Reading Time: 2 minutes

আমার মনে হয় না আমাদের মধ্যে এমন কোনো ইন্টারনেট ব্যবহারকারী আছেন যে কিনা ইউটিউব ভান্সড সম্পর্কে অবগত নয়। তবুও সকলের খাতিরে বলে দেয়াই শ্রেয়। ইউটিউব ভান্সড একটি থার্ড পার্টি ইউটিউব অ্যাপ যেটি কিনা সম্পূর্ণ ইউটিউবের মত কাজ করে এবং সব রকমের এড ব্লক সহ বিভিন্ন রকমের প্রিমিয়াম ফিচার গুলো প্রদান করে থাকে। কিন্তু চমৎকার এই অ্যাপটি খুব দ্রুতই বন্ধ হতে চলেছে।

সম্প্রতি গুগলের কড়া নিষেধাজ্ঞার পর সটওয়্যারটির ডেভেলপাররা এ সিদ্ধান্ত নিয়েছেন। ডেভলপাররা জানিয়েছেন যে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে অ্যাপটি এবং সাথে সাথে বন্ধ করে দেয়া হবে এর ডাউনলোড লিঙ্ক গুলোও। গুগল থেকে পাঠানো একটি বার্তায় তাদেরকে ইউটিউবের লোগো এবং ইউটিউব সম্পর্কিত সকল তথ্য কিংবা লিংক সরিয়ে ফেলার আদেশ দেয় গুগল।

ভান্সড অফিশিয়াল তাদের টুইটার একাউন্টে বলেছে,

“Vanced বন্ধ করা হয়েছে। আগামী দিনে ওয়েবসাইট থেকে ডাউনলোড লিঙ্কও তুলে নেওয়া হবে। আমরা জানি যে এমন কিছু আপনারা শুনতে চাচ্ছিলেন না তবে এটি আমাদের করতেই হবে। বছরের পর বছর ধরে আমাদের সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।”

এবার ভান্সড নামের এই অ্যাপ টির সাথে যারা পরিচিত নন তাদের জন্য ছোট্ট করে কিছু বলা যাক। এটিকে ইউটিউব android অ্যাপ এর একটি “ফ্রি প্রিমিয়াম” অ্যাপ বলা যেতে পারে। শুধু তাই নয় বরং ইউটিউব এর চেয়েও ভালো রকমের ডার্ক থিম ব্যবহারের সুযোগ করে দিয়েছিলো এই ভান্সড অ্যাপটি। যারা কিনা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতেন না, তাদের জন্য একটি আদর্শ বিকল্প ছিলো এই অ্যাপ। এছাড়াও এতে নতুন ভাবে যোগ করা হয়েছিলো স্কিপ টু অডিও ফিচার যেখানে কোনো গান শুরু হইয়ার পুর্বে কোন স্পনসার করা এড থাকলে তা অটোমেটিক কেটে দিয়ে সরাসরি গান বা কথা থেকে শুরু করা হতো। এছাড়াও তারা ফিরিয়ে এনেছিলো পুরনো ডিজলাইক বাটন।

বিজ্ঞাপন (কেন?)

তবে ভান্সডই একমাত্র আনঅফিসিয়াল অ্যাপ না যেটিকে দমিয়ে দিতে চাচ্ছে গুগল। ডিসকোর্ড ব্যবহারকারীদের প্রিয় দুটি বট গ্রুভি এবং রিদম কেও একই ভাবে থামানোর বার্তা পাঠিয়েছিলো গুগল। কিন্তু এই নতুন প্রযুক্তির যুগে আমার মনে হয়না কোনো অ্যাপ ডেভেলপারদের আটকে রাখা যাবে। কোনো না কোনোভাবে আবারো এরকম একটি ফ্রি ফিচার সমৃদ্ধ অ্যাপ বের করবে কেউ না কেউ। বর্তমান কথা চিন্তা করলে আপনাদের সামনেই পাওয়া যাবে এর উদাহরণ। যেমন নিউপাইপ।

নিউপাইপ একটি ওপেন সোর্স ইউটিউব ক্লায়েন্ট এবং সফওয়্যার যেখানে ইউটেবের পাশাপাশি রয়েছে সাউন্ডক্লাউড। তবুও যদি আপনি একান্তই ইউটিউব ভান্সড ব্যবহার করতে চান, তবে অবশ্যই এর সর্বশেষ আপডেট টি ইনস্টল করে নিন।

এবার আপনাদের মতামতের পালা। আপনি কি নিত্যদিনের জন্য ভান্সড ব্যবহার করতেন? এটি বন্ধ হওয়া নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই জানাবেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

Hello World!
Jamil's here. Love to learn and write about new things, especially about tech.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.