Reading Time: < 1 minutes

সম্প্রতি হয়ে যাওয়া আই/ও নির্মাতা সম্মেলনে গুগল ব্যবহারকারীর নিরাপত্তা বিষয়ক বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে। ফিশিং আক্রমণ রোধে এবার গুগল নিয়ে এসেছে গুগল চ্যাট। গুগল চ্যাট এবার ব্যবহারকারীকে এখন থেকে বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আসা সম্ভাব্য ‘ফিশিং’ ও ‘ম্যালওয়্যার’ হামলা সম্পর্কে সতর্ক করবে। নতুন ফিচারটিকে ‘ওয়ার্নিং ব্যানার’ নামে ডাকছে গুগল। এ নিয়ে গুগল ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার। এটি ফিশিং আক্রমণ রোধে মেসেজিং সেবাটির সর্বশেষ পদক্ষেপ। আলোচনায় নিরাপত্তা ব্যবস্থার বিপরীতে সম্ভাব্য সতর্কবার্তা এবং সমস্যা নিরসনে পরামর্শ দেওয়ার মতো বিষয়গুলো উঠে এসেছে।

ফিশিং লিঙ্কের মাধ্যমে কারো অজান্তে ইমেইলের নিয়ন্ত্রণ এবং ম্যালওয়্যার ইন্সটল করে তার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে সেটি ব্যবহার করে অন্য কোন ধরনের অপরাধ সংগঠিত করা এরকম অনেক কিছুই সম্ভব। ফিশিং লিঙ্কের ক্ষেত্রে ডোমেইন নেম অপরিচিত, অস্বাভাবিক ও উদ্ভট কিছু হতে পারে। বানান ও ব্যাকরণে ভুল থাকতে পারে। এটি অপরিচিত বা স্প্যামের মাধ্যমে ইমেইল ও মেসেজিং অ্যাপে আসতে পারে। ফিশিং লিঙ্কে সাধারণত কোন প্রতিষ্ঠান বা পেজের ছদ্মনাম ব্যবহার করা হয়, এতে প্রতিষ্ঠান বা পেজের সঠিক পরিচয় থাকে না এবং মানুষকে ফাঁদে ফেলতে এতে লোভনীয় অফার দেয়া থাকে।

এসব অফারের লোভে পড়ে যে কেউ তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিজের অজান্তে অজানা কক্রো ককছে হস্তান্তর করে ফেলেন। ব্যানার ফিচারটি এপ্রিলের শেষের দিকে প্রথম ‘গুগল ডকস’-এ এসেছিল। ফিচারটি ‘ডকস’, ‘শিটস’, ‘স্লাইডস’ এবং ‘ড্রয়িংয়ে’র মতো ওয়ার্কপ্লেস অ্যাপের বেশ কয়েকটি ‘ক্ষতিকারক ফাইল’ সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করছে। নতুন এই ফিচার চালু হবে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে। এতে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট সহ সকল গুগল ওয়ার্কস্পেস গ্রাহক, ফিচারটি ব্যবহারের সুবিধা পাবেন বলে প্রযুক্তিভিত্তিক সাইট ভার্জ প্রতিবেদনে লিখেছে।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী গুগলের নতুন ফিচারটি ব্যবহারকারীর জিমেইল ‘ওয়ার্কস্পেস’ অ্যাকাউন্টে প্রথম দেখা গেছে। এটি ‘প্রলোভন দেখানো’ ম্যালওয়্যার, ফিশিং বা র‍্যানসমওয়্যার হিসেবে বিবেচিত লিঙ্ক চিহ্নিত করতে সাহায্য করে। গুগল নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নিজস্ব অন্যান্য পরিকল্পনার কথাও জানিয়েছে। এর মধ্যে রয়েছে বিস্তৃত ‘টু-স্টেপ ভেরিফিকেশন’, ‘অ্যাড কাস্টমাইজেশন’ এবং ডেটা নিরাপত্তা বৃদ্ধি।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.