Reading Time: 2 minutes

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মেটার কাছ থেকে এর চেয়ে বেশি মুনাফার প্রত্যাশা করেছিলেন বিশ্ব অর্থনীতি নিয়ে শঙ্কিত বাজার বিশ্লেষকগণও। বিশ্ব বাজারে চলতি অর্থনৈতিক মন্দার শঙ্কায় মেটার বিজ্ঞাপনী ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উঠে এসেছে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সোশাল মিডিয়া জায়ান্ট মেটার মুনাফা হয়েছে চারশ চল্লিশ কোটি ডলার। যা আগের বছরের মুনাফার একই সময়ের তুলনায় অর্ধেকেরও কম।

এ পরিস্থিতিতে ২০২৩ সাল শুরু হওয়ার আগেই খরচ কমানোর লক্ষ্যে বড় পরিবর্তন আনার সতর্কবার্তা দিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি। বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানির আয় হয়েছে দুই হাজার ৭৭০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৪ শতাংশ কম বলে উঠে এসেছে। পাবলিক লিমিডেট কোম্পানি হিসেবে শেয়ার বাজারে অভিষেকের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো প্রান্তিকে আয় কমল মেটার।

জুন মাসে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো আয় কমার খবর দিয়েছিল কোম্পানিটি। এ পরিস্থিতিতে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, অগ্রাধিকার এবং দক্ষতার ওপর জোর দিয়ে ২০২৩ সালের দিকে এগিয়ে যাচ্ছে তারা। যা বর্তমান পরিস্থিতিতে পথ খুঁজে নিতে এবং আরও শক্তিশালী কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করবে। সর্বশেষ এই আর্থিক প্রতিবেদন প্রকাশের পর শেয়ার বাজারে মেটা শেয়ারের দাম পড়েছে প্রায় ১৭ শতাংশ।

সেপ্টেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকে মূল ফেসবুক অ্যাপের মাসিক নিয়মিত ব্যবহারকারী সংখ্যা ২৯৬ কোটি ছিল বলে মেটা জানিয়েছে। বুধবারে আর্থিক প্রতিবেদন প্রকাশের সময়ে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য তিনটি খাত উল্লেখ করেছেন জাকারবার্গ। এর মধ্যে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ডিসকভারি ইঞ্জিন, বিজ্ঞাপন ও বাণিজ্যিক মেসেজিং এবং মেটাভার্স। এ মাসের শুরুতেই নতুন কোয়েস্ট প্রো হেডসেট উন্মোচন করেছে মেটা।

গত সপ্তাহেই জাকারবার্গ ও মেটার উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে ২০ শতাংশ কর্মী ছাঁটাই এবং মেটাভার্স খাতে বিনিয়োগ পাঁচশ কোটি ডলারে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারী অল্টিমিটার ক্যাপিটালের প্রধান নির্বাহী ব্র্যাড গার্স্টনার। খোলা চিঠিতে তিনি মেটায় অধিক সংখ্যক কর্মী থাকা সত্ত্বেও মেটাভার্স প্রকল্পে কেন পিছিয়ে তা নিয়ে অসন্তুষ্টতা প্রকাশ করেন। কোম্পানিটি বাণিজ্যিক ক্রেতাদের ভিআর হেডসেটটি ক্রয়ে আকৃষ্ট করতে চাইছে বলে জানিয়েছে সিএনএন।

বিজ্ঞাপন (কেন?)

মার্ক জাকারবার্গ জানিয়েছেন, প্রতি মাসে নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন এমন সেবাগ্রাহকদের সংখ্যা দুইশ কোটির বেশি। আর দৈনিক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যাও এখন দুইশ কোটির বেশি। মুনাফা কমার এই খবর এমন সময়ে এলো যখন মেটাভার্স নির্মাণের লক্ষ্যে বছরে হাজার কোটি ডলার বিনিয়োগ করছে মেটা। গত বছর থেকে কোম্পানির নাম পরিবর্তনের পর থেকেই মেটার পতন হওয়া শুরু করে। সাম্প্রতিক মাসগুলোতে একদিকে মুদ্রাস্ফিতী বেড়েছে, অন্যদিকে অর্থনৈতিক মন্দার শঙ্কায় অনলাইন বিজ্ঞাপনের ব্যয়ও কমিয়েছেন বিজ্ঞাপনদাতারা।

সেই সাথে বিজ্ঞাপনী আয় কমেছে গুগল ও স্ন্যাপের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। অন্যদিকে, নিজস্ব প্ল্যাটফর্মে আগের মতো নতুন ব্যবহারকারী টানতে পারছে না ফেসবুক তথা মেটা প্ল্যাটফর্মস। দৃশ্যপটে টিকটকের মতো প্রতিযোগীর আবির্ভাবে আরও বিপাকে পড়েছে কোম্পানিটি।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.