Close up photo of monitor
Photo by energepic.com on Pexels
Reading Time: < 1 minutes

ভ্যালেরিয়াম, লন্ডনের ‘অ্যাকুইস এক্সচেঞ্জ’-এর নিবন্ধিত প্রতিষ্ঠান। সম্প্রতি ব্লকচেইন প্রতিষ্ঠান ভ্যালেরিয়াম জিব্রাল্টার স্টক এক্সচেঞ্জ (জিএসএক্স)-এর ৯০ শতাংশ কেনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জিএসএক্স-এর যন্ত্রপাতির মাধ্যমে একটি নিয়ন্ত্রিত ক্রিপ্টো ক্যাপিটল পুলে প্রবেশাধিকারের জন্য জিব্রাল্টারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন লাগবে বলে জানিয়েছে। ভ্যালেরিয়াম প্রতিষ্ঠানটি শেয়ার এবং ক্রিপ্টোকারেন্সি যৌথভাবে লেনদেনের প্রথম শেয়ার বাজার তৈরির লক্ষ্যে কাজ করছে। তবে ভ্যালেরিয়াম মালিকানা হাতবদল চুক্তির আর্থিক বিষয়ে নিয়ে মুখ খোলেনি।

বার্তাসংস্থা রয়টার্স এক জানিয়েছে যে ডিজিটাল মুদ্রা ব্যবস্থার সঙ্গে প্রচলিত অর্থ ব্যবস্থার সমন্বয়ের জন্য ডিসেম্বর মাসে ভ্যালেরিয়াম জিব্রাল্টারের আর্থিক প্রতিষ্ঠান ‘জুনো’ কিনে নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে যে জিএসএক্স হবে পৃথিবীর প্রথম এক্সচেঞ্জ যেখানে ক্রিপ্টো বাজারে এবং প্রচলিত আর্থিক লেনদেনের মধ্যে প্রতিবন্ধকতাহীন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রিত সংযোগ তৈরি হবে। এতে জিএসএক্স থেকে একটি নিয়ন্ত্রিত ক্রিপ্টোকারেন্সি পুলে প্রবেশাধিকার পাওয়া যাবে যা অন্য কোথাও পাওয়া যায় না এবং এর মাধ্যমে ক্রিপ্টোকারিন্সর মালিকরা প্রচলিত আর্থিক সম্পদে সরাসরি যাচাইযোগ্য সম্পদ অধিগ্রহণের সুবিধা পাবেন।

শুক্রবারের ঘোষণায় ভ্যালেরিয়াম জিএসএক্সের ৮০ শতাংশ কেনার বদলে ৯০ শতাংশ কেনার কথা বলেছে। ২০২১ প্রতিষ্ঠানটি সালের নভেম্বর মাসেই জিএসএক্সের ৮০ শতাংশ ক্রয়ের সুযোগ হাতে পাওয়ার খবর জানিয়েছিল। তবে, জিব্রাল্টার ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশন থেকে অনুমোদন পেলেই ওই চুক্তির বিষয়টি এগোবে বলে প্রতিষ্ঠানটির জানিয়েছিল।

সাবস্ক্রাইব করুন The Penguins Club খবরপত্রিকায়

প্রতি শুক্রবার বিশেষ খবর এবং আলোচনায় অংশগ্রহন করতে আপনার ইমেইল দিন।


Tagged:
About the Author

বিগত প্রযুক্তি বিষয়ক লেখালেখি করছি - বাংলা লেখিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.