায়ান্টের বাংলাদেশি ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড এ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর- ০০৩৯৮৯৮৫৮-০২০৮। ঢাকা দক্ষিণের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন সেগুনবাগিচা বিভাগীয় দপ্তরের অধীনে মূসক নিবন্ধন দেয়া হয়। সিংগাপুরে মাইক্রোসফটের ঠিকানায় ১৮২, সিসিল স্ট্রীট, ১৩-০১ ফ্রেজার্স টাওয়ার। এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাইক্রোসফটের স্থানীয় ভ্যাট এজেন্টের অফিসের ঠিকানা ৬/এ/১ সেগুনবাগিচা। বিন নাম্বার ০০০১৬৮২৪৮-০২০৮।

News from Prothom Alo and Ridmik News

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.