Reading Time: < 1 minutes

২০২২ সালের ১৬ নভেম্বর শীর্ষস্থানীয় ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স ধসের পর থেকে বেশ কয়েক সপ্তাহ ধরেই জেনেসিসের দেউলিয়া সুরক্ষা আবেদনের বিষয়টি লক্ষ্য করা গেছে। দেউলিয়া সুরক্ষা আইনের জন্য শীঘ্রই আবেদন করতে যাচ্ছে ক্রিপ্টোমুদ্রা ঋণদাতা কোম্পানি জেনেসিস গ্লোবাল ক্যাপিটাল। বুধবার এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে বাণিজ্য সংবাদ বিষয়ক মার্কিন প্রকাশনা ব্লুমবার্গ

জেনেসিসের মালিক কোম্পানি ‘ডিজিটাল কারেন্সি গ্রুপ’ ও এর পাওনাদাররা বেশ কিছুসংখ্যক প্রস্তাব চালাচালি করলেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি বলে উঠে এসেছে ব্লুমবার্গের প্রতিবেদনে। আর এইসব পাওনাদারের পরামর্শক দল হিসেবে কাজ করছে ‘কার্কল্যান্ড অ্যান্ড এলিস’ ও ‘প্রসকাওয়ার রোজ’। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের এফটিএক্স ধসের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম ক্রিপ্টো ঋণদাতা ব্লকফাই ও কোর সায়েন্টিফিকসহ বেশ কিছু সংখ্যক কোম্পানির ওপর।

ফলে, পরবর্তী মাসগুলোতে কোম্পানিগুলো দেউলিয়া সুরক্ষার আবেদন করেছে। এই প্রসঙ্গে রয়টার্স জেনেসিসের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ’ কমিশন বলেছে, এই ক্রিপ্টো ঋণদানকারী প্রকল্পের মাধ্যমে লাখ লাখ বিনিয়োগকারীর কাছে অবৈধ উপায়ে আর্থিক নিরাপত্তা বিক্রির অভিযোগে তারা জেনেসিস ও জেমিনিকে জরিমানা করেছে।

এদিকে, যমজ ভাতৃদ্বয় ক্যামেরন ও টাইলার উইঙ্কলভসের প্রতিষ্ঠিত ক্রিপ্টো এক্সচেঞ্জ জেমিনির সঙ্গেও বিবাদে জড়িয়েছে জেনেসিস। সে সময় জেনেসিসের সঙ্গে ‘আর্ন’ নামে পরিচিত এক ক্রিপ্টো ঋণদানকারী পণ্যে অংশীদারিত্বের প্রস্তাবনা দিলেও জেমিনি এখন বলছে, তারা ওই পণ্য বাবদ জেনেসিসের কাছে ৯০ কোটি ডলার পায়।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.